![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জন্মগতভাবে মুসলিম কিন্তু মুসলিম উপাধিটি আমি লাভ করেছি আমার পরিবার থেকেই ।ছোটবেলা থেকেই অনেক ইসলামিক রীতিনীতি অনুসরণ করেছি,শিখেছি ইসলাম শব্দের অর্থ হল শান্তি ।আসলেই এটা হল তথাকথিত শান্তি যখন আমার বোধগম্য হয়েছে তখন বুজেছি।অন্যান্য ধর্মের লোকজন ও ঠিক আমার মত তাদের ধর্ম সম্পর্কে শিক্ষা লাভ করেছে।আমার মতে ধর্ম মানুষকে বিদ্বেষ পরায়ণ করে তোলে।যার কারণেই এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের ঘৃণার চোখে দেখেন ।হয়তো অনেকে বলবেন ইসলাম হল শান্তির ধর্ম ,যা মানুষকে সহাবস্থান ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখায় ।আসলেই কি তাই? ।ইসলাম ধর্মের মূল উৎপত্তি হয়েছিল সৌদি আরব থেকেই ।আর মুসলমানদের কাবা শরীফের অবস্থান হল মক্কায় ।ফলে মক্কার একটি নির্দিষ্ট স্থানে অন্যান্য ধর্মের লোকজন প্রবেশ নিষেধ ।এটাই হল ইসলামের সহাবস্থান ।ঠিক অন্যান্য ধর্ম ও একই রকম ।বর্তমান বিশ্বে সবচেয়ে সংঘাত পূর্ণ মহাদেশ হল এশিয়া মহাদেশ ।কারণ এই মহাদেশের মানুষের মধ্যেই ধর্ম বিশ্বাস প্রবল ।আর ইউরোপ ও আমেরিকার মধ্যে ধর্ম বিশ্বাসী লোকজন কম বলে এসব মহাদেশে সংঘাত অনেক কম ।ফলে এখানে ধার্মিক, নাস্তিক সবাই সহাবস্থান করে।যে যার নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে।সমকামী,নাস্তিক ও ধার্মিক সবাই সম অধিকার ভোগ করে।কিন্তু যেসব দেশে ধার্মিকদের আধিক্য বেশী সেসব দেশে তা সম্ভব নয় ।ইসলাম প্রধান দেশগুলোতে কেউ ইসলামের সমালোচনা করলে হযতো তাকে জীবন দিতে হবে না হয় দেশ ত্যাগ করতে হবে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫
সজীব মোহন্ত বলেছেন: একসময় মানুষ ধর্মের আফিম থেকে বেরিয়ে আসবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
আশাবাদী অধম বলেছেন: আপনি আসলে কি চান? সমকামিতার অধিকার? সেটা বলতে তো এত ত্যানা প্যাচানোর দরকার ছিল না।