নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
অনেক চেষ্টা করেছি
কবি হবো বলে
পারিনি
ভেবেছিলাম তোর হাসিটা
কবিতায় এঁকে রাখবো
রংতুলি হাতে নিলাম
তোর চেহারাটা আঁকবো বলে
পারিনি
জানিস, আমি কোনোদিন
কিছু আঁকিনি, কিভাবে পারবো?
তোর ছবি যে ভিঞ্চিও আঁকতে পারবে না
অনেক ইচ্ছে ছিলো
তোর একটি ছবি তুলবো
সবার সাথে, সবাইকে নিয়ে
কিন্তু হলো না
কেনো জানিস—?
আমার কোনো ক্যামেরা ছিলো না
তবে ভালোই হলো
তুই কাঠের ফ্রেমে না থেকে
হৃদয়ের ফ্রেমে বসত গড়েছিস
তুই এখন আমার হৃদয়ে
হৃদয়ের গহীনে
শুধু আমার না
সবার হৃদয়ে
জানিস, এখন সময়
রাত চারটা আঠারো
ঘুমুতে চেয়েছিলাম
দিলি না
অথচ তুই
পরম সুখে ঘুমুচ্ছিস॥
রাত চারটা আঠারো,
(13/3/2018 ঈ.)
©somewhere in net ltd.