![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবিবার ১০ ফেব্রুয়ারী বিকাল সাড়ে চারটায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নামধারী কতিপয় সশস্ত্র সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে এ.আই.ইউ.বির CSE ডিপার্টমেন্টের শেষ বর্ষের আবীর নামের একজন শিক্ষার্থী গুরুতর আহত হন। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার সাথে থাকা একই ডিপার্টমেন্টের আরো ৪ জন শিক্ষার্থী সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে আহত হন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী একজন ভাসমান চা-বিক্রেতার ভাষ্যমতে, আজ বিকেল আনুমানিক ৪ টার দিকে আবীর ও তার কয়েকবন্ধু মিলে সাউথ-ইস্ট ও এ.আই.ইউ.বি সংলগ্ন একটি টং থেকে সিগারেট কিনতে গেলে দোকানীর সাথে খুচরা ফেরতের ব্যাপারে আবীরের তর্ক বাধে। এসময় পাশে দাড়িয়ে থাকা সাউথ ইস্ট ইউনিভার্সিটির দুস্কৃতিকারী শিক্ষার্থী বেশধারী কিছু ব্যক্তি আবীরকে লক্ষ্য করে অনাকাঙ্খিত মন্তব্য ছুড়ে দিলে তিনি প্রতিবাদ করেন এবং তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে সাউথ ইস্ট-এর দুস্কৃতিকারীরা উত্তেজিত হয়ে আবীরের গায়ে হাত তোলে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের চলাকালে সন্ত্রাসীরা টং দোকানদারের সহযোগীতায় রামদা বের করে আবীরকে উপর্যপুরি আঘাত করলে তিনি হাতে, পিঠে ও গলার কাছে গুরুতর আঘাত পান। সংখ্যাধিক্যের ও অতিউত্সাহের বশবর্তী হয়ে ঐমুহুর্তে সাউথ ইস্টের আরো কিছু শিক্ষার্থীও আবীরের সাথে বন্ধুদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে ঘটনাস্থল সংলগ্ন এ.আই.ইউ.বির EEE ক্যাম্পাসে এই খবর পৌছলে উত্তেজিত এ.আই.ইউ.বিয়ানরা তত্খনাত ঘটনাস্থলে ছুটে যায়। অবস্থা বেগতিক দেখে দুষ্কৃতিকারীরা দৌড়ে সাউথ ইস্টের ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়ে। একে একে এ.আই.ইউ.বির CSE, BBA ও Campus 7 থেকে দলে দলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে এলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এসময় কামাল আতাতুর্ক সংলগ্ন পুরো এলাকা সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্রশুন্য হয়ে পড়ে।
ঘটনার পর রহস্যজনক ভাবে সাউথ ইস্ট কর্তৃপক্ষ ক্যাম্পাসের মেইন গেট বন্ধ করে দুস্কৃতিকারীদের অন্যত্র সরিয়ে দেয়। এতে করে ঘটনাস্থলে উপস্থিত এ.আই.ইউ.বিয়ানরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রনে গুলশান থানা থেকে পুলিশ এসে উপস্থিত হয়েও কিছু করতে না পেরে এ.আই.ইউ.বি অথিরিটির সহায়তা কামনা করে। পুলিশের অনুরোধের প্রেক্ষিতে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে AIUB Office of Student Affairs এর স্পেশিয়াল এসিস্ট্যান্ট সানিয়াত রহমান জিসান ও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অফিস এক্সেকিউটিভরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত এ.আই.ইউ.বিয়ানদের নিবৃত্ত করেন ও ইলেকট্রিক্যাল ক্যাম্পাসে নিয়ে আসেন।
আহত আবীর ও তার বন্ধুদেরকে ভার্সিটি ম্যাডিকেল সেন্টারে প্রাথমিক চিকিত্সা দেয়ার পর বিশ্ববিদ্যালয় ও পুলিশের তদন্তকারী কর্মকর্তার জিজ্ঞাসাবাদ শেষে বাসায় ফেরৎ পাঠানো হয়েছে। CCTV footage, মোবাইলে ধারণকৃত ছবির ভিত্তিতে প্রকৃতঅপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়ে এ.আই.ইউ.বি অথরিটি শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিলো। এব্যাপারে এ.আই.ইউ.বি অথরিটি মামলা গ্রহনের প্রস্তুতি নিচ্ছে বলে অফিস সুত্রে জানা যায়।
AIUB-তে বর্তমানে বিভিন্ন অনুষদে প্রায় সাড়ে দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রশাসনিকভবন সহ বিশ্ববিদ্যালয়ের ৬টি ক্যাম্পাসের সবগুলোই বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত। দেশের প্রথম সারির এবং বনানীস্থ সবচাইতে বড় বেসরকারী বিশ্ববিদ্যালয় হওয়া সত্বেও এ.আই.ইউ.বিয়ানরা সব সময়েই প্রতিবেশী ছোট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সহাবস্থানে থেকে এসেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর মাধ্যমে একটি মহল এ.আই.ইউ.বিয়ানদের সেই সহাবস্থান সূচক চিন্তাধারা থেকে বেরিয়ে আসার জন্যে উস্কানি দিচ্ছে বলে উত্তেজিত শিক্ষার্থীরা জানান। আগামী ডিসেম্বরে বসুন্ধরার নির্মাণাধীন নিজস্ব ক্যাম্পাসে চলে যাওয়ার আগে এমন ঘটনা আরো ঘটলে এবং আজকের ঘটনার জন্যে দোষী সন্ত্রাসীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে অচিরেই এ.আই.ইউ.বিয়ানরা সব ধরনের সহাবস্থান ভুলে গিয়ে যথাযথ ভুমিকায় অবতীর্ন হতে দ্বিধা করবেনা বলেও শিক্ষার্থীরা হুশিয়ারী দেন।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
নবজন্ম বলেছেন:
সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই -
লেখাটি সামুর প্রথম পাতার উপরে লেখা হোক।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
আমাতুল্লাহ বলেছেন: আমার জন্য লেখা কে, Click This Link
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
ইসটুপিড বলেছেন: সত্যি হয়া থাকলে এই খবর কোন নিউজ মিডিয়ায় নাই কেন?
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
বেকার মানুষ বলেছেন: ajaira khobor,link chara khobor,private universityr murgira ajkal maramario kore lul,ghotono maia ghotito,sure.dui pokkhoi doshi,ekhon shadhu shajte blog e aisa ajaira post dey.
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
আমাতুল্লাহ বলেছেন: ghotona maiya ghotito na.jader ato doubt tara banani aiub office e gie jene asen,sathe south-east o jaben pls.authority r kase gelei to sob sotto jante parben.r sobai k to r jete hobe na,1jon representative gelei enough.
r ghotona j keno media e ase nai seta amar o question.naki private universityr student bole arie gelo???
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
শৈশব মেলা বলেছেন: দৈনিক এমন মারামারির ঘটনা সব বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে । কয়টাইবা মিডিয়াতে আসে ? মিডিয়াতে আসার মত বড় কোন ঘটনাও না এটা । কিন্তু পোষ্টটি সত্যি ঘটনা । কোন মেয়ে ঘটিত কারণও না । আজাইরা মন্তব্য করার আগে আশেপাশে AIUB এর কোন পোলাপাইন থাকলে জিজ্ঞাসা করে পরে মন্তব্য কইরেন । আর হা প্রাইভেট এর পোলাপাইনরা পাবলিকের মত কপাকুপিও পারে না দরকারও নাই ।
আর যেগুলা কোপাইতে গেসিলো AIUB এর পোলাপাইন গুলারে অইগুলা মনে হয় পাবলিকের শিক্ষায় শিক্ষিত ।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি দুঃখিত , আমার উপরের করা মন্তব্যটি এই পোস্টের জন্য ছিলোনা , আমার মন্তব্যটি মুছে ফেলার অনুরোধ করছি ।
অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
আমার জন্য লেখা বলেছেন: লিংক ছারা খবর শুধু ছাগুরাই দেয়