![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি আমার পরিবার, সমাজ ও দেশের কাছে জঘন্য অপরাধী কারণ আমি ধর্ম নামক কুসংস্কারে বিশ্বাসী নই ,সমকামীদের অধিকার ও প্রগতিশীল সমাজ ব্যবস্থার জন্য লেখালেখি এসবই আমার অপরাধ ।এসবের কারণে আমি পরিবারের কাছে থেকেই বিতাড়িত ।কারণ আমার পিতা মাতা কট্টর ইসলামী ।তাদের মতে আমি তাদের সন্তান নই।আচ্ছা তারা কি বুঝেন না তারা যখন আমাকে ধর্মের বোঝা চাপিয়ে দিয়েছিল তখন আমি ছিলাম অবুঝ ,এখন আমি অবুঝ নই আমি বুজি ধর্মের চলচাতুরী।তাই আমি আমার অধিকার চাই ।ধর্মের মধ্যেই আমার অধিকার সীমাবদ্ধ থাকুক তা আমি চাই না।হয়ত আমি কোনদিন আমার পরিবারের কাছে ফিরে যেতে পারব না।এরপর ও আমি আমার অধিকার চাই ।চাই প্রগতিশীল সমাজ ব্যবস্থা।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১
বিবেক ও সত্য বলেছেন: মিথ্যার মানদন্ড:ইসলাম কি সে পরীক্ষায় উত্তীর্ণ?
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩
বিবেক ও সত্য বলেছেন: কুরআনের সৃষ্টিকর্তার বিধান হওয়ার পক্ষে কুরআনের প্রমান ও তা খন্ডন
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
বিবেক ও সত্য বলেছেন: আল কুরআনের আলোকে নারী অধিকার (সত্য উম্মোচিত)/আল কুরআন মানব রচিত নাকি স্রষ্টার তার বিচারের দায় পাঠকের বিবেকের উপর
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
নেবুলাস বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকর। কম জানলে নিজেকে জ্ঞানী মনে হয়। ধর্ম নিয়ে আরো পড়াশোনা করুন। যখন অনেক বেশি জানবেন তখন আর নিজেকে জ্ঞানী মনে হবে না। আর তখন এইসব উল্টা পাল্টা লেখার জন্য লজ্জাবোধ করবেন।
৬| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১২:৩০
রক্তিম দিগন্ত বলেছেন:
আপনে ধর্ম অবিশ্বাস করেন, কুসংস্কার ভাবেন - এইসব নিয়ে আমি কোন বিরোধীতা করব না। আমার দৃষ্টিভঙ্গি হোক যেটাই।
প্রথম প্রশ্ন - আপনি যে ধর্ম অবিশ্বাস করেন - সেই ধর্মের নাক শুধুই ইসলাম নাকি পৃথিবীর সকল প্রশ্ন।
উন্নতির জন্য করার আপনার সকল পদক্ষেপকেও সাধুবাদ জানাই। কারণ সবগুলোই স্বাভাবিক এবং এগুলোর ফলাফলও ভালই হবে মানবজাতি বা দেশের মানুষ বা হোক সেইটা একজন মানুষের জন্যই।
আমার সবচেয়ে বড় প্রশ্নটা হল - সমকামীতা অধিকার নিয়ে যে কাজ করছেন - সেইটা আপনি কোন সেন্সে করছেন? আপনি নিজে ভাবেন তো এইটা কোন দিক দিয়ে স্বাভাবিক? এইটার ফলাফলটা কোন দিক দিয়ে ভাল হবে কার জন্য সেইটার একটা যুক্তি দেন তো। কইবেন, এতে কতিপয় মানুষ মানসিক শান্তি পাবে।
ভাই, যার মানসিকতা এই রকম তারে এক গ্লাস হরলিক্স খাওয়ালেও মানসিক শান্তি পাইব। তাইলে এইসব মানুষরে হরলিক্স খাওয়ানোর অধিকার নিয়া আন্দোলন করলেই তো হয়। পুষ্টিও পাবে।
ধর্ম বিশ্বাস করলেই যে যুক্তিবাদী হওয়া যাবে না তার কোন নির্দিষ্ট রীতি নাই। আবার, যুক্তি দিয়া ভাবলেই যে সে নাস্তিক হয়া গেছে তারও কোন ভিত্তি নাই।
ধর্মকে ভিত্তি ধরেই যুক্তি দিয়ে সব কিছুর সমাধান দেওয়া যায়। অন্ধ বিশ্বাস তো সব দিক দিয়েই খারাপ।
আল্লাহ্ মানুষকে সৃষ্টি করছে সৃষ্টির সেরা জীব হিসেবে। মানে, আপনার মাঝে এমন কিছু আছে যা অন্য কোন প্রাণীর মাথায় নাই। সেই মাথাটা অন্ধবিশ্বাস নিয়া পইড়া থাকার জন্য দেয় নাই, দিছে ঐটা দিয়ে ভালভাবে ভাববার জন্যই দিছে।
ভাববার সাহায্যের জন্য রেফারেন্স স্বরূপ আসমানী কিতাবগুলোও পাঠাইছে।
ব্যাপারটা তো সিম্পল। মিডল পজিশনে থেকে ভাবলেই তো হয় শুধু।
তবে, যাই হোক - আপনার বিশ্বাস আপনারই থাকুক। যেটায় সম্মান জানাইতে পারব, সেইটায় সম্মান জানাবো - যেইটায় পারুম না, সেইটায় এম্নে নিন্দা করুম।
আমি ধর্ম মানি - সেই হিসেবে সকল মানুষ একে অপরের ভাই-ভাই। সো, আপনেও তাই। বিরোধিতার তো দরকারই নাই।
৭| ০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৭
আশাবাদী অধম বলেছেন: আরেকজন কানকাটা লিংকবাজ। যে কোন লেখার কমেন্ট বক্সে উনার লিংক বিলানো চাই। এত লিংক বিলাইয়াও পাঠক পায় না। কিন্তু লিংকবাজীও ছাড়েনা। ঐ যে কথায় আছে না দুই কানকাটা চলে সদর রাস্তা দিয়ে!
বি দ্রঃ এই লেখাটা চোখে পড়লেই লিংকবাজ আসবে ল্যাদাইতে যে উনার (অকাট্য!) লেখার জবাব দিতে পারি না দেইখা এই সব কথা বলি।
নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করবে!
৮| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৯
সজীব মোহন্ত বলেছেন: সাবধানে থাইকেন। ধার্মিকদের থেকে দূরে থাকাই মঙ্গল।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
আশাবাদী অধম বলেছেন: আর কি চান। পায়খানার রাস্তাকে যৌন কাজে ব্যবহারের অধিকার?
বাপ মা ত্যাজ্য করছে সমস্যা কি? জার্মানি বা আমেরিকার ভিসা পাইতে সময় লাগবে না। চিল্লাইতে থাকেন।