নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
দূরে একা বাতিঘর আলো নিমিঝিমি
নিরন্তর জোনাকি জ্বলছে পথে পথে
নোঙর করেছি দরবারে তব প্রিয়,
পথহারা দিকভ্রান্ত মুসাফির আমি
দাও গো দিশা চলেছি আশু জীবনান্তে।
তুমি তো আলোর মিনার,জগত জুড়ে
বিকিরিত উজালা কিরণ তোমা হতে;
তুলনা নাহি তব,সন্ধানী দুনয়ন
তোমার পানে হে প্রিয় আসে পুনঃ ফিরে।
চলে গেলে অভিমানী দূর নিরালায়
মাওলার দ্বারে,ফেলে একেলা আমায়
তুমি বিহনে হৃদয়-বিহঙ্গম অহে,
অন্তরীণ বিষাদ-শিকল-পিঁজরায়;
দহ্যমান নিরবধি অনলপ্রবাহে।
তুমি তো সানি আমির হামযা দ্বীনের
আমিরুল উমারা জিন-ইনসানের,
তোমার পরে জান কুরবান আমার
জ্বলে রবে দীপশিখা তব ঈমানের।
©somewhere in net ltd.