![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নগুলি খুঁজে বেড়াই পথ হারানোর পথ ধরে...
আজকের ঘটনার দায় কার?
কে জামাত শিবিরকে এই সুজোগ করে দিয়েছে সাধারণ মুসল্লিদের আবেগকে নিয়ে খেলা করার?
একমাত্র দায় শাহবাগের তথাকথিত লিডারদের।
তারা যদি শাহবাগের মঞ্চে থাবা বাবার মত ইসলাম বিদ্বেষি নাস্তিকের জানাযা নিয়ে, "দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ" টাইপের ডায়লগ না দিত, তবে আজকে জশিরা সাধারণ মুসলিমদের আবেগ নিজেদের পক্ষে টানার সুযোগটা পাইত না।
অথচ এখন দেখা যাচ্ছে যে থাবা বাবার মৃত্যুর পিছনে অন্য কোন কারণ এমনকি পরকীইয়াও থাকতে পারে। সুত্রঃ 'খুনী যদি শিবির না হয় তাইলেও তাদের খুনী বানায়া আসলগুলারে ছেড়ে দিবো?
চরম ইসলাম বিদ্বেষিকে "দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ" টাইপের বাম মার্কা কথাবার্তা আর জামাতি ইসলামির বিরুদ্ধাচারণ করতে গিয়ে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলে জামাতি ইসলাম সহ নিজেদের বিপক্ষে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও দাড় করিয়ে দেবার ফল আজকের এই অরাজকতা।
জামাতি ইসলামি যে কিছু একটা করার চেষ্টা করবে এটা সহজেই বোধগোম্য। সরকারের বড় ভুল, জামাতি ইসলামকে সময় দেওয়া। সরকারের উচিত ছিল যত দ্রুত সম্ভব জামাতি ইসলামির বিরুদ্ধে একশনে যাওয়া। আর শাহবাগের নেতৃত্বের বড় ভুল, জামাতি ইসলামির সাথে অন্যান্য দলকেও এই আন্দোলনের বিপক্ষে দার করিয়ে দেওয়া। সাথে থাবা বাবার মত ইসলাম বিদ্বেষীকে বীরের মর্যাদা দেওয়া।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
আমার স্বপ্নগুলি বলেছেন: মডুরে জিগান, আমি কেমনে কই?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: একমত।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
আমার স্বপ্নগুলি বলেছেন: গ্যালারীতে আছি পরবর্তী ঘটনা দেখার জন্য।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
ইউসুফ আলী রিংকূ বলেছেন: আজকের ঘটনার দায়
একমাত্র দায় শাহবাগের তথাকথিত লিডারদের।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
আমার স্বপ্নগুলি বলেছেন: প্রথমের দিকে সাধারণ মানুষ শাহবাগের আন্দোলনের পক্ষেই ছিল। কিন্তু বাম মানসিকতার নেতৃত্ব যখন এই আন্দোলন থেকে কিছু এক্সট্রা সুবিধা নেওয়ার চেষ্টা করল, তখন জশিরা সাধারণ মানুষের সেন্টিমেন্ট ব্যবহার করার সুজোগ পেয়ে গেল।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
বাকরুদ্ধ আমি বলেছেন: Click This Link এই ব্লগ স্থগিত অথবা বাতিল কেন ?????? সামুর মডু জবাব চাই ।
ঠিক কি কারনে এমন করা হলো ????? অপরাধ টা কি ????????
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
আমার স্বপ্নগুলি বলেছেন: মডুরাই উত্তর দিতে পারবে।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
বাংলার মানুষ ২০১০ বলেছেন: সহমত..
আজকের ঘটনার দায়
একমাত্র দায় শাহবাগের তথাকথিত লিডারদের।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
ভিটামিন সি বলেছেন: আংগো সামু মডু ভালা পায় না। হেরলেইগ্গাই আমগোরে বলক মারে। যারা আবাল তারা হারাদিন খারাপ খারাপ গালাগালি হরলেও কিছু কয় না। তাই সামুরে গালি দিতে মন চায়। দিমু সামনে পাইলে, আগামী বলক দিবসে আমনে আইয়া মাইক লাগায়া গালি দিমু সামুর মডু প্যানেলরে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
আমার স্বপ্নগুলি বলেছেন: দিয়েন। মন খুইল্লা দিয়েন ...
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
ডি না মা ই ট বলেছেন: সত্যি ভাবতে অবাক লাগে। কোনদেশে আমরা বাস করি । যে দেশের সরকার ইসলমের নামে কুৎসা রটাইয়া আলেম ওলামাদের মাঠে নামায় এবং পুলিশ দিয়া মাইর খাওয়ায় আর মিডিয়া দিয়া জঙ্গি প্রমান করায়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
আমার স্বপ্নগুলি বলেছেন: এর ফল পরবর্তি নির্বাচনেই পাবে।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
মোঃ শাব্বির আহমাদ বলেছেন: এখানে যে দল গুলো এসেছে এরা জামাত বিরোধী। কওমি মাদ্রাসা, চরমনাই পীর সাহেবের মুরিদ সহ অনেকগুলো দল। এরা জামাত শিবিরকে দেখতে পারে না।
এদের কারো কাছে পিস্তল বন্দুক নেই। কিন্তু সাত জন সাংবাদিক গুলিবিদ্ধ।
পত্রিকা প্রত্যক্ষ দর্শীরা বলছে সাধারণ মুসল্লিদের উদ্দেশে করা গুলি সাংবাদিকদের গায়ে লেগেছে। কেউ কেউ দিচ্ছেন ভিন্ন খবর। এখানে কার কথা উদ্দেশ্য প্রণোদিত?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
আমার স্বপ্নগুলি বলেছেন: পুরোপুরি একমত।
পুলিশ ফাকা গুলি করল, আর সাংবাদিক গুলিবিদ্ধ হইল!
অথচ গুলি করার মত অন্য কোন দল সেখানে ছিল না।
তাইলে ফাকা গুলির সংজ্ঞাটা বুঝে নেন!
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
বাংলার মানুষ ২০১০ বলেছেন: তাইলে ফাকা গুলির সংজ্ঞাটা বুঝে নেন!
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
বাংলার মানুষ ২০১০ বলেছেন: শাহাবাগ এখন পুলিশ প্রহরায় ছাত্রলীগের দখলে!?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
আমার স্বপ্নগুলি বলেছেন: হয়ত বা!
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
অচিন.... বলেছেন: ekmot
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
আমার স্বপ্নগুলি বলেছেন: কিন্তু দায়টা নিবে কে?
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
আমার স্বপ্নগুলি বলেছেন: কোনো উস্কানি ছাড়াই ‘ধর্ম অবমাননাকারী’ ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামী।
Click This Link
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
বরফ গলা পািন বলেছেন: +
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
বরফ গলা পািন বলেছেন: ডি না মা ই ট বলেছেন: সত্যি ভাবতে অবাক লাগে। কোনদেশে আমরা বাস করি । যে দেশের সরকার ইসলমের নামে কুৎসা রটাইয়া আলেম ওলামাদের মাঠে নামায় এবং পুলিশ দিয়া মাইর খাওয়ায় আর মিডিয়া দিয়া জঙ্গি প্রমান করায়।
সহমত।
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
পান্থ নজরুল বলেছেন: কিছু মতলববাজ সাংবাদিক অালেম-উলামাদেরকে জেনেশুনে জামাত-শিবির বলে চালিয়ে দিয়েছে! এরা জ্ঞান পাপি। জ্ঞান পাপিরা নিপাত যাক!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
আমার স্বপ্নগুলি বলেছেন: আসলেই তাই ঘটেছে।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
মাহিরাহি বলেছেন: প্রকৃত দেশপ্রেমীদের আকাল বোধহয় সহজে কাটবে না।
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
সরল মানুষ৭ বলেছেন: কিছু মতলববাজ সাংবাদিক অালেম-উলামাদেরকে জেনেশুনে জামাত-শিবির বলে চালিয়ে দিয়েছে! এরা জ্ঞান পাপি। জ্ঞান পাপিরা নিপাত যাক!
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
স্বপ্নক বলেছেন: আজকে আন্দোলন ছিল মহানবী (সা) কে অবমাননার প্রতিবাদে ইসলামী দলসমূহের ডাকা আন্দোলন। নাস্তিক ধর্মদ্রোহীদের বিরুদ্ধে তাদের বিচারের দাবি জানিয়ে। শাহবাগের বিরুদ্ধে বা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে নয়।
যোক্তিক আন্দোলন। এই আন্দোলনের সাথে সব ধর্মপ্রান একাত্ত। জামাত যদি এর সাথে একাত্ততা ঘোষনা করে তাহলে এই আন্দোলন ইনভ্যালিড হয় না যেমনটি নাস্তিকরা/চটিসম্রাটরা শাহবাগ আন্দোলনে অংশ নিলে সেটা ইনভ্যালিড নয় না।
সরকার এই যোক্তিক দাবি মেনে নিলেই পারত তাহলে আর মিছিলের দরকার হত না।
কিন্তু হাসিনা সরকারের পুলিশ মিছিলের উপর গুলি বর্ষণ করে। আর কিছু চামচা মিডিয়া হলুদ সাংবাদিকতায় নেমেছে।
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
ফায়ারম্যান বলেছেন: সম্পূর্ণ একমত।
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬
ফায়ারম্যান বলেছেন: @স্বপ্নক , নাস্তিক আসিফদের বিরুদ্ধে এই আন্দোলন আমিও সমর্থন করি কিন্তু যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে যে, মঞ্চ সেটা ভাঙ্গা হলো কেন ???????
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
গধযনঁন বলেছেন: এই ব্লগটি(Good4nothingfellowblog ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,
কেন জানতে পারি???