![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নগুলি খুঁজে বেড়াই পথ হারানোর পথ ধরে...
আওয়ামীলীগ পুরোপুরী বামদের দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছে। সরকারে বাম, দলে বাম, মিডিয়ায় বাম - ইচ্ছেমত মিথ্যাচার করে শেখ হাসিনাকে ভুল পথে পরিচালিত করছে। ইসলামের মুখোমুখি দাড় করিয়ে দিয়েছে।
শেখ হাসিনা ভুলে যাচ্ছেন- বামদের এই তর্জন গর্জনই সার। সারা দেশে বামদের ১০% ও জনসমর্থন নাই।
ইসলামকে দেশ থেকে মুছে দিতে পারাটাই বামদের লক্ষ। নিজেদের লড়ার ক্ষমতা নাই জন্য দলে দলে বাম আওয়ামীলীগের উপরে ভর করে আওয়ামীলীগকেই তাদের ব্যক্তিগত এই লড়াইয়ে শামিল করছে।
এখন দেখা যাচ্ছে বামরাই মিডিয়া-ব্লগে একচ্ছত্র প্রভাব খাটাচ্ছে। বাম-মাত্রই দেশপ্রেমিক - বাম মাত্রই প্রগতিবাদী - এইরকম প্রচারণা চালাচ্ছে।
ইসলাম বিদ্বেষীতা বামদের একটা ফ্যাশন। এই ফ্যাশনে শরিক হয়ে অনেকেই নিজেদের স্মার্ট জাহির করে। ইসলামকে যে যত বেশী কটাক্ষ করতে পারবে, বামদের আড্ডায় তার কদর তত বেশী - এই রকম অসুস্থ মানসিকতার একটা প্রতিযোগীতা চলছে।
এই স্মার্টনেস দেখাতে গিয়ে বর্তমানে ডিবির হাতে আটক শুভকে বামরা দেশপ্রেমিক বলে প্রচারণা চালাচ্ছে। তার (শুভর অথবা থাবা বাবা ওরফে রাজীবের) ইসলামকে কটাক্ষ করে লেখাগুলির কথা উঠলে বলে উঠে বাক-স্বাধীনতা! বাক-স্বাধীনতা মানে কি চটি লেখা? বাক-স্বাধীনতা মানে কি প্রতিপক্ষের মা-বোনকে নিয়ে ইচ্ছেমত চরমতম অশ্লীল রসালো গল্প বানানো? অবশ্যই না। প্রতিটা জিনিসেরই একটা সীমারেখা আছে। এই বামদের মা- বোনদের নিয়ে যদি অশ্লীল/রসালো কথা শুরু করেন সে কি বাকস্বাধীনতার দোহাই দিয়ে চুপ থাকবে? নিশ্চয়ই না। নিজেদের ক্ষেত্রে এরা বাকস্বাধীনতার একটা সীমারেখা টানবে, কিন্তু নিজেদের দলের লোক ইসলাম নিয়ে কুরুচীপূর্ণ কটুক্তি করলে তাদের পিঠ চাপরে দিবে। এর প্রতিবাদে কেউ তাদের শাস্তি চাইলে বাকস্বাধীনতার বুলি আওরাবে। কি চমৎকার স্ববিরোধীতা।
আওয়ামীলীগের সামনে এই একটা বিরাট সুযোগ, নিজেদের শরীর থেকে
পরগাছা বামদের ঝেটিয়ে বিদায় করে দেবার। আওয়ামীলীগ যদি সত্যিই এই কাজটা করতে পারে, তবে জনগণ আওয়ামীলীগকে নতুনভাবে গ্রহণ করবে, এবং সেটা হবে আগের চেয়ে অনেক বেশী জোড়াল।
নচেত বর্তমান অবস্থা চলতে থাকলে আওয়ামীলীগ ডাইনোসারের বর্তমান পরিণতি বরণ করবে।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
আমার স্বপ্নগুলি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
মো: আজিজ মোর্শেদ বলেছেন: এই কর্মসূচিতে দিমুখী নীতি র কারনে আওয়ামীলীগ তার জনপ্রিয়তা অনেক হারাবে। বাধা দেবার পরেও এখন পর্যন্ত তেমন কোন সহিংসতা হেফাজতে ইসলামের কাছ থেকে আসেনি যা অন্যান্য হরতাল বা বড় কর্মসূচীর সময় ঘটেছে। এখানে আওয়মীলীগ সহযোগীতা করলে ভাল করতো। যদি হেফাজতে ইসলাম ঢাকায় এসে ভাংচুর করতো তাহলে বাধা দিত। আওয়মীলীগ এখন বামে বামময়।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
আমার স্বপ্নগুলি বলেছেন: সত্যই, আওয়ামীলীগ এখন বামময়।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১
সেয়ানা বলেছেন: ভুল কইছেন । হবে সারা দেশে বামদের ১% ও জনসমর্থন নাই
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯
আমার স্বপ্নগুলি বলেছেন: আসলেই এইটা একটা গবেষণার বিষয়।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: বামদের জনসমর্থন.....0.01%
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১
আমার স্বপ্নগুলি বলেছেন: হুম, এইটাও ঠিক হইতে পারে।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭
সক্রিয় বলেছেন: Vai B.N.P jamon Jammat dhara provabito,Awmilig o Bam dhara provaboto....
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
আমার স্বপ্নগুলি বলেছেন: ঠিক বলেছেন। দুই উগ্রপন্থী [জামাত - বাম] দেশ থেকে বিতাড়িত করা দরকার।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯
বোকা_ছেলে বলেছেন: মুসলমানের বাংলায় বামদের ঠাই নাই
নারায়ে তাকবীর
আল্লাহু আকবর
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
আমার স্বপ্নগুলি বলেছেন: ঠাই নাই।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০
ইকবাল১৫০২ বলেছেন: খামোখা বামদের দোষারোপ না করে আওয়ামী লীগের নেগেটিভ পলিটিক্সকে বেশি বেশি দোষারোপ করা প্রয়োজন। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করেন।
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫
আমার স্বপ্নগুলি বলেছেন: কথা ঠিক - আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন।
কিন্তু শয়তান যা করে, সেটাতে মঙ্গল থাকে না।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪
সরদার হারুন বলেছেন: বাম ডান বুঝিনা ।আমার মনে হয় একদিকে রাজাকারের টাকা অন্য দিকে সরকারের আত্ম রক্ষা।সরকার বিচার বিভাগের দিকে চেয়ে আছে ।ফলে সাধারণ জনগনের ছেলেরা মরছে, দুর্ভোগ হচ্ছে।
অর্ধর্র্শিক্ষিত যারা না জানে বাংলা না জানে আরবি।শুধু মুখুস্তকরে তাদের লেলিয়ে খালেদা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।সার কথা হলো দেশে খালেদা হাসিনার যুদ্ব চলছে।প্রাণ দিচ্ছে গরীবের
ছেলেরা।
এক দিকে তাদের যে জন্য পাঠানো হচ্ছে তা তারা না করে রাজ পথে রাজনীতির হকারি করছে।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫
আমার স্বপ্নগুলি বলেছেন: আমরা সর্বদাই রাজনীতির খেলায় ঘুটি হিসেবেই আছি, থাকব .।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১
নয়ামুখ বলেছেন: সরদার হারুন ভাই, দেখি সামুকে 'আমাদের সময়' পত্রিকা ব্লগ বানিয়ে দিলেন। একই মন্তব্য ১৫ বার করলেন।
বুঝতেই পারছি, ইমরান সরকারের কোটি লোকের স্বাক্ষর কি ভাবে জোগাড় হয়েছে।
আপনিতো মনে হয় কমপক্ষে হাজারবার স্বাক্ষর করেছেন।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬
আমার স্বপ্নগুলি বলেছেন: ললয। ভুল বশত করে ফেলেছেন বোধহয়।
১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩
0গাংচিল বলেছেন: +++
----------------------------------------------------------------------------
বামদের জনসমর্থন.....0.01%
---------------------------------------------------------------------------
নয়ামুখ বলেছেন: সরদার হারুন ভাই, দেখি সামুকে 'আমাদের সময়' পত্রিকা ব্লগ বানিয়ে দিলেন। একই মন্তব্য ১৫ বার করলেন।
বুঝতেই পারছি, ইমরান সরকারের কোটি লোকের স্বাক্ষর কি ভাবে জোগাড় হয়েছে।
আপনিতো মনে হয় কমপক্ষে হাজারবার স্বাক্ষর করেছেন।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
আমার স্বপ্নগুলি বলেছেন: ভুল বশত হয়ে গিয়েছে বোধহয়।
১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
সরদার হারুন বলেছেন: It is not my fault.Perhaps it is technical problem. I wrote once but
printed several time.Your idea is not correct. Your remark seems to be your shadow .I am neither rajakar nor heathen.I am a man who
believes in Allah only..
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
আমার স্বপ্নগুলি বলেছেন: ডুপ্লিকেট মেসেজগুলি ডিলিট করে দিয়েছি।
আমরা সবাই সত্যিকারের মুমিন হয়ে উঠি - আমিন।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
ইনেফারাজ বলেছেন: ধন্যবাদ