নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
এই অঞ্চলে ইসলাম আকিদা বা মানহাজের খোঁড়াখুড়ি দিয়ে প্রচার হয় নাই। আল্লাহ আরশের উপর আছেন নাকি আরশে আছেন- এসব শাব্দিক ঝগড়া দিয়ে ইসলামের প্রসার ঘটেনি, এই অঞ্চলে ইসলামের ইশাআত হয়েছে আখলাক, সামাজিক বন্ধন, আত্মার সম্পর্ক এবং রূহানিয়াত দিয়ে। যেমনটা খোদ রাসূল সা. প্রচার করেছিলেন।
এই অঞ্চলে ইসলাম প্রচার করেছেন হানাফি মাযহাবের উলামায়ে কিরাম ও সুফি-সাধকগণ, আরবের জাহেরি সালাফি শাইখরা নয়। জাহেরিরা শব্দের ঝগড়া করে, ওরা মর্ম উপলব্ধি করে না এবং মানুষের মরমও বুঝতে চায় না। যার দরুন ওরা হানাফি মাযহাবও বুঝে না। কারণ, হানাফি মাযহাব কেবল শব্দের বাহ্যিক অর্থ দিয়ে চলে না, মর্ম ও ভিতরগত তত্ত্বের প্রতিও দৃষ্টিপাত করে।
এই অঞ্চলে ইসলাম কবুল করেছিলো সমাজের নির্যাতিত, জাতপাতের যাতাকলে পিষ্ট মযলুম মানুষেরা। তারা ইসলামের বাস্তব সৌন্দর্য, মুবাল্লিগদের আখলাক, কর্ম ও আচরণবিধি, ইসলামের সমাজ ব্যবস্থা ও সম্পর্কনীতি দেখে মুগ্ধ হয়েছিলো। যারা এখন সহিহ ইসলামের ধারক সেজেছেন, তাদের কথাবার্তা আচার আচরণে ইসলামের সেই সামাজিক নৈতিকতা, আখলাক, সাম্য ও ইনসাফ, এবং ইসলামের রূহানিয়াত কোথায়? যে ইসলাম দেখে মানুষ মুসলিম হয়েছিলো সেই ইসলাম কোথায়?
এই অঞ্চলের মানুষ ইসলামকে জীবনের সাথে, রক্তের সাথে মিশিয়ে নিয়েছিলেন, আপনাদের সহিহ ইসলাম তো কিতাবের কাগজে আর কিছু শব্দ ও মাসআলার মধ্যে সীমাবদ্ধ। ইসলাম যত কাগুজে রূপ নিচ্ছে, অপ্রয়োজনীয় সামান্য বিষয়ে তাত্ত্বিক আলোচনা হচ্ছে ততো মানুষের বাস্তব জীবন থেকে ইসলাম বিদায় নিচ্ছে। আধ্যাত্মিক উন্নতির উৎকর্ষ, মানুষের আত্মিক অগ্রগতি ছাড়া এই সমাজে ইসলাম টিকবে না। শাব্দিক চুলাচুলি নয়, মানুষের মাঝে ইলমচর্চা ও রূহানিয়াতের সমান্তরাল প্রবৃদ্ধি পয়দা করুন।
এইসব শাব্দিক ঝগড়া আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট করে দিচ্ছে।
28 শে মে, 2018 ঈ.
©somewhere in net ltd.