| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমানউল্লাহ রাইহান
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
যেখানে আমার ফরিয়াদ শ্রবণে
তামাম কর্ণ পরাহত হয়ে গেছে
এমন নিঃসঙ্গ জীবনকে আমি
যাপন দানে কৃপা করে এসেছি।
এ সঙ্গহারা কয়েদি থেকে দূরে সরে
পুষ্পকুঞ্জে প্রভাত-সমীর বয়ে যায়
যদি হৃদয় পরে উজাড় নীড়ের
বিষণ্ণতা বয়ে যায়!
ওগো রঙিন ফুলের রক্ষক,
বজ্র-বিদ্যুতে অভিনন্দন তোমায়
উদ্যান হতে যে এবার
উদ্যানের সমব্যথী চলে যায়!
অসহায়ত্ব এমন করে নিয়ে চললো দীন-হীনদের
যেমন কাফেলা চলে গেলে
পিছে শুষ্ক ধূলিকণা উড়ে উড়ে যায়।
(মূলঃ কালিম আজিয
তরজমাঃ আমানউল্লাহ রাইহান)
©somewhere in net ltd.