![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নগুলি খুঁজে বেড়াই পথ হারানোর পথ ধরে...
খালি ইনজুরী আর ইনজুরী।
যে মাশরাফি পর্যন্ত সবসময় ইনজুরী কাটিয়ে অনুমিত সময়ের আগেই মাঠে ফিরত, সেও এখন অনুমিত সময়ের পরেও মাঠে ফিরতে পারছে না।
অথচ বছর খানেক আগেও দলের ইনজুরীর এত ভয়ানক প্রভাব দেখা যায় নাই।
খেলোয়ার ইনজুরড হতেই পারে, এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু সেই ইনজুরীর পরে সাধারণত তার মাঠে ফেরার ক্ষেত্রে যে সময় ধরা হয়, বেশীরভাগ ক্ষেত্রেই সেই সময়ের মাঝেই সবাই ঠিক হয়ে যায় - যদিও এর ব্যতীক্রম ও দেখা যায়।
কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে - ব্যতীক্রমটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। প্রায় সবারই ইনজুরী নির্ধারিত সময়ের চেয়েও বেশী সময় লাগছে সারতে। যেমন - মাশরাফী - তাসকিন - সাফিউল।
এবং খেলোয়ারদের ইনজুরী প্রবণতাও এখন অনেক বেশী।
আমার মতে দলের ফিজিও পরিবর্তন করে দেখা যেতে পারে এই অবস্থার উন্নতির জন্য।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭
আমার স্বপ্নগুলি বলেছেন: বিভব সিং এর পার্ফরমেন্স আসলেই ভীতিকর।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
বোকা_ছেলে বলেছেন: ভারত মাতার আশীর্বাদ বিভব সিং এর পার্ফর্মেন্স ।