![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথাও ক্ষরণ
কোথাও রাত্রি শেষ হবার অপেক্ষা
কোথাও মরণ
কোথাও নতুন জন্ম দেয়ার চেষ্টা
ঠিক এখন, শিশিরে কেউ করে স্নান
কেউ এক সাগর জলেও ম্লান
কারও কানাকড়ি নেই তবু অঢেল ইচ্ছা
স্বপ্ন দেখে কেউ মেটায় তেষ্টা
কেউ চিন্তায়...
তুমি যখন আহ্লাদ করে \'নাহ\' বলো
আমি তখন ধৈর্য্য ধরি
খানিকক্ষণ অপেক্ষা করি
একটু পরেই বলবে তুমি
তোমার কথা কি অবজ্ঞা করতে পারি
নিঃশব্দ তোমার বচন আমি
একটু...একটুই পড়তে পারি
মুখে তুমি যাই বলো
কর্মে তুমি প্রমাণ কর
আমায়...
কাঁচ টুকরো হবার শব্দ হয়
চমকে দিয়ে ফেটে যায় বেলুন
কিন্তু হৃদয়ে আচড় লাগলে কি হয়?
কেটে গেলে ক্ষরণ হয়
গতরে ব্যাথার যন্ত্রণা অসহনীয় তবুও সয়
কিন্তু নীরবে যেথা প্রলয় হয় তাহার নাম...
জুয়ার টেবিলে ব্যর্থতা বাজি রাখতে হবে
সফলতার লোভেও নিমরাজি সকলে
জিততে চায় না কেউ
তবু ঝোলা ভর্তি সকলের
এক বোকা ফেরিওয়ালা
বিনে পয়সায় নিয়ে যাচ্ছে
সফলতার কবজ বানাবে সে
ব্যর্থ সকলে মিটিমিটি হাসছে
যাক এযাত্রায় অন্তত...
যেদিন কাক ডাকতেও ভুলে যায় তেমনি এক ভোরে, ধানমণ্ডি ৩২-এ, একটু আড়ালেই দাঁড়িয়ে দেখছি। লোকসমাগম বাড়ছে। সরব হয়ে উঠছে চারদিক। সময়-তারিখজ্ঞানের উর্ধ্বে থাকায় বুঝিনি আজই শ্রাবণ মাসের শেষ দিন। আমার...
এখন কবিতাগুলো তৈলাক্ত
প্রতিবাদগুলো দূর্ভিক্ষগ্রস্ত
কবি নয়, দলদাসের গন্ধে বমি আসে
প্রেমগুলো মাংসাশী, ক্ষরণের উপকরণ মাত্র
অভ্যাসের ভৃত্য
পসারের প্রতিযোগিতায় কালির অপচয়
কবির বাড়ির সামনে অনশনে সময়
অপেক্ষা ক্রান্তিকালের,
সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক হাতিয়ারগুলোতেঁ মরচে পরেছে
গর্বিত পথের যাত্রী আজ রক্তাক্ত পথ...
আমি...প্রতি বাঁকে বাঁকে যেখানে অবাক
প্রকৃতি যেখানে সজাগ
সাজানো ধরনী নির্বাক...আমি।
আমার...প্রতিটি নিশ্বাস নির্মল বাতাস
প্রকৃতি যেখানে উদার
চেয়ে থাকে অপলক দৃষ্টি...আমার।
তুমি...গাছের শ্যমল-সবুজের আধার
খাঁজে খাঁজে বিস্মিত হই আমি
দিন কিংবা চাঁদের আলোয় যাকে খুঁজি সেই...তুমি।
তোমার...আমার...আমি...তুমি
সবই যেন...
আমার ইচ্ছে হলে
নয়নতারা জাতীয় ফুল
আমার ইচ্ছে হলে
জাতীয় ফলের নাম কূল
আমার ইচ্ছে হলে
কাটবোনা দাড়ি রাখবো বড় বড় চুল।।
২৫ জুলাই, ২০১৩
মিছিলে-স্লোগানে বিপ্লবী
প্রথম সারিতে দ্রুত লয়ে
মার্তণ্ডের তপ্ত পিঠে হেঁটে চলেছি
প্রতিবাদী হাত তুফান তুলেছে বাতাসে
মুষ্ঠির ভেতর সূর্যের কিরণের দম যায় যায়
জ্বালাময়ী ভাষণ অপেক্ষারত
আর কাউকে ছাড় নয়
ব্যানারের এক প্রান্ত কাদা মাটিতে ছোঁয়াছুঁয়ি
আমি...
কুত্তার গলায় গামছা
নেতার ঘাড়ে চামচা
হাত থাকতেও নেতা
পারেনা খুলতে গামছা
জনগণ সিল মেরে দান করে, গামছা
বানায় কে এতো গামছা?
১৯ জুলাই, ২০১৩
মধ্যবিত্তের ছাদ নেই
মধ্যবিত্তের ছাদ থাকার নিয়ম নেই
দুই অবিন্যস্ত অট্টালিকার অন্ধকারের ফাঁকে
হাত বাড়িয়ে বৃষ্টির নোংরা জল ছোঁয়
যে জল অট্টালিকার গা ধুয়ে বেয়ে নামে
ছিটে ফোঁটা দেয়ালের গায়ে বাধা পেয়ে ছিটকে আসে
তাতেই...
বছর কয়েক পরে দেখা
সহজে কি শেষ হয় কথা
শুরুতে কিছুক্ষণ নীরবতা
অতঃপর তার রেশ ধরে রাখা
অভিমান ষোল আনা
স্মৃতিদের আনাগোনা
নিশ্চল চোখে অব্যক্ত ঠোঁট দু\'খানা।
১৬ জুলাই, ২০১৬
আজকাল খুব জোরে বাতাস বহে
দ্রুত পাশ কাটিয়ে চলে যায়
কারণ বাতাসের কথা আমি বুঝি না।
কাক কিংবা কোকিল ডাকাডাকি বন্ধ করে
কারণ তাদের কথাও বুঝি না।
দোয়েলের শিশ ভেবে ভুল করি
কোন এক রান্না ঘরের...
সামান্য যে আঁচড়েই খসে যায় যে পলেস্তারা
সে দেয়ালে চুনকাম
নুন খোরেরা বাসা বাঁধে
ঝরে পরে পলকা বাতাসে
এক সারিতে দেখে যেন মনে হয় সামনে ঈদ
বাড়ি যাওয়ার ট্রেনের টিকেট কাটবে
দেয়ালের কথা ভাবে...
©somewhere in net ltd.