নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক সুবোধ বালক /অবুঝ শিশুর মতো /মোর চলন বলন/খাই-দাই ফুর্তি করি / সাধ্যমত লিখি-পড়ি /আর কিছু নেই কথন।

আমানউল্লাহ রাইহান

তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......

আমানউল্লাহ রাইহান › বিস্তারিত পোস্টঃ

ছন্নছাড়া আইডল

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৩

আগেকার দিনে দেখা যেতো মুরব্বিরা কাউকে পাঞ্জাবি-পায়জামা কিংবা হিজাব ছাড়া দেখলে বলতেন,
ছেলেটা গোমরাহ হয়ে যাচ্ছে।
মেয়েটা বিপথগামী হয়ে যাচ্ছে, চলন-বলন ঠিক-ঠাক লাগছে না।
তাদের পোষাক-আশাক হয়তো একটু অন্যরকম হতো কিন্তু তারা মুরব্বিদের আদর্শ থেকে বিচ্যুত হতো না। মুরব্বিদের কথা মেনে চলতো। আচার-ব্যবহারে উশৃঙ্খল ছিলোনা।

কিন্তু এখনকার অবস্থা ভিন্ন হতে চলেছে। এখন পাঞ্জাবি-পায়জামা ঠিকই আছে, বোরকা-হিজাব-নিকাবও জায়গা মতো আছে ।তবে ভিতরটা বদলে যাচ্ছে। বাহ্যিক ব্যবহার আর আভ্যন্তরীণ ব্যবহার বিপরীতমুখী। উপরে লেবাস ঠিক রেখে মানুষকে ধোঁকা দিচ্ছে, ভিতরে লালন করছে ভয়ঙ্কর সব চিন্তা-চেতনা।মস্তিষ্ক ধোলাই হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদী সেক্যুলার চিন্তাধারায় প্রভাবিত হচ্ছে।
অন্য দিকে নিজেদের চিন্তাধারা প্রচারের জন্য পাঞ্জাবিতে পাঞ্জাবিঅলাদের আর হিজাব পরে হিজাবি সরলমনা ছাত্র-ছাত্রীদের সঠিক চেতনা ও আদর্শ থেকে বিচ্যুত করছে।

মুরব্বিরা বিপথগামী হওয়ার প্রথম ধাপ হিসেবে বাহ্যিক পরিবর্তনটাকে আমলে নিতেন।কিন্তু তারা হয়তো ভাবতেও পারেননি যে, তাদের আগামী প্রজন্ম লেবাস-পোশাক ও বাহ্যিক রূপ ঠিক রেখেও মস্তিষ্কহীন ও আদর্শচ্যুত হতে পারে।

ইদানিং মাদরাসার ছাত্রদের মধ্যে জেনারেল লাইনে পড়াশোনা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা খারাপ কিছু না। বরং সাধুবাদযোগ্য। সবাইকে মুফতি, মুহাদ্দিস হতে হবে এমনটা কোথাও নেই। জরূরি দ্বীনি ইলম হাসিল করার পরে যেকোনো বিষয়ে পড়াশোনা করবে কোনো সমস্যা নেই।তার প্রশ্নই আসে না।

কিন্তু সমস্যা হলো, এইসব পোলাপানদের মধ্যে যারা মাদরাসা ছেড়ে ভার্সিটিতে গিয়ে স্বকীয়তা বর্জন করে ,শরিয়তগর্হিত কাজ করে, মেয়েদের সাথে ডলাডলি করে, টুপি - পাঞ্জাবি-পায়জামা সুন্নতি পোষাককে কলঙ্কিত করে...
যারা হিজাব পরেও ছেলেদের সাথে ডলাডলি করে, পর্দার আড়ালে যা খুশি করে...
তারা নাকি আমাদের আইডল! নতুন প্রজন্মের আদর্শ! তারা নাকি আধুনিক! অসাম্প্রদায়িক! উদারমনা!

আর যারা ভার্সিটি ছেড়ে মাদরাসা লাইনে আসে কিংবা ভার্সিটিতে থেকেও দ্বীন-ধর্ম পালন করে,
বিজাতীয় সংস্কৃতি ছেড়ে দেশীয় সংস্কৃতি ধারণ করে, ইসলামের রঙ্গে নিজেকে রাঙ্গায় তারা নাকি গেঁয়ো! পশ্চাদপদ! আদিম যুগের মানুষ! আধুনিকতা বুঝে না! তারা নাকি মননশীল নয়! তাদেরকে ঐসব মস্তিষ্কহীন লোকেরা, কথিত ইসলামিক নিউজ পোর্টালের কর্ণধাররা আইডল হিসেবে দেখায় না।

যারা শেকড় ছেড়ে উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ায়, চাল-চরিত্র ঠিক নেই, যারা এখন পর্যন্ত নিজের পরিচয়ই ঠিক করতে পারেনি যে, সে এলিট সমাজে অন্য ভাষায় কথিত আধুনিক সমাজে কী পরিচয়ে তার উপস্থিতি জানান দিবে, তারা কিভাবে আমাদের আইডল হয়?

হায়রে পাগলের দল, বোকারা হয়তো তোমাদের ফাঁদে পা দিবে, তোমাদের নীল নকশার শিকার হবে কিন্তু আমরা নই। আমরা আমাদের মুরব্বিদের আদর্শ, নিজের পরিচয় ধরে রাখবো আজীবন।আধুনিকতার নামে নিজেদের পরিচয় বিকিয়ে দেবো না,দ্বীন-ধর্ম ত্যাগ করবোনা, ত্যাগ করবোনা নিজেদের সভ্যতা-সংস্কৃতি এবং শেকড় ছেড়ে বেরিয়েও যাবো না ইনশাআল্লাহ!

দ্বিপ্রহর।
13/11/2017 ঈ.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.