নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ইসলামী দলগুলো নারী শিক্ষা বন্ধ করতে পারে না

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৭

ইসলামী দলগুলো আসলে নারীদের শিক্ষা কি বন্ধ হয়ে যাবে? অনেক ইসলামী রাজনৈতিক সংগঠন নারীদের শিক্ষার বিরুদ্ধে বলে অভিযোগ উঠেছে। অনেকে নারীদের জন্যে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার কথা বলেছেন বলে শোনা যাচ্ছে। এসকল চিন্তা-চেতনার বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিমন্তব্যের পিছনে হারিয়ে যাচ্ছে একটি প্রশ্ন- 'ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঁ) কি নারী শিক্ষার বিরুদ্ধে ছিলেন?"

১৪০০ বছর আগে, আরবে নারীরা যখন নির্যাতিত ছিলেন, তখন নবীজী নিজে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাঁর সাহাবীদের মাঝে অনেক নারী ছিলেন যারা যুদ্ধে পর্যন্ত গিয়েছেন। এসব উদাহরণ থেকে বলা যায়, আমাদের কালে উচ্চ শিক্ষা বলতে যা বুঝায়, নবীজী আজকের জমানায় আসলে নারীদেরকে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেতে মানা করতেন না। নবীজীকে সঠিক ভাবে অনুসরণ করা তাপসী রাবেয়ার মতো অনেক মনীষীর উদাহরণও এখানে টেনে আনা যায়।

আরেকটি প্রশ্ন, ১৪০০ বছর বা মধ্যযুগের কথা বাদ দিন, নবীজির পরিবারের বর্তমান প্রজন্মের কেউ কি এরকম চিন্তা মেনে নিয়ে নিজের মেয়েদের উচ্চ শিক্ষা করাচ্ছেন না? আমার পরিবারের সাথে সংশ্লিষ্ট নবীজির পরিবারের বর্তমান প্রজন্মের বেশিরভাগকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হিসেবে পেয়েছি। তাঁদের মাঝে নবীজির পরিবারের নারী সদস্যারাও রয়েছেন।

এই যখন অবস্থা, কারা নারী শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন!! কেন বলছেন! আমি সত্যিই অবাক হই নারী শিক্ষার বিরুদ্ধে এরকম মতামত প্রদান করতে দেখে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:




ইসলামের শেষ নবীর স্ত্রীরা পিএইচডি ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.