নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
তোমার চরণধূলি, সে তো ভাগ্যে জুটেনি
মহামানবের সোহবত, সে তো
মহা ভাগ্যবানদের কপালেই লেখা থাকে।
অভাগা আমি, থাকি দূর দেশে
চাইলেই উড়াল দিয়ে
হাজিরি দিতে পারি না।
আমার ভালোবাসা বদ্ধ হয়ে আছে
জালিমের কাঁটাতারে, জিন্দানখানায়
ওরা তোমার বিচিত্র জান্নাতকে
ভেঙে টুকরো টুকরো করে
জাহান্নাম বানিয়ে রেখেছে।
শিয়রে দাঁড়িয়ে ভালোবাসা প্রকাশের
সুতীব্র আকাঙ্খা আমাকে
কুঁকড়ে কুঁকড়ে খাচ্ছে
কিন্তু কী করবো? বেচাইন এই বান্দা
সীমানার অভিশপ্ত রেখায় আবদ্ধ তাই
দূর থেকে শুধু সালাম জানাতে পারি
আর আমার জন্য তোমার ভালোবাসা
তোমার দরদ অনুভব করতে পারি।
আমি হাঁটতে চাই সেই পথে
সেই উপত্যকায়, খেজুর বাগানে
আমি যেতে চাই সেই পাহাড়ে
প্রতিটি পবিত্র স্থানে, যেখানে
তোমার কোমল স্পর্শ লেগেছে,
আমার সর্বৈব দিয়ে
তার ছোঁয়া পেতে চাই।
ঐশী আলোয় সাজানো তোমার
ওই মদিনার সোনালি বালি
আমার গায়ে মাখতে চাই,
ডেকে লও হে প্রিয়!
২৩ শে নভেম্বর ২০১৮ ঈ.
©somewhere in net ltd.