|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আমি আলী বলছি
আমি আলী বলছি
	একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।
কিছু কিছু মাজার নামক গাঞ্জাখোরদের
আড্ডা খানায় খাদেম নামক ফকির বসে থাকে।
তবে ফকিরদের মত "আল্লাহের ওয়াস্তে কিছু
দেন" টাইপ্স ভিক্ষা না করে এরা কবরের উপর
আরবি লেখা কাপড় বিছিয়ে বাক্স
নিয়ে বসে থেকে ভিক্ষা করে।
নারীদের
যেখানে কবরে যাওয়া নিষেধ,সেখানে নারীগন
ঐ মাজার নামক আড্ডাখানায়
গিয়ে মাথা আরবি লেখা কাপড়ে ঢাকা কবরের
উপর রাখিয়া পশ্চাৎ দেশ
উপরে তুলিয়া পড়িয়া থাকেন।
খাদেম নামক ফকির তা বেশ স্বাচ্ছন্দ্যে উপভোগ
করেন।
খাদেম নামক ফকিরের হাতে বাক্স ছাড়াও
ময়ূরের পালক জাতিয় ঝাড়ু থাকে।
নারী-পুরুষ যেই
সেজদা থেকে উঠবে সাথে সাথে ফকির
সাহেব ঝাড়ুপেটা শুরু করেন।
কেনইবা এই ঝাড়ুপেটা তার সংজ্ঞা কেউ
জানে বলে মনে হয়না,তবে স্বাচ্ছন্দ্যে সবাই
ঝাড়ুপেটা খায়।কেউ কোন কারনে বাদ
পরলে ধাক্কাধাক্কি করে গিয়ে হলেও
ঝাড়ুপেটা খেয়ে আসে।
নারী-পুরুষ সবাই পকেটের কচকচা নোট
গুলো বাক্সে ফেলে আসছে ফকিরদের গাঞ্জার
টাকা জোগারের
সুব্যবস্থা হিসেবে,তবে তা হয়তো তারা না বুঝেই
করছে।
মানুষগুলো কখন বুঝবে,এই গাঞ্জাখোরদের
আড্ডা খানায় গেলে সময়,অর্থ ও ঈমান সব যে নষ্ট
হয়........!!!
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৪ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৫:২২
১৪ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৫:২২
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: এরা মনেহয় কখনোই বুঝবেনা। কারন বোঝার হলে অনেক আগেই বুঝতো
৩|  ১৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৩
১৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৩
আমি আলী বলছি বলেছেন: ধন্যবাদ
৪|  ১৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:১৩
১৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:১৩
ধঅনের শীষ বলেছেন: গুড পোসট
৫|  ১৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২৩
১৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২৩
দ্যা লায়ন বলেছেন: যে কোন ভালো বিষয় মানুষ বুঝতে পারে বুঝার চর্চা অভ্যাস থেকে।এই চর্চা আসে পরিবার থেকে সমাজ থেকে সঠিক শিক্ষক থেকে শিক্ষালয় থেকে।আমাদের দেশ এমন একটা দেশ যেখানে জাতি গঠন ও নিয়ন্ত্রণ করা হয় সেই সব জায়গা গুলো চরম ভাবে করাপটেড।করাপটেড পরিবারের সদস্য শিক্ষক আইনের লোক,সাংবাদিক সরকার সর্বোপরি বিচার বিভাগ। মানুষ জানবার আর দাড়াবার কোন জায়গা নেই।সঙ্গত কারণে। চার হাত পা বিশিষ্ট জীব জন্মালেও মানুষ জন্মাচ্ছে এই দেশে।যার কুফলে মানুষ হয়ে গেছে বুদ্ধি প্রতিবন্ধি।যাদের ভালোকে খারাপ থেকে আলাদা করার শক্তি নেই।
এই সমস্যা থাকবে ২০২৫ সাল অব্দি,এরপর আজকের অনেক কিছুই থাকবেনা, থাকবেনা কিছু ধর্ম ব্যবসায়ী এবং ক্ষমতা লোভী কিছু মুর্খ মানুষ।
আপনাকে ধন্যবাদ
৬|  ২৪ শে জানুয়ারি, ২০১৫  রাত ৯:৩৩
২৪ শে জানুয়ারি, ২০১৫  রাত ৯:৩৩
আমি আলী বলছি বলেছেন: ধন্যবাদ আপনাকেও
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫০
১৪ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫০
ইমতিয়াজ ১৩ বলেছেন: পোষ্টে +
এটি একটি লাভজনক ব্যবসা।