![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁচ টুকরো হবার শব্দ হয়
চমকে দিয়ে ফেটে যায় বেলুন
কিন্তু হৃদয়ে আচড় লাগলে কি হয়?
কেটে গেলে ক্ষরণ হয়
গতরে ব্যাথার যন্ত্রণা অসহনীয় তবুও সয়
কিন্তু নীরবে যেথা প্রলয় হয় তাহার নাম কি হৃদয়?
নিরাকারে এত প্রশস্ত তুমি সাড়াটা জুড়ে
অথচ খুঁজে ফিরি নীড়ে হতাশ আমি
উত্তরে আছো; স্পষ্ট তীব্র যাতনা অনুভবে
সে কি তবে আছে?
২৮ সেপ্টেম্বর, ২০১৫
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
Bangladeshi Moinul বলেছেন: থাকাইলেই থাকে!
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২৪
এম এ কাশেম বলেছেন: আছে রে আছে।
শুভ কামনা।