নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনজনদের উচিৎ কথা শোনার অভ্যাস কম, কিন্তু বেয়াদব বলার অভ্যাস বেশি। ফলাফল- আমি বেয়াদব।

আমি আলী বলছি

একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।

আমি আলী বলছি › বিস্তারিত পোস্টঃ

উচু ব্যাক্তির নিচু কাজ

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

-স্যার,সানি লেওন আসতেছে।

-কে লেইতে আসতেছে?

-না স্যার,লেইতে না।সানি লেওন আসতেছেন আপনার সাথে দেখা করতে।

-ইউ ইডিয়ট।সানি লেওন না।সানি লিওন।আরো সুন্দর করে বললে সানি লিউনি।ইন্টারন্যাশনাল একজন অভিনেত্রীর নামে ভুল করো।শিক্ষা দিক্ষা নাই নাকি?

-সরি স্যার।

-সরি বললেই সব শেষ তাই না,তোমরা জানো ঐ সরিটাই।তা মেডামের জন্য কি কি আয়োজন করেছো?

-স্যার,আপনি যা বলেছেন।

-যা যা বলেছি মানে?

-ঐ যে বলেছেন বাসায় বেগম সাহেবাকে বলতে,আপনি আজই ঢাকার বাইরে যাচ্ছেন দু দিনের জন্য।

একটা হোটেলে রুম নিতে বলেছেন যাতে কেউ কিছু না জানে।একটা প্যাকেট দিয়েছেন সানি লেওনি আপাকে দিতে।ঐটাও পৌছে দিয়েছি। আপনার কথা মত সব করেছি স্যার।

-আবার সানি লেওনি??আর আপা কি,আপা কি? মেডাম বলো মেডাম।

-জ্বি স্যার মেডাম।

-এই নেও,এটা তোমার বকশিশ।ছেলে মেয়েকে নিয়ে ভালো কিছু খেও।

-না স্যার লাগবেনা।আপনি বরং এই কাগজে একটা সই করে দিন।

-কিসের কাগজ?

-আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি স্যার।

-কেনো?

-আমি কোন রিস্ক নিতে চাইনা স্যার।

-কি বকছো আবোল তাবোল? কিসের রিস্ক।

-স্যার,ঢাকা থেকেও আপনি থাকবেন ঢাকার বাইরে,ঘর থাকতেও আপনি থাকবেন দুই দিন ঘরের বাইরে হোটেলে,আমাদের বেতন ৫০০ টাকা বাড়াতে আপনার গাঁ জ্বলে আর আপনি আমাদের মাধ্যমেই টাকার বস্তা পাঠাচ্ছেন ইন্টারনেশনাল অভিনেত্রীর কাছে।

আমি চাই না স্যার আপনার এই ধরনের বৈশিষ্ট আমাকে প্রভাবিত করুক।

-ছোট লোকের বাচ্ছা,বেড় হ এখান থেকে......।

-যাচ্ছি স্যার।তবে একটা কথা আপনায় বলে যাই,আপনার মত আপনার ভার্সিটি পড়ুয়া মেয়েটিও মাঝে মাঝে ঢাকা থেকেও ঢাকার বাইরে থাকে।

অনেক আগে বলার ইচ্ছা থাকলেও সাহস পাইনি।

-গেট লস্ট ইউ ইডিয়ট।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

এম এ কাশেম বলেছেন: বাহ্‌,
আচাঁছা বাঁশ তো,

তারপর ও তো খবর নাই

শুভেচ্ছা নেবেন।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২

আলম দীপ্র বলেছেন: B:-) B:-) B:-) :-/ :-/ :-/ :P :P

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

আজকের বাকের ভাই বলেছেন: এমনি কিছু উচ্চ শিক্ষিত মানুষের জন্যই দেশটা উচ্ছনে যাচ্ছে।
লেখাটি অনেক ভাল লাগল।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১

আমি আলী বলছি বলেছেন: ধন্যবাদ এম এ কাশেম ভাই।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪২

আমি আলী বলছি বলেছেন: সঠিক কথাই বলেছেন আজকের বাকের ভাই।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০

নতুন বলেছেন: ভন্ডামীর জন্যই তো সমাজের এই অবস্হা..

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

আমি আলী বলছি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ,আসলেই ভন্ডামির কারনেই দেশ রসাতলে গেলো #নতুন

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৪

নিলু বলেছেন: স্বাভাবিক ব্যাপার

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১০

আমি আলী বলছি বলেছেন: কোনটা স্বাভাবিক? নিলু আপ্পি

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লেগেছে আপনার স্যাটায়ার ভ্রাতা +

ভালো থাকবেন :)

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

আমি আলী বলছি বলেছেন: স্যাটায়ার জিনিস টা কি ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.