নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

আরো একটি সফল নাটক মঞ্চস্থ

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩


২০১৫ সালের মার্চে ঢাকা থেকে অপহৃত হওয়ার দুই মাস পর ভারতের শিলংয়ের এক গলফ মাঠে পাওয়া গিয়েছিল বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে। তৎকালীন বিরোধীদলীয় মুখপাত্র হিসাবে পরিচিত সালাহউদ্দিন আহমেদের দল বিএনপি ও পরিবারের পক্ষ হতে দাবি করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৫ই আগস্টের পর সুস্থ হয়ে দেশে চলে আসেন তিনি। বর্তমানে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

২০১৭ সালের জুলাইতে কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার পর সারাদেশে শোরগোল পড়ে গিয়েছিল। তার পরিবার থেকে বলা হয়, অপহৃত হয়েছেন তিনি। এর ঘণ্টাখানেক পর মুক্তিপণ হিসেবে ৩৫ লাখ টাকা দাবি করা হয়েছে! এর ১৬ ঘণ্টা পর যশোরের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। তিনি নিজেই সেই টিকেট কেটেছেন বলে জানান।

২০২০ সালের জুনে ইসলামিক বক্তা আবু ত্বহা আদনান তার গাড়ির চালক ও দুইজন সহকর্মীসহ নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ত্বহা তার দ্বিতীয় স্ত্রী নাহারকে জানান, তার গাড়ি ঢাকার গাবতলি পৌঁছেছে। এরপর থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। এর পরে এক সপ্তাহ তিনিসহ চারজনের আর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে দেখা গেল আবু ত্বহা আদনানের সঙ্গে অপর যে তিনজন নিখোঁজের কথা বলো হলো, ডিবি পুলিশ গিয়ে তাদের নিজ নিজ বাসায় পায়। ত্বহার সন্ধান পাওয়া যায় শ্বশুরবাড়িতে। প্রথম স্ত্রীর সাথে ঝামেলা হয়েছিল কি না- এ রকম কথা বাজারে চালু ছিল।

পুলিশের মতে ত্বহা নিজেই লুকিয়েছিলেন। যদিও ফিরে আসার পর তাঁকে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ দেখাচ্ছিল বলে জানিয়েছিল পরিবার। সম্প্রতি তার কিছু আমলনামা নিয়ে একাধিক ফেসবুক পোস্ট দিয়েছেন তার স্ত্রী সাবিকুন নাহার। বেশ কিছুদিন আলোচনা চলেছে।

২০২২ সালের অক্টোবরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মা রহিমা বেগমকে আত্মগোপনে রেখেছিলেন মরিয়ম মান্নান নামে এক তরুণী। এরপর অপহরণের নাটক সাজিয়েছিলেন তিনি। যে রাতে মরিয়ম মান্নানের মা রহিমা বেগম নিখোঁজ হয়েছিলেন, সেদিন বিকেলে মাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একহাজার টাকা পাঠিয়েছিলেন মরিয়ম মান্নান। এর ২০-২৫ দিন আগে ঢাকায় গিয়ে মরিয়ম মান্নানের বাড়িতে কয়েক দিন থেকেও এসেছিলেন রহিমা বেগম।

ঐ ঘটনার আগেও রহিমা বেগম বহুবার কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যে আবারো ফিরে আসতেন। রহিমা বেগমের এই ঘটনা অনেকেই মনে রেখেছেন, কারণ, মরিয়ম মান্নানের অতিনাটকীয়তা সন্দেহ তৈরি করেছিল, বস্তুত মানুষের আবেগে মূত্র বিসর্জন করে দিয়েছিল।

গত বুধবার (অক্টোবর ২০২৫) সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজী (৬৫)। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করা হয়েছে সারাদেশে।

মুহিবুল্লাহ মিয়াজী জানিয়েছিলেন, ১১ মাস ধরে তাকে বেনামি চিঠি দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এসব চিঠিতে তাকে অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে কথা বলতে বলা হয়। বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলো ও বিএনপি-এনসিপির বিরুদ্ধে কথা বলতে বলা হয়। সর্বশেষ গত ২১ অক্টোবরের চিঠিতে তাকে কোরআন, ইসলাম, আল্লাহ শব্দ বলতে নিষেধ করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয় বলে তিনি দাবি করেন।

তবে পুলিশ বলছে অপহরণের ঘটনা মিথ্যা, তিনি নিজেই গা ঢাকা দিয়েছিলেন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, ইমাম মুহিবুল্লাহ অপহরণের পেছনে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে মুহিবুল্লাহ মিয়াজী বলেন, আমি হাঁটতে গেছি। হাঁটতে যাওয়ার পর আমার মাথায় এলো যে আমি চলতে থাকি, যাই। কোন দিকে যাই, বলতে পারি না। একপর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মীরের বাজার নামছি। নামার পরে মনে চাইল যে আমি জয়দেবপুর যাই। সিএনজি দিয়ে জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই বাসে উঠি। বাসে উঠে শ্যামলী না কোন জায়গায় যেন নামাইছে। এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে মনে চাইল যে আমি টিকিট করি। কই যাব, খেয়াল হইল যে আমি পঞ্চগড় যাই।

অনেক রাতে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না চিনি না, হাঁটতেছিলাম।

অন্য সময় হলে ঘটনাটা সত্যি বলে প্রচার করা যেত। পুলিশকে দালালও বলা যেত। এখন বলা যাচ্ছে না, কারণ তাদেরও তো জীবনের মায়া আছে। ঘটনাটিকে নাটক বলাতে অনেকে বিশ্বাস করছেন না, বলছেন, জোর করে স্বীকারোক্তি নেয়া হয়েছে। একজন ইমানদারকে জোর করে কি স্বীকারোক্তি নেয়া সম্ভব?

মানে অবস্থা দাঁড়িয়েছে আপনি যা বলবেন বা বিশ্বাস করবেন সেটাই ঠিক। সত্যতা নিশ্চিত করলেও আপনি বিশ্বাস করবেন না। অন্য ধর্মের বা আপনার রাজনৈতিক বিশ্বাসের বাইরের হলে গুজবও বিশ্বাস করে ফেলবেন? বোঝাই যাচ্ছে, হিন্দুদের ওপর একটা বড় ধরনের আঘাতের পরিকল্পনা ছিল। এখন ফাঁস হয়ে গেছে।

দেশে অনেক গুম-খুন হয়েছে বিভিন্ন সময়ে- এ তো সত্যি কথা। এসব ঘটনাকে নিজেদের মতো সাজিয়ে সত্য-মিথ্যা গল্প বানানো হয়। পরে দেখা যায় আসল ঘটনা ঘটলেও হালে পানি পায় না। যারা আসলেই বিপদে, তাদের ভাগ্যে মানুষের সহানুভূতি জোটে না।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫২

মেঠোপথ২৩ বলেছেন: অনলাইনে ভাইরাল হবার জন্য কিছু মানুষ পাগল হয়ে গেছে। সেই সাথে নিজের কোন অপকর্ম ঢাকার জন্যও নাটক সাজায় বলে মনে হয়।

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি কোনো কারণ পেলাম না এর। এই হুজুর বয়স্ক মানুষ। এমন করে কী লাভ হলো? এখন মুখ দেখাবে কেমনে?

২| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:




এসব মুফতি, ফুফতি হচ্ছে মিথ্যুক ও ক্রিমিনাল; এরা পাকীদের অনুসারী।

২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আগে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনায় আসলেও বর্তমানে তারা রাজনৈতিক ও নাটকীয় বিষয় নিয়ে আলোচনায় আসছেন। মানুষের আবেগ নিয়ে খেলছেন।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৫

জেনারেশন একাত্তর বলেছেন:



@মেঠোপথ,

এগুলো আপনার দলের ইসলামিক স্কলার।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: এই এসোসিয়েশনের হেড হলেন : ফরহাদ মজহার ।

২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিষয়টা যুক্ত করতে চেয়েও বাদ দিয়েছি। আরো অনেকেই আছেন এই তালিকায়।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



@কুতুব,
আমাদের জুল ভার্ণ কি ফরহাদের ডেপুটি? উনি এই ধরনের মিত্যুকদের জন্য ফান্ড পাবার চেষ্টা করছেন।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১২

কামাল১৮ বলেছেন: এখন বিচারালয়েও নাটক হচ্ছে।শেখ হাসিনার বিচার পুরাটাই নাটক।অন্যায় সে করেছে নিশ্চয়,কিন্তু তার স্বচ্ছ বিচার হওয়া দরকার।

২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এসব নিয়ে কিছু বলা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে যা কিছু বলার, করার পারমিশন তাদের আছে।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন @এই যে শুরু হয়ে গেল আপনার চুলকানি ! আপনার কারণে আমার মন্তব্য করাও বন্ধ হয়ে গেছে। কে কার ডেপুটি এসব দেখার দায়িত্ব আপনার আমার না।

৮| ২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ কি করে পারে এসব,শেষটা কি হবে একবারও ভাবে না!

২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এখন আপনি যা-ই করবেন, ধরা পড়ার সম্ভাবনা থাকেই তাও মানুষ কেন এমন কাজ করে নিজেরই সম্মানহানি করে বোঝা মুশকিল।

৯| ২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার গার্বেজ তো সব সময় পড়ি, আমার পোষ্টে তো আপনি যান না, ব্যাপার কি?

২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার হাউকাউ বন্ধ হচ্ছে না। কমেন্ট করে আবার কোন বিপদে পড়ব?

১০| ২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:



তাও ঠিক।

২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার তো ঘাড়ত্যাঁড়া। বহুবার সতর্ক করলেও হুঁশ ফেরেনি। এই নিক বাঁচানোর জন্য হলেও হাউকাউ কমেন্ট করা, নাম উল্লেখ করে পোস্ট-মন্তব্য করা, একে-ওকে ব্যক্তিগত প্রশ্ন করা- এসব করা থেকে বিরত থাকুন। এতবার অপদস্থ হয়েছেন আর কত? সব তো আর আপনার মনমতো হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.