![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খারাপ মানুষ দেখেছ? কই আমিতো দেখতে পাই না। সৃষ্টিকর্তার সৃষ্টিতে খারাপ বলে কিছু নেই, সবই আপেক্ষিক।
ফ্যাটি এসিড এবং জৈব এসিড পর্ব
অনেকেরই জৈব এসিড এবং ফ্যাটি এসিড এই দুটি এসিড নিয়ে কিছুটা সমস্যা হয়। আসুন জেনে নেই ফ্যাটি এসিড এবং জৈব এসিড সম্পর্কে।
জৈব এসিড বা জৈব যৌগ সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে কার্যকরি মূলক সম্পর্কে।
কার্যকরি মূলক: যে পরমানু বা মূলক কোনো জৈব যৌগের অনুতে বিদ্যমান থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারন করে, তাকে ওই যৌগের কার্যকরি মূলক বলে।
জৈব এসিডের কার্যকরি মূলক হলো কার্বক্সিল মূলক, যার সংকেত হলো COOH-
একটা জৈব এসিডে একটি COOH- মূলক থাকতে পারে আবার একাধিক ও থাকতে পারে। যেমন এসিটিক এসিড- CH3COOH (একটি COOH- মূলক), অক্সালিক এসিড- COOH-COOH অথবা 2(COOH) অথবা HOOC-COOH (দুইটি COOH- মূলক)। এভাবে তিনটি মূলক বা তার অধিক ও হতে পারে।
এখন আসি ফ্যাটি এসিড। ফ্যাটি এসিড হল ওই সকল জৈব এসিড যার একটি কার্যকরি মূলক বা কার্বক্সিল মূলক বা COOH- রয়েছে। যেমন এসিটিক এসিড- CH3COOH, মিথানয়িক বা ফরমিক এসিড- HCOOH, প্রোপানয়িক এসিড- CH3CH2COOH. এখান থেকে বলা যায় সকল ফ্যাটি এসিডই জৈব এসিড কিন্তু সকল জৈব এসিড ফ্যাটি এসিড নয়। ফ্যাটি এসিডের সাধারন সংকেত হল R-COOH; এখানে উল্লেখ্য যে R হচ্ছে এলকাইল মূলক।
আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য
০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
আপেক্ষিক মানুষ বলেছেন: আঙ্গুর আমার পছন্দের ফল, ধন্যবাদ
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০
জাহিদ অনিক বলেছেন: ঠিক জমল না । শুধু স্কুলের বেরসিক রসায়ন পড়িয়ে গেলেন ।
রসায়নের রস টা ঠিক ছাত্রদের দিতে পারলনে না ।
আগামীতে রস সহ রসায়ন পাব আশা করি ।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
আপেক্ষিক মানুষ বলেছেন: ভাই নতুন শুরু কোড়ছীটো, তাই মজা দিতে পারি নাই, দোয়া করবেন যেন আপ্অনার যেমন চান তেমনটাই পরবর্তিতে লিখতে পারি
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
যেনী বলেছেন: খুব মজা পেয়েছি। অনেক পড়েছি কিন্তু কিছুই মনে ছিল না। মনে হয় আর ভুলবো না। চালিয়ে যান------পরের পর্বের অপেক্ষায় থাকলাম
০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে, লিখতে ইন্সপিরেসান দেওয়ার জন্য
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪
আলগা কপাল বলেছেন: বিষয়গুলো আমার জানা। তবু শেয়ারের জন্য ধন্যবাদ।
বিজ্ঞানবিষয়ক কোনো নির্বাচিত লেখা বহুদিন পরে দেখলাম।
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
আপেক্ষিক মানুষ বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভালো লেগেছে।