নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
আজো আমি স্বাধীনতা খোঁজে ফিরি
অন্ন-বস্ত্রহীন মানুষের চাহনিতে!
আজো আমি স্বাধীনতা খোঁজে ফিরি
বস্তিতে, ফুটপাতে নির্জন পল্লিতে!
আজো আমি স্বাধীনতা খোঁজে ফিরি
সনদহীন ক্ষুধার্ত মুক্তিযোদ্ধার অশ্রুতে!
পতাকার সবুজ রঙ আমার চোখে ভাসে না
আমি দেখি চারিদিকে লাল আর লাল!
আজো গেয়ে উঠুক হাজারো কণ্ঠ
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল!
26 শে মার্চ, 2018 ঈ.
©somewhere in net ltd.