|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আমি আলী বলছি
আমি আলী বলছি
	একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।
পার্কে ঘাসে উপর বসে আছি.....।
ব্যঞ্চি গুলো খালি নেই।
যেখানেই বসি,বসে থাকতে ভালো লাগে।বিচিত্র দৃশ্য চোখে পরে।
আমি যেখানটায় বসেছি তার খানিকটা দূরে একটা ছোট্ট ঝোপ।ঝোপ বলতে তিন চারটা বনসাই এক সাথে বেড়ে উঠেছে।বনসাইগুলোর আড়ালে কেউ বসে আছে। এপাশ থেকে কিছু দেখা যায় না।ওপাশ থেকে কতটুকু দেখা যায় বলতে পারিনা।
মাঝেমাঝে ছোট্ট ঝোপের ছোট্ট বনসাইগুলো নড়ে উঠছে।
নড়ে উঠছে বললে ভুল হবে।মনে হচ্ছে শুধু ঐ ঝোপটাতেই মাঝেমাঝে একটা ঝড়ের সৃষ্ট হচ্ছে।
গাছের কথা বলার ক্ষমতা থাকলে হয়তো ঝোপের আড়ালে যারা বসে আছে তাদের কয়েকবার সতর্ক করা হতো।
-ভাই চা খাইবেন?
-চা খাবোনা।তবে চায়ের বিল দিবো।
-মসকারি করেন ক্যা?খাইলে খাইবেন না খাইলে নাই।
-এই নাও,তিনটা চায়ের বিল।এখন একটা কাজ করে দেও।
-কি কাম?
-ঐ ঝোপটা দেখছো?
-হ দেখছি।
-ঝোপের আড়ালে দুজন মানুষ আছে,তাদের দুজনকে দু'কাপ চা দিবে,তোমার জন্য এক কাপ নিবে।তাদের সামনে ই দাঁড়িয়ে খাবে।
-আমি চা খাইনা,বেচি।
-খাওনা খাবে,না খেলেও নিবে।যে দুজনকে চা দিবে তারাও খাবেনা।
-ক্যান,খাইবোনা ক্যান?
-সেটা বলা যাবেনা।তুমি যাও।যা বলেছি করো।
-হেরা কি আফনের চিনে?
-না,চিনেনা।
-তাইলে চা পাঠাচ্ছেন ক্যান?
-তুমি যতক্ষন চা নিয়ে তাদের সাথে কথা বলবে,ঐ ছোট্ট বনসাই গুলো ততক্ষন শান্তিতে দাঁড়িয়ে থাকবে।তাদের উপর কোন ঝড় বইবে না।
-কন কি ভাই সাব,আফনের মাথা-মুতা ঠিক আছেতো?
-যা বলেছি যাও করো,এই নাও ১০ টাকা বকসিস।যাও......
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৩ রা ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৫০
০৩ রা ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৫০
আমি আলী বলছি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। #রায়হান ভাই
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:২৯
০২ রা ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: ব্লগে স্বাগতম ।।