নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক সুবোধ বালক /অবুঝ শিশুর মতো /মোর চলন বলন/খাই-দাই ফুর্তি করি / সাধ্যমত লিখি-পড়ি /আর কিছু নেই কথন।

আমানউল্লাহ রাইহান

তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......

আমানউল্লাহ রাইহান › বিস্তারিত পোস্টঃ

লুঙ্গি নিয়ে ভঙ্গি কেনো

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫



মনে আছে, প্রথম লুঙ্গি পরায় বাধা পেয়েছিলাম মালিবাগ চৌধুরী পাড়া মাদরাসায়। ঘোষণা করা হলো, মাদরাসার যেকোনো অনুষ্ঠানে এবং ক্লাস চলাকালীন লুঙ্গি পরা যাবে না। অনুষ্ঠান বলতে কোনো ইসলাহি বা সাধারণ বয়ানের মজলিস, খতমে বোখারি, মাহফিল ইত্যাদি। দেখা গেলো, বয়ানের মজলিসে উস্তাদ-শাগরেদ সবাই আইন মোতাবেক লুঙ্গি না পরে এসেছে, কিন্তু খোদ আমন্ত্রিত মেহমান লুঙ্গি পরে এসেছেন!

বাংলাদেশের বড় বড় আলেমদেরকে বেশিরভাগ আমি লুঙ্গি পরতেই দেখেছি, 'চোঙ্গা' পরতে খুব কমই দেখেছি। তাছাড়া লক্ষ্য করেছি, বড় বড় মুরব্বিদেরকে লুঙ্গি ছাড়া কেমন কেমন লাগে দেখতে। অনেকটাই বেমানান ঠাহর হয় আমার কাছে। চোঙ্গা পরলে মনে হয়, পোশাকটা শান মোতাবেক হলো না।
আমার দাদাজান প্যান্ট ও চিপা পায়জামাকে 'চোঙ্গা' বলতেন।

পোশাক নিয়ে বাংলাদেশে দুই ধরণের এলার্জি আছে,
এক প্রকার এলার্জি আছে হুজুরদের মধ্যে, এক সময় আমার মধ্যেও ছিলো। দেওবন্দে যাওয়ার পর দূর হয়ে গেছে।
হুজুররা পোশাক দেখে বুযূর্গি নির্ধারণ করেন, কে কত বড় বুযূর্গ..! হুজুরদের মধ্যে লেবাস নিয়ে নানান তরিকার, বেবাক কিসিমের সিলসিলা ভিত্তিক ঝগড়া আছে। জুব্বা না পাঞ্জাবি, কিশতি টুপি না পাঁচকল্লি, পাগড়ির কালার ম্যালা প্যাঁচাল!
(এই কাইজ্জার উৎস কি? প্রথম কমেন্টে)

দ্বিতীয় প্রকার এলার্জি হচ্ছে, উপনিবেশিক সাম্রাজ্যবাদীদের এদেশীয় শিষ্য ও দালালদের মধ্যে, যারা নিজেদের এলিট, সংস্কৃতিকর্মী মনে করে এবং ঠিকাদারি করে। এরা রাতদিন বাঙালি সংস্কৃতি হেনতেন বলে চিল্লাচিল্লি করে কিন্তু বাঙালির পরিধেয় দেখলে চুলকায়।
এই চুলকানি এখন হুজুরদের মধ্যেও দানা বেঁধেছে।
লুঙ্গির কাথাই বলি, লুঙ্গি পরার 'অপরাধে' যেসব স্থানে বাধা আসে, বাধাটা কেনো আসে? এই বাধার মনস্তত্ত্ব কি? লুঙ্গি ছোকলোকের পোশাক, চোঙ্গা বাবুদের ড্রেস, কোথা থেকে আসলো এই শ্রেণিবিভাগ? এইসব প্রশ্ন আমাকে লুঙ্গির প্রতি আরো আরো আগ্রহী বরং অনুরাগী করে তুলে। আগে যেটা অভ্যাস ছিলো সেটা এখন তাত্ত্বিকভাবে আমার অবিচ্ছেদ্য আচারের জায়গা করে নেয়।

লুঙ্গি পরে এই এই জায়গায় প্রবেশ করা যাবে না, ক্লাশে বসা যাবে না, অমুক এলাকায় লুঙ্গি পরা যাবে না, পাবলিক প্লেসে লুঙ্গি পরে আসা যাবে না... হেনতেন বহুত আইন কানুন।
প্রশ্ন হলো, লুঙ্গি কি কেবল ঘরে পরার আর ঘুমানোর পোশাক?? সংস্কৃতি তাহলে অন্দরমহলে চর্চা করার বিষয়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.