![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নগুলি খুঁজে বেড়াই পথ হারানোর পথ ধরে...
ফেবু হতে কপি করে দিলুমঃ
১। আপনি কি হেফাজতে ইসলামীর ১৩ দফার সাথে একমত? 'শাহবাগ আন্দোলনকারিরা নাস্তিক' বলে হেফাজতে ইসলামের এই দাবীর সাথে আপনি কি একমত?
২। কেনো চট্রগ্রামে মহাসমাবেশ কারা প্রতিহতের ঘোশনা দিয়েছিলো?
৩। ২৪ ফেব্রুয়ারী কারা হরতাল ডেকেছিলো?
====
১। আপনি কি হেফাজতে ইসলামীর ১৩ দফার সাথে একমত? 'শাহবাগ আন্দোলনকারিরা নাস্তিক' বলে হেফাজতে ইসলামের এই দাবীর সাথে আপনি কি একমত?
উত্তরঃ দাবীগুলো প্রায় সবগুলোই ইসলামের মূল ভাবধারার সাথে ওতোপ্রোতভাবে জড়িত।
সংবিধান সম্পর্কিত যে দাবি - সেটা কৌশলগত - সেটার মূল কারণ হল - যাতে ভবিষ্যতে কোন ক্ষমতাশীল সরকারী দল ধর্মবিরোধী কোন আইন করার আগে ১০০ বার ভাবে - সেই জন্য।
শাহবাগের আন্দোলনকারীরা নাস্তিক - এইটা বলার কারণ - নবীকে নিয়ে অশ্লীল পোষ্টের বিরুদ্ধে [থাবা বাবা কাহিনীর পরে] যখন ২৪শে ফেব্রুয়ারী ইসলামপন্থী দলগুলী হরতাল ডাকে - তখন শাহবাগে দাঁড়িয়ে এই ইমরানই এইটাকে প্রতিহত করার ঘোষণা দেয়। সেক্ষেত্রে ইমরান এবং তার সাথে যারা ছিল - তওবা এবং পুনঃ কালিমা পাঠ ব্যতীত তাদের ইমান আছে কি নাই - সেইটা আপনিই বিবেচনা করুন।
হেফাজতের দাবী সব ব্লগার নাস্তিক - এইটা ভুল। এইটার উত্তর পাবেন নিচের পোষ্টে-
কালের কণ্ঠ : সব ব্লগারের বিরুদ্ধে আপনাদের এই আন্দোলন, নাকি নির্দিষ্ট কিছু ব্লগ ও ব্লগারের বিরুদ্ধে?
আল্লামা শফী : আমাদের আন্দোলন ঢালাওভাবে সব ব্লগ বা ব্লগারের বিরুদ্ধে নয়। অনেক আলেম ও ধর্মপ্রাণ ব্লগারও আছেন। আমাদের আন্দোলন কেবল সেসব ব্লগারের বিরুদ্ধে, যারা মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার আড়ালে সৃষ্টিকর্তা আল্লাহ, প্রিয় নবী রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের বিরুদ্ধে জঘন্য কুৎসা ও অবমাননায় জড়িত। ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও দেশের শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং সভ্যতা-ভব্যতা ও গণতন্ত্রের কোনো মাপকাঠিতেই এমন কুৎসা ও অবমাননা মেনে নেওয়া যায় না। ওরা ইসলামের এমন জঘন্য অবমাননা করেছে, যা পশ্চিমা বিশ্বের কোনো অমুসলিমের মুখেও কখনো শোনা যায়নি। শুরু থেকেই আমরা ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠা, ইসলামবিরোধী নারীনীতি ও ধর্মহীন শিক্ষানীতির বিরোধিতা করে আসছি। অথচ কয়েক বছর যেতে না যেতেই বর্তমান সরকারের গৃহীত এসব নীতির মারাত্মক কুফল শুরু হয়ে গেছে।
Click This Link
২। কেনো চট্রগ্রামে মহাসমাবেশ কারা প্রতিহতের ঘোশনা দিয়েছিলো?
উত্তরঃ চট্টগ্রামের মহাসমাবেশ প্রতিহতের ঘোষণা দেয়া হয়েছিল কারণ তার আগেই ২৪শে ফেব্রুয়ারী ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে করা হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়েছিল ইমরান এবং তার দল। তাই ইমরানের বিরুদ্ধেই শুধু ঐ কর্মসূচী। ইমরান ব্যতীত অন্য কোন গণজাগরণের সমাবেশে হেফাজতের প্রতিহতের কোন ঘোষণা ছিল না। এমনকি চট্টগ্রামেও ইমরান ও তার দল না থাকলে গণজাগরণের মঞ্চের কোন বিরোধীতা করা হবে না বলেও ঘোষণা দেয়া হয়েছিল।
৩। ২৪ ফেব্রুয়ারী কারা হরতাল ডেকেছিলো?
উত্তরঃ আপনি যদি এখন আমারে এই প্রশ্ন জিজ্ঞেস করেন, আমার আর কিছুই বলার নাই। ২৪শে ফেব্রুয়ারীর হরতালে জামাত ছিল না, ছিল কওমীপন্থী ইসলামিক দলগুলি।
==========================
==========================
শাহরিয়ার কবিরের এই হরতালকে আপনারা কি চোখে দেখেছেন বুঝতেছি না। তবে এটা দৃশ্যতই নাস্তিকতা রক্ষার হরতাল।
ধর্মবিদ্বেষীরা কট খাওয়ায় হনু ব্যতীত কারো হতাশ হবার কথা না। ব্লগার হিসেবে না, নাস্তিক হিসেবেও না - তাদেরকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্টর ইসলাম বিদ্বেষী প্রচারের কারণে।
কিন্তু হনু কট খাইলে নাস্তিকতার প্রচার করবে কে? তাই নাস্তিকতার স্বার্থেই মৌলবাদী হনুদের রক্ষা করা জরুরী। সেই জন্যই এই হরতাল।
সহমত হইলে আওয়াজ দেন।
=========================
পরের পর্বগুলিঃ
দ্বিতীয় কিস্তিঃ
১। নাস্তিকতা নিয়ে লেখা হয় অনেক আগে থেকে, ইসলাম নিয়ে বাংলা ব্লগে কটুক্তিও করা হয় অনেক আগে থেকে, তাহলে এই যুদ্ধাপরাধীর বিচারের সময়েই কেন কওমীপন্থী আলেমদের আন্দোলনে নামতে হবে?
২। জামাতের বিরুদ্ধে হেফজতে ইসলাম কথা বলছে না কেন?
৩। তাহলে এখনকার বর্তমান এজেন্ডায় এই ব্যাপারে কোন কথা নেই কেন?
তৃতীয় কিস্তিঃ
১। ইসলামের হেফাজতকারী তো আল্লাহ্ই তবে হেফাজতে ইসলামের ইসলাম হেফাজতের কী দরকার!
২। হেফাজতে ইসলাম জামাতের বি টিম।
৩। হেফাজতে ইসলামের দাবীগুলি মধ্যযুগীয়।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আমার স্বপ্নগুলি বলেছেন: আসলেই তাই। একটু মাথা খাটালেই বিষয়টা ফিলিপস বাত্তির মতি ঝকঝকা পরিষ্কার বোঝা যায়।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
এম আর সুমন বলেছেন: সহমত, আওয়াজ দিলাম।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আমার স্বপ্নগুলি বলেছেন: ধইন্যা।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এম আর সুমন বলেছেন: খুবই প্রাসঙ্গিক বিধায় এই পোষ্টটি একটু ঘুরে আসুন।
Click This Link
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
আমার স্বপ্নগুলি বলেছেন: ধন্যবাদ। মন্তব্য করেছি সেখানে।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মাথায় তো বেজায় বুদ্ধি আপনার । তো ভাই আমার আরো কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যান প্লিজ ।
১) পবিত্র কোরআন ও ইসলামকে আল্লাহ নিজেই হেফাযত করার ঘোষণা দিয়ে ১৫ নং সূরা হিজরের ৯নং আয়াতে চিরস্থায়ীভাবে বিধান দিয়ে আল্লাহ তা’আলা বলেছিলেন, ইন্না নাহনু নাযযালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লা-হা-ফিজুন, অর্থাৎ ‘আমিই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমিই উহার সংরক্ষক’।”
সেক্ষেত্রে হেফাজতে ইসলাম নামটা কতটুকু ইসলাম সম্মত ?? নামটা কি কোরআন বিরোধী নয় ??
২)ইসলাম রক্ষার দায়ে যে লং মার্চ কর্মসূচীর ঘোষনা দিয়েছেন আল্লামা শফি সেই লং মার্চের প্রবক্তা হচ্ছেন চীনা বিপ্লবী কমিউনিস্ট সর্বোপরি নাস্তিক মাওসেতাং ।
সেক্ষেত্রে একজন নাস্তিক দ্বারা প্রবর্তিত কর্মসূচিকে ইসলাম রক্ষা করার জন্য ব্যবহার করা কতটুকু ইসলাম সম্মত ।
৩) ইসলামের বিধান অনুসারে কোন জায়গায় মানুষ কিম্বা জীব জন্তুর মূর্তি বা ছবি থাকলে সেখানে নামাজ আাদায় করা নিষেধ। যদি নিতান্তই পড়তে হয় তবে ছবিটা বা মূর্তিটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে বা আড়াল করে দিয়ে তবে নামাজ আাদায় করা যেতে পারে । সেক্ষেত্রে আল্লামা শাফি সহ হেফাজতে ইসলামের উক্ত নামাজ পড়া কতটুকু ইসলাম সম্মত ??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
আমার স্বপ্নগুলি বলেছেন: আপনার ছাগুমার্কা প্রশ্নের জবাব দেবার আগ্রহ পাচ্ছি না। তারপরেও একটু ট্রাই করে দেখিঃ
১। না নয়। ব্যাখ্যার জন্য সরাসরি দেখা করুন।
২। চেয়ার কি মুসলিম বানাইছে? তার মানে কি চেয়ারে বসা হারাম?
৩। জামাতের ছবি দিয়া হেফাজতের কথা কন কেন? পুরাই ছাগুপেজ বাশের কেল্লার কাম করছেন। পারলে সুত্র দেন।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
বাংলার হাসান বলেছেন: কিন্তু হনু কট খাইলে নাস্তিকতার প্রচার করবে কে? তাই নাস্তিকতার স্বার্থেই মৌলবাদী হনুদের রক্ষা করা জরুরী। সেই জন্যই এই হরতাল।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
আমার স্বপ্নগুলি বলেছেন: আসলেই তাই।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
আমরা তোমাদের ভুলব না বলেছেন: মাননীয় মন্ত্রীমহোদয় এক বিরাট বিনুদুন,
তার এই বিনুদুনের উপহার স্বরূপ তাকে নুবেল প্রদান পুর্বক নাইলনের কট সুতা দিয়া বাধিত করা জন্য তেব্র আবেদন জানাচ্ছি
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
আমার স্বপ্নগুলি বলেছেন: দেশে বিনুদুনের অভাব নাই...
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
রমনা টেক বলেছেন: ছাগ সম্প্রদায়ের মেলায় ছাগুদের ম্যাতকার।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬
আমার স্বপ্নগুলি বলেছেন: হনুরা ইসলাম দেখলেই ছাগুর গন্ধ পায়। নাকের আশু অপারেশন জরুরী।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
মেঘ বলেছে যাব যাব বলেছেন: লেখক বলেছেন: শাহরিয়ার কবিরের এই হরতালকে আপনারা কি চোখে দেখেছেন বুঝতেছি না। তবে এটা দৃশ্যতই নাস্তিকতা রক্ষার হরতাল।
সহমত,
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০০
টাইম পাস বলেছেন:
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬
আমার স্বপ্নগুলি বলেছেন: জামাতের ছবি দিয়া হেফাজতের কথা কন কেন? পুরাই ছাগুপেজ বাশের কেল্লার কাম করছেন। পারলে সুত্র দেন।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০০
নায়করাজ বলেছেন: ইসু্যটা মোটেও নাস্তিক আস্তিক না। ইসু্যটা হল যুদ্ধাপরাধীদের বিচার। কিন্তু জামায়াতে ইসলামের বি টিম হেফাজতে ইসলাম এটাকে নাস্তিক আস্তিক ইসু্য বানিয়েছে। তারা হল হেফাজতে জামায়াতে ইসলাম।
বাকিটা তো উপরে মাননীয় মন্ত্রী মহোদয় বলে দিয়েছে ।
হেফাজতে ইসলাম যে হেফাজতে জামায়াতে ইসলাম তার প্রমাণ এই ছবি।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
আমার স্বপ্নগুলি বলেছেন: ইস্যুটা আস্তিক নাস্তিক না হলে আর কোন কথা নাই।
অতীতে শিবির করলেও যদি শিবিরের ভন্ডামি ধরতে পাইরা কেউ শিবিরকে গদাম দিয়া অন্য কোন ইসলামি দলে নাম লেখায় তবে আপনার কি মত? তাকে দলে নেওয়া যাইতে পারে?
আপনি কি হযরত উমরের জীবনী জানেন?
আর দুই একটা জশি ঐ সংবাদ সম্মেলনে চিপায় চাপায় যদি ভুলেও চান্স পাইয়া থাকে, ঢাকায় কেউই কোন চান্স পাবে না।
আর হেফাজতে ইসলামের দাবীর লিস্টে আওয়ামিলীগ / বিএনপি / জামাত, কারো কোন এজেন্ডা নাই, থাকবেও না। হেফাজতের এজেন্ডাগুলো ১০০% ইসলামের জন্য। অন্য কোন এজেন্ডা নাই।
তাই বিএনপি যদি কয় ঐখানে তত্বাবধায়ক সরকারের কথা নাই কেন, তাই সেইটা আওয়ামীলীগের দল, কিংবা যদি আওয়ামীলীগ বলে ঐখানে জামাতের গন্ডোগলের প্রতিবাদ নাই কেন, তাই সেটা জামাতের দল - এইগুলি হইল ১০০% ছাগুমার্কা প্রোপগান্ডা।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০১
টাইম পাস বলেছেন: হারাম হারাম হারাম
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
টাইম পাস বলেছেন: আমার বাসায় একবার হুজুর দাওয়াত দিছিলাম। হুজুর বিছনা চাদরে ময়ুর পাখির ছবি দেখে তেলে বেগুনে গরম হয়ে গেলেন আর বললেন এটা হারাম এটা হারাম
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১
আমার স্বপ্নগুলি বলেছেন: জীবন্ত জীব জন্তুর ছবিতে ইসলামের নিষেধ আছে।
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১১
কাঠুরে বলেছেন: @ননীয় মন্ত্রী মহোদয়।
১। আল্লাহ গায়েবি শক্তির মাধ্যমেও হেফাজত করতে পারেন, আবার মানুষের মাধ্যমেও হেফাজত করতে পারেন,
যেমনঃ যারা আল্লাহর গ্রন্থ কোরআন শরীফ মুখস্থ করেন, তাদেরকে কোরআনে হাফেজ বলা হয়, কোরআনে হাফেজ অর্থ কি জানেন?? এবং তাদেরকে এই নামে ডাকা হয় কেন, বলতে পারেন??
কোরআন হাফেজ অর্থ কোরআনের হেফাজতকারী(না জেনে থাকলে বিজ্ঞজনের কাছ থেকে জেনে নিয়েন)।
দুনিয়ায় আল্লাহ তায়ালা এই হাফেজদের মাধ্যমেই কোরআনের হেফাজত করছেন, আর এই কারনেই তাদেরকে কোরআনে হাফেজ বলা হয়।
অতএব যারা ইসলামের মর্যাদা রক্ষায় আন্দোলন করছেন, তাদের হেফাজতে ইসলাম নাম দোষের কিছু নয়।
না জাইনা শুইনা নিজেরা ফতোয়া দিয়েন না।
২। ঠিক কি কারণে ইসলাম সম্মত নয় বলে আপনার মনে হয়?? জবাব দিবেন আশা করি।
৩। এইটা হেফাজতে ইসলামের কোনও ছবি না, এটা জামাতিদের ছবি, তবুও আপনারা বার বার হেফাজতে ইসলামের উপর অন্যায়ভাবে জামাতের ট্যাগ লাগাতে চাচ্ছেন ক্যান??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩
আমার স্বপ্নগুলি বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: @কাঠুরে ,
১) আপনার ব্যখ্যাকে যদি সঠিকই মনে করি তাইলে কোরআনে আল্লাহর "আমিই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমিই উহার সংরক্ষক" এমনটা লেখার কি প্রয়োজন ছিলো ??
আর হাফেজ সম্বন্ধে একটা হাস্যকর যুক্তি দিলেন । কোরআন মুখস্ত করলেই যদি হাফেজ হওয়া যেতো তবে তো পদার্থ বিজ্ঞান বই মুখস্থ করে পদার্থ বিজ্ঞানী হওয়াও সম্ভব !! আমার মনে হয় কোরআন মুখস্থ করার চাইতে কোরআনের কথাগুলো উপলব্ধি করাই বেশী গুরুত্বপূর্ণ । আপনি হয়তো জানেননা যে JMB'র যে সব নেতার ফাসী হয়েছে ওনারা প্রত্যেকেই কোরআনে হাফেজ ছিলো । গো আজম , সাঈদ্যি এরা সবাই নিজেরে কোরআনে হাফেজ বলে দাবী করে ।
আর হেফাজতে ইসলামের সাথে জামাতে ইসলামকে কেন জড়াচ্ছি তার উত্তর তো ১০ নাম্বার কমেন্টেই বলা আছে । বাকিটা আপনি বাশের কেল্লায় গেলেই বুঝতে পারবেন ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭
আমার স্বপ্নগুলি বলেছেন: ১) আপনার ব্যখ্যাকে যদি সঠিকই মনে করি তাইলে কোরআনে আল্লাহর "আমিই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমিই উহার সংরক্ষক" এমনটা লেখার কি প্রয়োজন ছিলো ??
ভাই, কি প্রয়োজন ছিল আর কি প্রয়োজন ছিল না সেইটা বোঝার এন্টেনার পাওয়ার আপনার এখনো হয় নাই। হইলে আপনি বাচ্চাদের মত প্রশ্নের খাতিরে প্রশ্ন করে বেড়াইতেন না।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২১
কাঠুরে বলেছেন: @মাননীয় মন্ত্রী মহোদয়, ধর্ম সম্বন্ধে আপনার সাধারণ জ্ঞান যে একেবারেই ঠুনকো, তা আপনার মন্তব্য পরেই বুঝা যাচ্ছে, দয়া করে আর এমনসব ভুল ফতোয়া দিতে যাইয়েন না।
আমিই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমিই উহার সংরক্ষক এটা দারা বুঝানো হয়েছে, পৃথিবীতে যত মানুষ জত গোসটি আছে আছে, তারা সকলে আজীবন চেষ্টা করেও কোরআনের একটা আয়াতও বিকৃতি করতে পারবে না, আল্লাহ তায়ালা নিজে কোরআন শরীফকে বিকৃতির হাত থেকে রক্ষা করবেন। (কথা গুলা না জেনে থাকলে, বিজ্ঞ কারো থেকে জেনে নিয়েন, আশা করবো না জেনে আর উল্টা পাল্টা মন্তব্য করে নিজেকে বেকুব প্রমাণিত করবেন না।)
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
আশিকুর রহমান ১ বলেছেন: সহমত, আওয়াজ দিলাম।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০
আমার স্বপ্নগুলি বলেছেন: ধন্যবাদ ভাই।
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
সাইফুল আলম শাহিন বলেছেন: হেরা তো কয় বল্গাররা নাস্তিক । আপনে ও কি তবে ....?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
আমার স্বপ্নগুলি বলেছেন: পোষ্টটাতেই এর উত্তর দেওয়া আছে। পোষ্ট পড়লে এই কথা বলতেন না। পোষ্ট না পইড়াই লেদানোর জন্য গদাম।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
সাইফুল আলম শাহিন বলেছেন: কাঠুরে, তাইলে হেফাজতের দায়িত্ব ওনাগো কে দিল?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
আমার স্বপ্নগুলি বলেছেন: পোষ্টটাতেই এর উত্তর দেওয়া আছে। পোষ্ট পড়লে এই কথা বলতেন না। পোষ্ট না পইড়াই লেদানোর জন্য গদাম।
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯
সাইফুল আলম শাহিন বলেছেন: অতীতে শিবির করলেও যদি শিবিরের ভন্ডামি ধরতে পাইরা কেউ শিবিরকে গদাম দিয়া অন্য কোন ইসলামি দলে নাম লেখায় তবে আপনার কি মত? তাকে দলে নেওয়া যাইতে পারে?....ছবিতে যে সব জামাতিগো ছবি আছে, তারা যে 'শিবিরের ভণ্ডামী' ধরতে পাইরা হেফাজতে গেছে, এই টা কই পাইলেন কন, নাইলে কন মিথ্যা কথা কইছেন।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
আমার স্বপ্নগুলি বলেছেন: গদাম।
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১১
সাইফুল আলম শাহিন বলেছেন: প্রধান মন্ত্রী বলছেন কাউকে ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলতে দেয়া হবে না, সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে, তারপরও বাসে কইরা 'লং মার্চ' কেন ?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
আমার স্বপ্নগুলি বলেছেন: গদাম।
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
সাইফুল আলম শাহিন বলেছেন: কোরআনের কোথায় বলা আছে যে, নাস্তিকের চেয়ে খৃষ্টান বা ইহুদী ভালো ? তা নাহলে খৃষ্টানদের সাথে জামাত , বিএনপি যে দোস্তি করে কেন ? তাদের বিরুদ্দে লং মার্চ করে না কেন ?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
আমার স্বপ্নগুলি বলেছেন: পোষ্টটাতেই এর উত্তর দেওয়া আছে। পোষ্ট পড়লে এই কথা বলতেন না। পোষ্ট না পইড়াই লেদানোর জন্য গদাম।
২২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেফাজতে ইসলামীকে কেন হেফাজতে জামায়াতে ইসলামী বলবো না এই ভিডিও টা দেখে সেটার উত্তর দিন আর নিজের এন্টেনার ফ্রিকোয়েন্সি সম্পর্কে একটু ধারণা দিয়ে যান ।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
আমার স্বপ্নগুলি বলেছেন: এনার এন্টেনার অবস্থা করুন, ঠিক যেমন আপনারটার অবস্থা।
২৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৭
কালো স্বপ্ন বলেছেন: সহমত।
নাস্তিক ধর্মআবমাননাকারী বাবাদের জেলে দেখে কিছু হনুর আসলেই মাথা খারাপ হইয়া গেছে।লংমাচে ঠেলায় যদি সরকার আসলেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে এদের সান্তনা দিবো কে??এই ভয়ে এরা দিশেহারা হয়ে এরা উল্টা পাল্টা বকছে....
২৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
গোয়েন্দাপ্রধান বলেছেন: long march nam ta mao er abiskar hleo e dhoroner march itihase onek deka jay.mokka bijoyer itihas dekun.long march mao er ekok invention eta bola vul hbe
২৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
অপরিকল্পিত পরিকল্পনা বলেছেন: ওপেন কনসার্টে হেফাজতে ইসলামী তো কয় শাহবাগের নাস্তিকদের সাজা দেন।এখন যখন তাদের গ্রেফ্তার করা হল তখন তারা বলে শাহবাগের জাগরন ভেঙ্গে দিতে
আরে হুজুর মিয়ারা,যা কইবা একবারে কও ডান-বাম কর কিলায়?
২৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
0গাংচিল বলেছেন: কালো স্বপ্ন বলেছেন: সহমত।
নাস্তিক ধর্মআবমাননাকারী বাবাদের জেলে দেখে কিছু হনুর আসলেই মাথা খারাপ হইয়া গেছে।লংমাচে ঠেলায় যদি সরকার আসলেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে এদের সান্তনা দিবো কে??এই ভয়ে এরা দিশেহারা হয়ে এরা উল্টা পাল্টা বকছে....
২৭| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৮
তাজুল_ইসলাম বলেছেন: কালো স্বপ্ন বলেছেন: সহমত।
নাস্তিক ধর্মআবমাননাকারী বাবাদের জেলে দেখে কিছু হনুর আসলেই মাথা খারাপ হইয়া গেছে।লংমাচে ঠেলায় যদি সরকার আসলেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে এদের সান্তনা দিবো কে??এই ভয়ে এরা দিশেহারা হয়ে এরা উল্টা পাল্টা বকছে....
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
আমরা তোমাদের ভুলব না বলেছেন: কিন্তু হনু কট খাইলে নাস্তিকতার প্রচার করবে কে? তাই নাস্তিকতার স্বার্থেই মৌলবাদী হনুদের রক্ষা করা জরুরী। সেই জন্যই এই হরতাল।