নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
প্রতিটি মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতার দেয়ালে আড়াল পড়ে যায় অনেক ইচ্ছা, কামনা-বাসনা এবং কল্পনা ও অনেক পরিকল্পনা। সে চাইলেই সবকিছু করতে পারেনা। কিন্তু তার এই সীমাবদ্ধতাকে দুর্বলতা মনে করা ভুল। এটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কাউকে হেয় করা বা বক্র দৃষ্টিতে দেখা অন্যায়।
একজন ধনীর দুলাল। তার দিল অনেক বড়, তাই বলে অন্যজন ছোট মনের মানুষ, এমন নয়। সেও হয়তো সবার মতো করে সবকিছু নিজের সাথে মানিয়ে নিতে চায়, কিন্তু পরিবেশ-পরিস্থিতি, মানসিক চাপ কিংবা সাময়িক সীমাবদ্ধতা তাকে আটকে রাখে। ভেতরে ভেতরে সে কেঁদে মরে কিন্তু চক্ষুলজ্জার কারণে প্রকাশ করতে পারে না।
তাই, মানুষের অবস্থা বুঝে তার সাথে তার মতো করে আচরণ করা উচিত। অযথা ক্রিটিসাইজ করে হৃদয়ে আঘাত করা ঠিক নয়।
10 শে ডিসেম্বর, 2017 ঈ.
©somewhere in net ltd.