নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্নগুলি

স্বপ্নগুলি খুঁজে বেড়াই পথ হারানোর পথ ধরে...

আমার স্বপ্নগুলি

স্বপ্নগুলি খুঁজে বেড়াই পথ হারানোর পথ ধরে...

আমার স্বপ্নগুলি › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ হরতালের চাঁদ দেখা গিয়েছে - প্রথমবারের মত শুক্রবারে হরতাল

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

হেফাজতে ইসলামের মহাসমাবেশ শনিবার। এই সমাবেশের মূল দাবী হল - ইসলাম বিদ্বেষীদের ইসলাম নিয়ে কটুক্তির জন্য কঠোর শাস্তি। যারা থাবা বাবা বা তার মত নরকের কিটদের লেখা পড়েছে - তারা সবাই এর সাথে একমত হবে - এই বিষয়ে কোন দ্বিমত নাই। এই দাবী প্রতিটি মুসলিমের প্রাণের দাবী। এবং এই দাবীগুলোর সাথে কোন রাজনৈতিক এজেন্ডা নাই। তারপরেও কারা এর বিপক্ষে দাড়াতে পারে?



একটু চিন্তা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে আসবে।



সরকারের বর্তমান কর্মকান্ড প্রমাণ করছে সরকার সত্যিই ধর্মিয় বিদ্বেষ ছড়ানো ঘৃণ্য বাক-সন্ত্রাসীদের বিপক্ষে কিছু করতে চাইছে। ইতিমধ্যে কিছু ব্লগার নামধারী ঘৃণার বণিকদের গ্রেপ্তার করা হয়েছে। ব্লগার হিসেবে না, নাস্তিক হিসেবেও না - তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তাদের প্রাপ্য ছিল। এতে একটি গ্রুপের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা তাদের ঘৃণা ছড়ানোর এই নেশা কেমনে ছাড়বে এত সহজে? তারা এই বিদ্বেষ ছড়ানোটাকেই তাদের অধিকার বলে মনে করে! অথচ এই কাজটি বাংলাদেশের আইন অনুযায়ি দন্ডনীয় অপরাধ!



এখন তারা তাদের এই ঘৃণ্য অভ্যাসটির পক্ষে দাড়ানোর জন্য দেশে প্রথমবারের মত শুক্রবারে হরতালের ডাক দিল। [গ্রীনেজ বুকে নাম লেখাইতে চায় মনে হয়]



এর মাধ্যমেই তারা নিজেদের হনুর ল্যাঞ্জা দেখাইয়া দিল। আসলেই ... ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০১

ভাবী জিওলজিস্ট বলেছেন: পবিত্র দিনে হরতাল ডেকে নিজেদের অপবিত্রতা প্রমান করল

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

আমার স্বপ্নগুলি বলেছেন: হনুদের ল্যাঞ্জা সময় মতই বের হইছে।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

আলী_ আহমেদ বলেছেন: খুবই দুঃখজনক, হেফাজতে ইসলামকে প্রতিহতের ঘোষণা দিয়ে তারা ইসলামকে প্রতিহতের ঘোষণা দিয়েছে, যেটা একজন মুসলমান হিসাবে মানতে পারলাম না,

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

আমার স্বপ্নগুলি বলেছেন: তারা মূলত ইসলামকেই প্রতিহতের ঘোষণা দিয়েছে।
একমত।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: শয়তানের ছলের অভাব হয় না, এ আর নতুন কি?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:২১

আমার স্বপ্নগুলি বলেছেন: শয়তানের চেহারা সময়মতই জনগণের সামনে প্রকাশ পায়।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

আমি মোঃ চয়ন বলেছেন: প্রথমবারের মত শুক্রবারে হরতাল B-) B-) B-) B-)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩২

আমার স্বপ্নগুলি বলেছেন: হাসিই আইতেছে.। বেচারারা হালে পানি পাবে না!

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

সরকার৮৪ বলেছেন: বিনোদন আর বিনোদন

০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১

আমার স্বপ্নগুলি বলেছেন: পুরাই ...

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

সবুজ ভীমরুল বলেছেন: ছুচিল"দের মনে হয় নার্ভাস ব্রেকডাউন আর লুজ মোশন একসাথে শুরু হইয়া গেছে!!! =p~ =p~ =p~

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

আমার স্বপ্নগুলি বলেছেন: তাই দেখা যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.