নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
এই যে কাঁটাতার
এখানে দুঃখগুলো পাড়ি দিতে চায়
অজানা ভবিষ্যতের অনন্ত দেয়াল
যাপিত জীবনের যত সুখ
কেড়ে নিয়েছে হায়েনারা
অসহায় নিঃস্ব শরণার্থী আমি।
কোন সে পাষাণ করে জিজ্ঞাসা
হিন্দু নাকি আমি মুসলমান —?
ধর্মের কথা জানি না আমি
আমি মযলুম,আমি শরণার্থী
এটাই আমার ধর্ম-পরিচয়।
আমি লজ্জা মানবতার
নিঃশেষ আমাতে সভ্যতা
কোথা তোমাদের মানবাধিকার –?
এখানে মুখ থুবড়ে পড়ে আছে দেখো
নির্যাতিত মূক মানবিকতা।
এ কেমন বিভাজন তোমাদের
তোমরা নাগরিক আমি শরণার্থী
এ বৃহৎ পৃথিবী কেনো সংকুচিত
এ কোন জাতীয়তাবাদের রূপ
অমানবিক ঘৃণ্য বর্ণবিদ্বেষ।
এ বর্ণবিধান আমাকে করেছে নিঃস্ব
আঁধারে নিমজ্জিত ভবিষ্যৎ
আমার চাহনিতে দেখো নীরব কান্না
চোখে মুখে বিষাদের ছবি
আমি এক দিশাহীন ক্লান্ত পথিক
আমি মযলুম আমি শরণার্থী।
©somewhere in net ltd.