নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক হওয়ার ক্ষুদ্র ইচ্ছা মাঝে মাঝেই মনের ভিতর সুড়সুড়ি দেয়। তাই মাঝে মাঝে লিখতে চেষ্টা করি। তবে সামুতে লেখা বা মন্তব্য করায় বড়ই অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করছি। পেশায় আমি একজন ছাত্র। দেশের কোন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মধ্যে আছি।

আপেক্ষিক মানুষ

খারাপ মানুষ দেখেছ? কই আমিতো দেখতে পাই না। সৃষ্টিকর্তার সৃষ্টিতে খারাপ বলে কিছু নেই, সবই আপেক্ষিক।

আপেক্ষিক মানুষ › বিস্তারিত পোস্টঃ

সাধারন মানুষ আর সেলিব্রেটি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

আজ আমরা সাকিব আল হাসান কে নিয়ে চিন্তিত! ভ্রুক্ষেপ নেই একজন পটল তুলছে চার জন সেমিপটল!
ভাই তুমি কি মনে কর একজন ক্রিকেটার বা একজন সিনেমার নায়ক/নায়কা বা একজন সেলিব্রেটি মরলে দেশের অর্থনীতি থেমে যাবে?? বরং কক্স বাজারে সাকিব আল হাসানের হেলিকাপ্টার দুর্ঘটনায় যে ব্যাক্তি মারা গেছে সে বেসরকারি একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক ছিলো৷ সে গায়ে গতরে খেটে দেশের রাজস্ব ভরতো৷ প্রত্যক্ষ না হলেও পরক্ষ ভাবে তার টাকা সাকিব আল হাসান বেতন হিসাবে পেত৷
ভেবে দেখ আজ যদি মেসি আর আর্জেন্টিনার একজন কৃষক মারা যায় তাহলে কোন মানুষের জন্য আরজেন্টিনার বেশি ক্ষতি হবে?? ওই কৃষকের ফলানো ফসল এবং তার জমির রাজস্ব দিয়েই দেশ চলে, দেশ সেই সেই টাকাই ফিফাকে দেয় আর ঘুরে ফিরে সে টাকাই মেসি পায়, তার বদলে মেসি/নেইমার কি দেয়? কোটি টাকা কর ফাকি দিয়ে জেল খাটে দুদিন আর যার টাকায় এদের ফুটানি সে যখন পেটের তাড়নায় চুরি করে তাকে বছরের পর বছর জেল খাটতে হয়!
ভাই ক্রিকেট আমাদের গর্ব মানছি কিন্তু ভাই ক্রিকেট আমাদের পেট ভরায় না! পেট ভরতে গায়ে খাটতে হয়
ভাই আমরা হলাম নেমোখারাম, যার খাই, যার পরি, তাকেই গালি দেই আর গান গেয়ে বেড়াই যারা আমাদের সাময়িক বিনোদন দেয়,
ফ্যাক্ট ভাই...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৬

রক্তিম দিগন্ত বলেছেন: ভাই, যা ইচ্ছা তা লেখলেই কি সচেতনবাদী মানুষ হয়ে যাওয়া যায়?

আর, ঐ দুর্ঘটনায় সাকিব বেঁচে যাওয়ায় কিছু মানুষ যেমন স্বস্তি প্রকাশ করেছে, আবার, ঐ মানুষগুলোই নিহত ও আহত মানুষগুলোর জন্য দুঃখ প্রকাশ করেছে। আমি নিজেই তো দেখলাম এমনটা।

এখন নেতিবাচক দিকটা খালি আপনিই দেখলেন। এত বেশি সব ক্ষেত্রে নেগেটিভ থাকা তো ভাল না রে ভাই।

২| ১৭ ই মে, ২০১৯ সকাল ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: একটা বিষয়কে হাজারো ভাবে ভাবা যায়, তবে সবক্ষেত্রে অভিজ্ঞতাই আসল নিয়ামক।

একটা অংক যেমন হাজারো ভাবে করা যায় তেমনি চিন্তারও কোটি কোটি শাখা।

আয়না দেখলেই হবে না, আয়নার অপর পিঠটাও দেখতে হবে !

৩| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.