নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক সুবোধ বালক /অবুঝ শিশুর মতো /মোর চলন বলন/খাই-দাই ফুর্তি করি / সাধ্যমত লিখি-পড়ি /আর কিছু নেই কথন।

আমানউল্লাহ রাইহান

তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......

আমানউল্লাহ রাইহান › বিস্তারিত পোস্টঃ

উদ্দীপনা: অণুকাব্যানুবাদ— এক

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮



ابھی سے پاؤں کے چھالے نہ دیکھو
ابھی یارو سفر کی ابتدا ہے

__ اعجاز رحمانی

(আভি সে পাঁও কে ছালে না দ্যাখো
আভি ইয়ারো সফর কি ইবতেদা হ্যায়)

এখনই পায়ের ফোস্কার প্রতি দৃষ্টিপাত করো না
সবেমাত্র সফর শুরু হলো বন্ধু!

__ ইজায রহমানি


آئین جواں مرداں حق گوئی و بیباکی
اللہ کے شیروں کو آتی نہیں روباہی

__ علامہ اقبال

(আঈন-এ-জওয়াঁ-মর্দাঁ হক-গোঈ ও বে-বাকী
আল্লাহ কে শেরোঁ কো আতি নেহি রুবাহী)

তারুণ্যের ইশতেহার— সত্যবাদিতা ও স্পষ্টভাষিতা
খোদার সিংহদের কখনও বুজদিলি আসে না।

__ আল্লামা ইকবাল রাহ.


اب ہوائیں ہی کریں گی روشنی کا فیصلہ
جس دئیے میں جان ہوگی وہ دیا رہ جائے گا

__ محشر بدایونی

(অব হাওয়ায়েঁ হি কারেঁ গি রোশনি কা ফায়সালা
জিস দিয়ে মে জান হোগি ওহ দিয়া রাহ জায়ে গা)

এবার বায়ু-ই করবে আলোর ফয়সালা
যে দীপে প্রাণ রবে সে দীপই বেঁচে থাকবে।

__ মাহশার বাদায়ুনি


انہی غم کی گھٹاؤں سے خوشی کا چاند نکلے گا
اندھیری رات کے پردے میں دن کی روشنی بھی ہے

__ اختر شیرانی

(ইনহি গাম কি ঘটাউঁ সে খুশি কা চান্দ নিকলে গা
আন্ধেরি রাত কে পরদে মেঁ দিন কি রোশনি ভি হ্যায়)

এই বিষাদের মেঘপুঞ্জ থেকেই খুশির চাঁদ উদয় হবে
অন্ধকার রজনীর আবরণে দিনের আলোও থাকে।

__ আখতার শিরানি


اسے گماں ہے کہ میری اڑان کچھ کم ہے
مجھے یقیں ہے کہ یہ آسمان کچھ کم ہے

__ نفس انبالوی

(উসে গুমাঁ হ্যায় কি মেরি উড়ান কুছ কম হ্যায়
মুঝে য়্যাকীঁ হ্যায় কি য়ে আসমান কুছ কম হ্যায়)

সে মনে করে আমার উড্ডয়ন নিতান্তই নগণ্য
আমার দৃঢ় বিশ্বাস, এই আসমান অতিশয় ক্ষুদ্র।

__ নাফাস আম্বালভি


اپنا زمانہ آپ بناتے ہیں اہل دل
ہم وہ نہیں کہ جن کو زمانہ بنا گیا

__ جگر مراد آبادی

(আপনা জমানা আপ বানাতে হেঁ আহলেদিল
হাম ও নেহি কি জিন কো জমানা বানা গ্যায়া)

বাহাদুর নিজের যুগ নিজেই রচনা করে
আমি সে নই, যাকে যুগ গড়ে দিয়েছে।

__ জিগার মুরাদাবাদি


بنا لیتا ہے موج خون دل سے اک چمن اپنا

وہ پابند قفس جو فطرتا آزاد ہوتا ہے

__ اصغر گونڈوی

(বানা লেতা হ্যায় মওজে-খুনে-দিল সে ইক চমন আপনা
ও পাবন্দে-কফস জো ফিতরতান আজাদ হোতা হ্যায়)

প্রাণপণ উদ্যমে স্বীয় এক পুষ্পোদ্যান গড়ে নেয়
সেই পিঞ্জরবন্দি, যে স্বভাবতই স্বাধীনচেতা হয়।

__ আসগর গুন্ডভি


بڑھ کے طوفان کو آغوش میں لے لے اپنی
ڈوبنے والے ترے ہاتھ سے ساحل تو گیا

__عبد الحمید عدم

(বঢ় কে তুফান কো আগোশ মেঁ লে লে আপনি
ডুবনে ওয়ালে তেরে হাত সে সাহিল তো গ্যায়া)

আগে বেড়ে তুফানকে নিজের কোলে তুলে নাও
ডুবন্ত ব্যক্তিটি তো তোমার হাতে তীরে পৌঁছুতে পারবে!

__ আবদুল হামিদ আদম


بھنور سے لڑو تند لہروں سے الجھو
کہاں تک چلو گے کنارے کنارے

__ رضا ہمدانی

(ভাঁওয়ার সে লড়ো তুন্দ লেহরোঁ সে উলঝো
কাহাঁ তক চলোগে কিনারে কিনারে)

ঘূর্ণিপাকের সঙ্গে লড়ো, তীব্র ঢেউয়ের সাথে কুস্তি করো
তীর ঘেঁষে আর কতদিন চলবে!

__ রেজা হামদানি


تندیٔ باد مخالف سے نہ گھبرا اے عقاب
یہ تو چلتی ہے تجھے اونچا اڑانے کے لیے

__ سید صادق حسین

(তুন্দিয়ে-বাদে-মুখালিফ সে না ঘাবরা আয় উকাব
য়ে তো চলতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে)

হে ঈগল, ঝঞ্ঝাবায়ু দেখে শংকিত হয়ো না
সে তো তোমাকে ঊর্ধ্বকাশে উড্ডীন করতে প্রবাহিত হয়!

__ সাইয়্যেদ সাদেক হোসাইন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.