![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মন বসে না কোন কাজে
মাঝে মাঝে চাঁদ ওঠে না আকাশে যে
তুমি কি তখন দিতে পারো
একটু ছোঁয়া ভালবাসা ভালবাসা ভালবাসা
তুমি কি তখন বলতে পারো
তুমি আমার তুমি আমার
..............................
গানটা শুনি আর ভাবি এর মাঝে মাঝে কেন ভাল লাগেনা যে গানটা লিখেছে। আমি গান লিকলে লিখতাম
সবসময় মন বসে না কোন কাজে
সবসময় চাঁদ ওঠে না আকাশে যে
তুমি কি তখন দিতে পারো
একটু আমাকে একাথাকতে একাথাকতে একাথাকতে
তুমি কি তখন বলতে পারো
ওকে আমি চলে যাচ্ছি, ওকে আমি চলে যাচ্ছি
...........................
বহুত কষ্টে লিখলাম। বাংলা টাইপের কিছু অভ্যাস কমবেশি আছে তবে স্পিড খুব কম তাই আর কিছু লেখা গেল না আজকে।
মাঝে মাঝে মন বসে না কোনকা্জে
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:১৯
আমার কিছু ভাল লাগে না বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমার কিছুই ভাল লাগে না
২| ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: কেনো কিছুই ভালো লাগে না?
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:২৮
আমার কিছু ভাল লাগে না বলেছেন: নাহ । কিছুই ভাল লাগে না। এই গানটা একসময় প্রিয় ছিল। আজ এটাও অসহ্য লাগে
নিজেকে আজ এক তুচ্ছ কীট মনে হয়
৩| ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৪০
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: সেটাই তো জানতে চাচ্ছি কেনো কিচ্ছু ভালো লাগেনা কেনো, কেন নিজেকে তুচ্ছ কীট মনে হয়?
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৪১
আমার কিছু ভাল লাগে না বলেছেন: কতগুলো কারণ আপনি জানতে চান আগে সেটা বলুন। আপনার প্রথম পোস্টটা দারুণ
৪| ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: যতগুলো আপনি বলবেন সবগুলো শুনবো।
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৩৯
আমার কিছু ভাল লাগে না বলেছেন: আমার পড়াশুনা করতে ভাল লাগে না।
চাকরি করতেও ভাল লাগে না।
ব্যবসা করতেও ভাল লাগে না।
আমার ভাত খেতে ইচ্ছা করে না।
বাবা-মায়ের কিছু একটা করো এই কথা শুনতে ভাল লাগে না
আমার বন্ধুদের আমার ভাল লাগে না
আমার বন্ধুদেরও আমাকে ভাল লাগে না।
ঘুমাতে ভাল লাগে না
জেগে থাকতেও ভাল লাগে না
নেশা করতেও ভাল লাগে না
প্রেম করতে ভাল লাগে না
গান গাইতে ভাল লাগে না
নিজেকেও ভাল লাগে না
আরো আছে এখন লিখতেও ভাল লাগছে না তাই পরে বলবো
৫| ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৫২
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: আচ্ছা অপেক্ষা করে থাকলাম আবার যখন লিখতে ভাল লাগবে তখন আবার শুনবো। ওই কবিতাটা পড়েছেন? আবুল হাসানের ' আমার কিচ্ছু ভালো লাগেনা/ এই যে মানুস মুখে একটা মনে এক্টা/আমার কিচ্ছু ভালো লাগে না।''
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১৬
আমার কিছু ভাল লাগে না বলেছেন: না পড়ি নাই। আমি কবিতা তেমন বুঝি না। ভাই কবিতা টা প্লীজ পোস্ট দেন। আমি তো কমেন্ট করতে পারি না আপনার পোস্টে
৬| ০৩ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: আপনি কমেন্ট করতে পারবেন তবে সপ্তাহখানেক পরে, এটাই নিয়ম এই ব্লগে।
০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১১:১২
আমার কিছু ভাল লাগে না বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৩২
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: বেশি একা থাকা ভালো না তবে মাঝে মাঝে একা থাকা যেতে পারে। ব্লগে আগমন শুভ হোক।