নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনজনদের উচিৎ কথা শোনার অভ্যাস কম, কিন্তু বেয়াদব বলার অভ্যাস বেশি। ফলাফল- আমি বেয়াদব।

আমি আলী বলছি

একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।

আমি আলী বলছি › বিস্তারিত পোস্টঃ

প্রতিচ্ছবি

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৯

জানাল গ্রিল ধরে দাঁড়িয়ে আছে শুভ।ইলেক্ট্রিক দেয়াল ঘড়িতে তিনবার ঢং ঢং ঢং শব্দ করে জানান দিলো রাত তিনটা বেজে ঘড়ির কাটা সামনের দিকে এগুচ্ছে। শুভর দৃষ্টি রাস্তার পাশে মিটমিট করে জ্বলা লেম্প পোস্টের দিকে।একবার জ্বলে উঠছে আবার নিভে যাচ্ছে।গত এক সপ্তাহ একই দৃশ্য দেখছে শুভ।মাঝেমাঝে ভাবে কর্ত্রীপক্ষ কেন লেম্প পোস্টের লাইট টা বদলায় না।লেম্প পোস্ট টা তার প্রিয় বস্তুতে পরিনত হয়েছে।লেম্প পোস্টের দিকে তাকিয়ে থাকলে ভুলে থাকতে পারে কেন তার চোখে ঘুম নেই।
ঘুম না আসার কারন প্রতিদিন ভুলে থাকতে পারলেও আজ পারছে না।কারনটা ঐ লেম্প পোস্ট।লেম্প পোস্টের মিটমিট আলোতে হঠাৎ কার ছায়া যেন দেখা যায়।কে যেন হাতে ইসারা করে ডাকছে তাকে।
শুভ বিশ্বাস করতে চায়না সেই ছায়া।
মৃত মানুষ ভুত হয়ে আসতে পারে তা শুধুই গল্প,বাস্তবে তা কখনই হতে পারে না।
যে ছায়া দেখা যাচ্ছে তা শুধুই কল্পনার প্রতিচ্ছবি।
কল্পনার প্রতিচ্ছবির ছায়ার মালিক এ জগৎ ছেড়েছে সপ্তাহ খানেক আগে।
সে এখানে আসবে কি করে?
কল্পনার প্রতিচ্ছবির ছায়াটা বিশ্বাস না হলেও চোখ সড়াতে পারছেনা শুভ।এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ছায়ার দিকে।
চোখের কোনে ঘুম না এলেও এক ফোটা জল এসেছে।
যে জল মুছতে চায় না শুভ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.