নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
মানুষ আল্লাহর দাস। আল্লাহর দাসত্ব করার জন্যই তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সাথে দিয়েছেন দায়িত্ব, আল্লাহর প্রতিনিধিত্ব করার। সে একদিকে যেমন আল্লাহর দাসত্ব করবে, তদ্রূপ আল্লাহর খলিফা হয়ে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কিন্তু পুঁজিবাদের ভোগবাদ তাকে গ্রাস করেছে। সে তার দায়িত্ব ভুলে পুঁজির দাসত্ব করছে। তার জীবন ধারণের সব আসবাব পুঁজির পণ্যে পরিণত হয়েছে।
ফেব্রুয়ারিতে কোকাকোলার নিখোঁজ ভাষা শিক্ষার নামে বাংলাভাষাকে তার পণ্য বানানোর কারসাজি আমরা দেখেছি। সাত বীরশ্রেষ্ঠদের নিয়ে বসুন্ধরা টয়লেট টিস্যুর ফাতরামি দেখেছি, এবার সার্ফএক্সেল নিয়ে এলো রমযানের কর্পোরেট রূপ! রমযানের রোযার মতো মহান এই ইবাদতটিও কর্পোরেটদের হাত থেকে নিষ্কৃতি পেলো না। রমযানকেও ওরা পুঁজিতে পরিণত করলো।
সার্ফ এক্সেলের নতুন ভিডিও এ্যাড দেখলাম। শাহিদকে তার মা ঘুম থেকে ডেকে তুলেছে সাহরি খাওয়ার জন্য, সে উঠেই এক মুঠো খেজুর আর পরোটা পকেটে নিয়ে দৌড়ে পাশের বাড়ির বয়োজৈষ্ঠ মুরব্বির ঘরে গেলো। তিনি কানে শুনেন না, তাই এলার্ম শুনতে পাননি। শাহিদ না আসলে তার সাহরি খাওয়া হতো না আজ। মুরব্বি উঠে দেখে শাহিদ দণ্ডায়মান। শাহিদ বলছে, "জলদি কারে, সাহরি কা ওয়াক্ত হো গায়া, আগার আভি নেহি কারোগে তো রূযে কেয়সে রাখোগে…?"
মুরব্বি উঠে দেখলেন পাত্র খালি। শাহিদ পকেট থেকে খেজুর আর পরোটা বের করে তার হাত দিলো। তিনি অশ্রুশিক্ত হয়ে শাহিদকে জড়িয়ে ধরলেন পরম মমতায়।
এই ভিডিওতে দেখা যায়, শাহিদ যখন তাদের বাড়ি থেকে দৌড়ে মুরব্বির বাড়িতে আসছিলো তখন গেইটের নিচ দিয়ে ক্রলিং করে ঢোকার সময় গায়ের পাঞ্জাবি দাগে ভরে গেছে। শাহিদ ফিরে আসার সময় এই ভয়েসটা শোনা যাচ্ছে, "খোদ কো ভোলা কর আওরোঁ কো মদদ করনে মে দাগ লাগ যায়ে তো দাগ হি আচ্ছে হ্যায়…!"
যার মর্মার্থ পরিচিত বাংলায়, দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে দাগই ভালো!
আর পুরো ভিডিওতে এই কাওয়ালিটা শোনা যাচ্ছিলো,
"ম্যায় নে পুছা খোদা সে, কেহ তো মুঝকো মিলে গা কাহাঁ/ খোদা নে কাহা, মিলোংগা অহাঁ, হ্যায় নেকি জাহাঁ..!"
রমযান উপলক্ষে এরকম আরো কয়েকটা এ্যাড আছে।
পবিত্র রমযানও এদের হাত থেকে রক্ষা পেলো না। ইবাদতও পুঁজিবাদীদের পণ্যে পরিণত হচ্ছে...
6 মে, 2018 ঈ.
©somewhere in net ltd.