নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
সাধনা ও পরিশ্রম ব্যতীত জগতের কোনো উন্নতি হয় না। কপালের জোরে লক্ষ টাকা পাবে- এ কখনো বিশ্বাস করোনা। যেকোনো কাজই করো না, সম্যক পারদর্শিতা লাভ করতে হলে বহু বছর সাধনা করতে হবে।
ছোট নগণ্য ক্ষুদ্রকে ঘৃণা করোনা। ক্ষুদ্রের সাহায্যেই বিরাট সৃষ্টি। ক্ষুদ্র মুহূর্তগুলি কাজে লাগালে জীবনে সোনা ফলাতে পারবে। রাতারাতি কেউ বড় মানুষ হবেনা। হঠাৎ কোনো অসুবিধা কারো হয়না। হলেও তা বিশ্বাস করে নিজেকে দুর্বল করোনা।
যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।
...জ্ঞানী যারা তাঁরা নিরন্তর সময়ের প্রান্তর হতে মণি-মুক্তা কুড়িয়ে নিচ্ছেন। তুমি আমি সুযোগের আশায়, সময় নাই বলে বা দারিদ্র্যের মিথ্যা অজুহাতে বোকার মত দাঁড়িয়ে আছি। কাজ করো, কাজ করো, সব অবস্থায় সকল সময় যেকোনো কাজ করো, তার ফল পাবে। প্রথম প্রথম হয়তো তোমার পরিশ্রম সার্থক হবেনা, তাতে নিরাশ হয়োনা...
(উৎস, ডা. লুৎফর রহমান রচনাসমগ্র— পৃ. ১৮,১৯)
©somewhere in net ltd.