নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
দেওবন্দ সে তো দেওবন্দ!
যা অতুল্য, অতুলনীয়। যার সাথে তুলনা করা যায়, তাকে তুলনা দেওয়া যায় না।
দেওবন্দ, যার বাহ্যিক চিত্র নয়ন ভরে অবলোকন করা যায়, বর্ণনা করা যায় না।
যার রূহানি ছোঁয়া অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না।
দেওবন্দ সেই "ইলহামি ইমারাত"- এর নাম, যার রূহানিয়্যাত সারা দুনিয়া জুড়ে...!
দেওবন্দ, যাকে কলমবন্দ করার মতো কোনো কলম আজো সৃষ্টি হয়নি! আমার আকিদত, আল্লাহ সৃষ্টি করেননি!
5 ই এপ্রিল, 2018 ঈ.
©somewhere in net ltd.