নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
হজ্ব
এই কালো গিলাফ, কালো পাথর
সাফা-মারওয়া, কঙ্কর নিক্ষেপণ প্রভৃতি
এসব তো তোমার বাহানা মাত্র
আমি তোমার হজ্ব করতে চাই
তোমার হতে চাই, তোমাকে চাই
তুমি আমার আমি তোমার।
দিদার
কা'বা ধরে কী করবো আমি
যদি না তোমাকে পাই
আমাকে তোমার দরবারে কবুল করো মাওলা।
©somewhere in net ltd.