![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি...প্রতি বাঁকে বাঁকে যেখানে অবাক
প্রকৃতি যেখানে সজাগ
সাজানো ধরনী নির্বাক...আমি।
আমার...প্রতিটি নিশ্বাস নির্মল বাতাস
প্রকৃতি যেখানে উদার
চেয়ে থাকে অপলক দৃষ্টি...আমার।
তুমি...গাছের শ্যমল-সবুজের আধার
খাঁজে খাঁজে বিস্মিত হই আমি
দিন কিংবা চাঁদের আলোয় যাকে খুঁজি সেই...তুমি।
তোমার...আমার...আমি...তুমি
সবই যেন একেশ্বর এখানে।
(সারথীদের জন্য উৎসর্গকৃত।)
স্বপ্ন, নয়ন, আলম, আলাল, সৈকত
২৬ জুলাই, ২০১২
©somewhere in net ltd.