নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
হালাকু খান একবার শিকারে
গিয়েছে। হঠাৎ তার সামনে
একটি সুন্দর ফুটফুটে
হরিণছানা এসে পড়লো!
সে অবলা বাচ্চাটাকেই
শিকার করে নিলো।
দূর থেকে এই চিত্র দেখছিলো
মা হরিণ! অসহায় বেচারী।
হঠাৎ হালাকু খান হরিণীটিকে দেখে ফেলে। সে তাকেও শিকার করে
তবে মারেনি, পুরোটা খায়নি
ডান পা কেটে রেখে ছেড়ে দিয়েছে
যাতে বেঁচে থেকে আরও হরিণের জন্ম দিতে পারে!
হরিণীর প্রতি হালাকু খানের
এই কৃপা ও মহত্ব দেখে
দরবারি পণ্ডিতগণ তাকে
সংবর্ধনা দিবেন বলে সিদ্ধান্ত নেন!
এবং সেই উপলক্ষে হালাকু খানের
দিওয়ান-ই-আম- এ তাকে
আশীর্বাদ দিয়ে মাকাম-ই-মাহমুদ- এ
পৌঁছে দিতে কুমারী পুজোর
আয়োজন করা হয়!
14 অক্টোবর, 2018 ঈ.
©somewhere in net ltd.