![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তরুণ একজন গ্রাফিক্স ডিজাইনার, প্রোগ্রামার, শখের লেখক। আমি আমারনোটসেরও সম্পাদক। আমি তরুণ তাই নিয়ম মেনে চলতে ভাল লাগে না। আমার মন যা চায় তা-ই করি। তাই ব্লগ শুরু করলাম।
ভাষার জন্য ৫২'তে কত মানুষ শহীদ হয়েছে। অথচ সেই ভাষাকে শুদ্ধ করে লেখার কোনো উপায় আজ নেই। বাংলা একাডেমীর নিজেরই নিয়ম অনুযায়ী "একাডেমী" বানানটি ভুল! বাংলা একাডেমী ও NCTB'র পাল্টাপাল্টি নিয়মের বাহারে ভাবটা এমন, যেন সবকিছুই শুদ্ধ আবার সবকিছুই ভুল। কিন্তু অবস্থা যতই বেগতিক হোক, বানান কোনটা সঠিক বা যৌক্তিক তা জানার ইচ্ছা আমার সবসময়ের। তাই ভাষার মাসে বানান নিয়ে জানার চেষ্টা শুরু করলাম।
কলেজ জীবনে শিখে এসেছি "হয় নি" সঠিক। বাংলা ১ম পত্রে ভাষাভিত্তিকে পড়েছি - নি, না, নাই শব্দের থেকে আলাদা বসে। অর্থাৎ "হয়নি" ভুল। আবার বাংলা ২য় পত্রে বাংলা একাডেমী এবং "পাঠ্যপুস্তকে অনুসৃত" বানানের নিয়মেও একই কথা পড়েছি। কিন্তু বাস্তব জীবনে কোথাও "হয় নি" লেখা দেখি নি। সব জায়গায় "হয়নি"ই লেখা দেখেছি। এটা কি তাহলে শুধু ছাত্র-ছাত্রী আর পাঠ্যপুস্তকের জন্য তৈরি করা বানান?
আসল নিয়মটা কি? কেউ কি বলতে পারেন
==== সম্পাদনা:
বাংলা একাডেমীর অভিধানে (১৯৯৮ সংস্করণ) "নি" শব্দের অর্থে দুটি ভুক্তি পেলাম:
নি১: অব্য সামীপ্য আতিশয্য অভাব সাদৃশ্য ইত্যাদি ভাবপ্রকাশক উপসর্গ।
নি২: সঙ্গীতের সপ্তসুরের শেষ সুর, সপ্তম সুর, নিষাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৬
আদনান শামীম বলেছেন: প্রায় সবাই এভাবে লেখে।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৩
লেখাজোকা শামীম বলেছেন: ইংরেজিতে NO শব্দটি যেহেতু আলাদা শব্দ, তাই বাংলা না শব্দটি আলাদা বসাই স্বাভাবিক হবে। না বা নি একটি আলাদা শব্দও বটে। তাই দুটি শব্দ আলাদা লেখা উচিত। কিন্তু নি শব্দটি একত্রিত লেখার প্রচলন এত ব্যাপক যে, অনেকেই জানেন না হয়নি লেখা ভুল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৪
আদনান শামীম বলেছেন: আমারও মনে হচ্ছে তাই। *হয়তো* প্রচলনটাই সর্বনাশ করেছে। আমিও অনেকদিন "হয়নি" লিখে এসেছি। কিন্তু....
কিন্তু বাংলা একাডেমীর অভিধানে (১৯৯৮ সংস্করণ) "নি" শব্দের অর্থে দুটি ভুক্তি পেলাম:
নি১: অব্য সামীপ্য আতিশয্য অভাব সাদৃশ্য ইত্যাদি ভাবপ্রকাশক উপসর্গ।
নি২: সঙ্গীতের সপ্তসুরের শেষ সুর, সপ্তম সুর, নিষাদ।
এর মধ্যে না-বাচক হিসেবে কোনো শব্দ পেলাম না। তারমানে "নি" আলাদা কোনো শব্দ কিনা সেবিষয়ে সন্দেহ রয়েই গেল।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৫
অনিশ্চিত বলেছেন: নি আলাদা শব্দ। প্রয়োজনে বাংলা একাডেমির অভিধানটা দেখতে পারেন। সুতরাং নি আলাদাই বসবে।
বাংলা একাডেমির নিয়মানুযায়ী বানানটা অ্যাকাডেমি হলেও সেটি বদলানোতে অনেক সমস্যা ছিলো। কারণ এটি সরকারি সংস্থা, হুট করে নাম বদলানো যায় না। তবে সাম্প্রতিক সময়ে শুনেছি সরকার এটির বানান পরিবর্তন করেছে।
এনসিটিবি-বাংলা একাডেমীর বানানের মধ্যকার পার্থক্য কিন্তু খুব বেশি নেই। যেখানে পার্থক্য আছে, সেখানে উভয় পক্ষেই প্রবল যুক্তি রয়েছে।
যেন সবকিছুই শুদ্ধ আবার সবকিছুই ভুল- আপত্তিজনক কথা। কারণ এনসিটিবি বা বাংলা একাডেমি পরস্পরের বানানকে ভুল বলে না। বলে ভিন্ন বানান যেখানে দুটিই শুদ্ধ। উদ্যোগ নেই কেবল দুটিকে বাদ দিয়ে এক জায়গায় আসা।
বানানের ব্যাপারে আপনার সচেতনতা অভিনন্দনযোগ্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৫
আদনান শামীম বলেছেন: "প্রয়োজনে বাংলা একাডেমির অভিধানটা দেখতে পারেন।"- পোস্টেই দিয়েছি যে বাংলা একাডেমীর অভিধানে এই "নি"র কোনো ভুক্তি নেই ("সম্পাদনা" অংশ দেখুন)।
"বানানটা অ্যাকাডেমি হলেও সেটি বদলানোতে অনেক সমস্যা ছিলো। কারণ এটি সরকারি সংস্থা, হুট করে নাম .... তবে ... শুনেছি সরকার এটির বানান পরিবর্তন করেছে।"-
তাই নাকি! শুনি নি তো। কোথায় দেখেছেন সেটা জানালে উপকৃত হব।
"যেন সবকিছুই শুদ্ধ আবার সবকিছুই ভুল- আপত্তিজনক কথা। কারণ এনসিটিবি বা বাংলা একাডেমি পরস্পরের বানানকে ভুল বলে না। বলে ভিন্ন বানান যেখানে দুটিই শুদ্ধ।" -
তারমানে "দুটিই শুদ্ধ"! তাহলে তো আপনি আমার কথায়ই ফিরে এলেন।
এনসিটিবি'র একটি সংশোধনী হয়েছিল, সম্ভবত ২-৩ বছর আগে। সেটা এমন দায়সারাভাবে করা হয়েছিল যে এটা নিয়ে পেপারে একটা আর্টিকেল পড়েছিলাম। সেই সংশোধনীগুলো পড়ে আমার মনে হয়েছিল এনসিটিবি বাংলা একাডেমীর চেয়েও পাগল হয়ে গেছে। সংশোধনী অনুযায়ী এনসিটিবি বাংলা একাডেমির কিছু নিয়মকে ভুল বলেছে। এই অসমন্বয়তা নিয়েই আর্টিকেলটি ছিল। আফসোস কাটিং রাখি নি।
"উদ্যোগ নেই কেবল দুটিকে বাদ দিয়ে এক জায়গায় আসা।"-
জ্বি একমত, একজায়গায় আসা উচিৎ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯
নাফিস ইফতেখার বলেছেন: আমিতো দু'টাই লেখি। আমিও দ্বিধাগ্রস্ত!
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
আদনান শামীম বলেছেন: বলেন কি!!
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৩
দেশী পোলা বলেছেন: একটা ব্যাকরন সম্মত, অপরটা চলিত বানান
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১০
আদনান শামীম বলেছেন: চলিতটাওতো তাহলে ব্যকরণসম্মত??!!!?
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৪
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: ব্যাকরণ এর সূত্র অনুযায়ী 'নি' আলাদাই লেখার কথা। ... আমার কাছ বাংলা একাডেমি'র বানানের নিয়ম ভালো লাগে নাই। বিশেষ করে বাংলা শব্দের ইংরেজি বানান এবং ইংরেজি শব্দের বাংলা বানান সঙ্ক্রান্ত নিয়মের ক্ষেত্রে আমার অনেক আপত্তি আছে।
academi ই দেখুন। ইংরেজি তে 'a' এর উচ্চারণ বিবৃত হলে বাংলায় তা 'অ্যা' হয়। সেই নিয়মে এটা 'অ্যাকাডেমি' হওয়া উচিৎ। তবে আমার কিন্তু 'অকাদেমি' অনেক পছন্দ। ...
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২২
আদনান শামীম বলেছেন: "ব্যাকরণ এর সূত্র অনুযায়ী 'নি' আলাদাই লেখার কথা।"
সূত্রটা (এর পরের কমেন্টে) "ম্যাভেরিক" সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তবে উনার কনক্লুশন আপনার মতো নয়। উনি আবার দুটোকেই সঠিক বলছেন!
বাংলা শব্দের ইংরেজির বা ইংরেজি-বাংলার জন্য একাডেমীর নিয়মগুলো আমার জানা নেই। তবে "পাঠ্যপুস্তকে অনুসৃত" ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মগুলো অল্প স্বল্প জানি। আপনার যেমন 'অ্যাকাডেমি' ভাল লাগে না, আমার আবার কলকাতার 'oo' এর জায়গায় দীর্ঘ-ঊ দেয়া ভাল লাগে না! কি আর করা নিয়ম তো যা হবার হয়ে গেছে!
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৮
ম্যাভেরিক বলেছেন: স্বাভাবিক নিয়মে 'নি' স্বতন্ত্রভাবেই বসার কথা, কিন্তু 'নি', যা নিঃসন্দেহে 'নাই' এর সংকুচিতরূপ, 'নাই' অর্থে আলাদা শব্দ হিসেবে কোন ব্যাকরণ গ্রন্থে উল্লেখ দেখিনি। তাছাড়া 'হয়নি' শব্দটি আমরা সাধারণত দ্রুত উচ্চারণ করি, সেক্ষেত্রে এক শব্দ হিসেবে বিবেচনা করা যায়। তবে একই রচনায় ব্যবহারে সামঞ্জস্য থাকা উচিত।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৭
আদনান শামীম বলেছেন: আপনার ছোট জবাবে সুন্দরভাবে যুক্তিটা তুলে ধরেছেন। ধন্যবাদ।
"...'নি' স্বতন্ত্রভাবেই বসার কথা, ... যা নিঃসন্দেহে 'নাই' এর সংকুচিতরূপ" -
আপনার কথায় হেব্বি যুক্তি আছে।
"'হয়নি' শব্দটি আমরা সাধারণত দ্রুত উচ্চারণ করি, ..." -
এজন্যই সবাই 'হয়নি' লেখে। আর ব্যকরণ বইয়ে যেহেতু দেখেছেন কাজেই এটাও বলা যায় না 'হয়নি' ভুল।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৯
অনিশ্চিত বলেছেন: নি১: অব্য সামীপ্য আতিশয্য অভাব সাদৃশ্য ইত্যাদি ভাবপ্রকাশক উপসর্গ-
এখানে এই নি টা কি আলাদা ভুক্তি না?
সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কবে নিয়েছে দিনতারিখ জানা নেই, তবে পত্রিকায় এসেছিলো। তারপর বাংলা একাডেমী নিজেরা বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আনুষ্ঠানিকভাবে কবে থেকে চালু হবে জানি না, ইতোমধ্যেই হয়ে যাওয়ার কথা। ইচ্ছে করলে বাংলা একাডেমীতে গিয়ে খোঁজ নিতে পারেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৮
আদনান শামীম বলেছেন: জ্বি, আলাদা ভুক্তি। তবে আমি বলতে চেয়েছি না-বোধক অর্থে কোনো ভুক্তি নেই।
বাংলা একাডেমীতে যাবার সময় নাই, তারচে' একাডেমীই আমাকে জানাক! পত্র পত্রিকায়তো দেখবোই কি বলেন! আনুষ্ঠানিকভাবে চালু হবার আগ পর্যন্ত একাডেমীই লিখবো, আনুষ্ঠানিকতা র্পযন্ত যেতে যেতে ১৮মাস।
ধন্যবাদ।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০
ম্যাভেরিক বলেছেন: ১। নি১: অব্য সামীপ্য আতিশয্য অভাব সাদৃশ্য ইত্যাদি ভাবপ্রকাশক উপসর্গ-
আলাদা ভুক্তি হলেও এখানে 'নি'কে পূর্ণাঙ্গ শব্দ বলা যাবে না, কারণ এটি উপসর্গ (prefix)।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০০
আদনান শামীম বলেছেন: তাইতো, আপনার কথায় দম আছে। উপসর্গ কোনো শব্দ নয়।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৪
আব্দুল্লাহ শহীদ বলেছেন: না একটি সতন্ত্র শব্দ, নি সতন্ত্র শব্দ নয়। তাই না আলাদা, নি একত্রে
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৮
আদনান শামীম বলেছেন: "...নি সতন্ত্র শব্দ নয়। তাই না আলাদা, নি একত্রে" -
সতন্ত্র শব্দ নয়, কিন্তু একটা প্যাঁচ আছে। বাংলা একাডেমীর নিয়মে আবার 'নি' আলাদা লেখার কথাবলা হয়েছে। অথচ তাদের অভিধানেই (না-বোধক) 'নি'র আলাদা ভুক্তি নেই। কি অদ্ভূত!
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪১
পারভেজ রবিন বলেছেন: আমিও এক সময় 'হয়নি' লিখতাম। পরে সঠিকটি অর্থৎ 'হয় নি' জানার পর এটাই লিখি। এটাই চুড়ান্ত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫
আদনান শামীম বলেছেন: আমারও মনে হচ্চে 'হয় নি' সঠিক।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৭
অক্ষর বলেছেন: জানি না। তয় সব সময় তো হয়নি, বা দেখিনি এইরকই লেখি