নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক সুবোধ বালক /অবুঝ শিশুর মতো /মোর চলন বলন/খাই-দাই ফুর্তি করি / সাধ্যমত লিখি-পড়ি /আর কিছু নেই কথন।

আমানউল্লাহ রাইহান

তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......

আমানউল্লাহ রাইহান › বিস্তারিত পোস্টঃ

খোয়াবনামা

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৩


আজো স্বপ্ন দেখি
একটি শুভ্রনীল আকাশের
যেখানে তুমি আমি মিশে যাবো
এক প্রাণে কোনো এক প্রান্তে
কেউ খুঁজে পাবে না আমাদের
হারিয়ে যাবো দূর নীলিমায়

প্রেম-বসন্তের কোকিলেরা ডাকছে
ঐ যে দূরে প্রেমময় সুরে
তুমি কি শুনছো সে প্রেমের গান?
তুমি কি শুনতে পাচ্ছো তার সুর
যে সুর বেদনার, যে সুর নীরব কান্নার
বিরহের ছিন্নবসনে
সে গেয়ে যাচ্ছে আমারই গান
আমারই হৃদয়ের আকুতি

আজো বেঁচে আছি একটি স্বপ্ন লালন করে
এই স্বপ্নই আমার বেঁচে থাকার সম্বল
সে স্বপ্নের ঘোরে আমি হারিয়ে যাই নিকট অতীতে
দেখি কতো স্মৃতি, চোখের সামনে ভেসে ওঠে
একটি চন্দ্রমুখী রূপবতীর জ্বলজ্বলে আঁখিদ্বয়
পলকে পলকে যার ভালোবাসার নির্গমন
আচ্ছা এসব কি বাস্তব ছিলো?

না হলে আজ কেনো মনে হয়
সেসব ছলনা ছিলো
ছিলো মনভোলানো অভিনয়
তুমি সত্যিই চেয়েছিলে আমায়?
নাকি ভুল ছিলো আমার
তবে জেনে রেখো, আমি সত্যি
হাজার সত্যি তোমাকে আপন করে নিয়েছিলাম
আমি কোনো ছলনা করিনি
কিভাবেই বা সম্ভব, যা আমার মধ্যে নেই

তবু বেঁচে আছি এই আশায়
আবারো মিলন হবে
আবারো মিলন হবে
তুমি মিশে গেছো আমার সারা গায়ে
শিরায় শিরায় রক্তকণিকায়
তোমার জলে ভেসে বেড়ায় আমার দগ্ধ চৈতন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.