নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনজনদের উচিৎ কথা শোনার অভ্যাস কম, কিন্তু বেয়াদব বলার অভ্যাস বেশি। ফলাফল- আমি বেয়াদব।

আমি আলী বলছি

একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।

আমি আলী বলছি › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

২৩ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪৬

আচ্ছা,মানুষের কি কখনো মৃত্যু হয়?

প্রশ্ন দেখে আশ্চর্য হবার কিছু নেই।

একটা ছোট্ট লজিকে এই প্রশ্নের উত্তর হলো "না,মানুষের মৃত্যু নেই"



মৃত্যু মানব জীবনের একটি অংশ।

সৃষ্টি কর্তা যাকে একবার সৃষ্টি করেন,তাকে আর ধ্বংস করেন না।



আমাদের সৃষ্টি করেছেন,জীবনের একটা পর্যায়ে এই পৃথিবী থেকে আমাদের নিয়ে যাওয়া হবে,পরকালে।



পরকালে মানুষ মৃত নয়।জীবিত।

যেখানে তার ইহকালের সব হিসাব-নিকাস করা হবে।

পাপি হলে শাস্তি পাবে আর পুন্যবান হলে সুখ।



মৃত মানুষকে শাস্তি দেয়া যায়কি?

যায় না।

প্রান হীন লাস-কে আপনি শাস্তি দিতে পারবেন না।



মুল হচ্ছে প্রান।দুনিয়াতে প্রান নামক বস্তু থাকে মাটির দেহে।

পরকালে থাকে দেহ বিহীন।



ইহকালে প্রান সহ মানব দেহটাকে(একজন মানুষকে) বলা হয়,"সে আল্লাহর বান্দা,রাসূলের উম্মত"।তেমনি পরকালে শুধু প্রান নামক সত্তাটাকে বলা হয় "সে আল্লাহর বান্দা রাসুলের উম্মত"।



এই প্রানের মৃত্যু নেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: ব্লগে স্বাগতম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.