নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনজনদের উচিৎ কথা শোনার অভ্যাস কম, কিন্তু বেয়াদব বলার অভ্যাস বেশি। ফলাফল- আমি বেয়াদব।

আমি আলী বলছি

একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।

আমি আলী বলছি › বিস্তারিত পোস্টঃ

যে ঠোট সন্তানের আদরে ব্যবহৃত হয়,সেই ঠোটে সিগারেট কেন?

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

সিগারেট সংক্রান্ত প্রশ্নগুলোর মধ্যে সব চেয়ে বেশি শুনেছি-"ভাই সিগারেট চলবে নাকি?"

সিগারেট জিনিসটা যে কতটা জঘন্য তা লিখে প্রকাশ করতে পারবো না।
যাদের কাছেই উক্ত প্রশ্নটি শুনেছি সবাইকে হাসি মুখেই উত্তর দিয়েছি-"ভাই, এই বস্তু আমি কোন দিন স্পর্শ করবো না,আমাকেও স্পর্শ করতে দিবো না"

অনেককেই বলতে শুনেছি-হতাসায় থাকলে,কোন কাজে চরম ভাবে ব্যর্থ হলে,প্রমে ধোকা খেলে মানুষ সিগারেট ধরে,ধুম পানের মাধ্যমে নিজেকে রিফ্রেস করে বা সব কিছু থেকে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করে।
শুধু তাই নয়,ধুম পান করলে নাকি মস্তিস্কের দুশ্চিন্তা অনেকটাই হ্রাস পায় এমনটাও বলতে শুনেছি অনেকের কাছ থেকে।

সিগারেট আসলেই যে তুচ্ছ পোড়া ছাই আর দুর্গন্ধযুক্ত ধোয়া ছাড়া আর কিছুই নয় তা ধুমপায়ি মানুষগুলো মানতে চায়না।

পাগল নাকি নিজের বুঝ বুঝে।
কিন্তু ধুমপায়ি বুদ্ধিমান মানুষগুলো নিজের ক্ষতিটা কেনইবা বুঝতে চায়না সেটাই আমার বুঝে আসেনা।

ভাই,বন্ধু ও কাছের মানুষগুলোর প্রতি অনুরোধ করে বলছি,ধুমপানের অভ্যাস থাকলে ধীরে ধীরে ত্যাগ করুন।

একটা বার চিন্তা করুন,যে ঠোটে আজ সিগারেট লাগাচ্ছেন,সেই ঠোটে আদরের সন্তানকে আদরের উদ্দেশ্যে চুমু কিভাবে খাবেন?
আজ আপনি সিংগেল হতে পারেন।কোন না কোন দিন কোন সন্তানের পিতা হবেন।
একটা বার কি ভেবেছেন-"আমার আদরের শিশুটি সিগারেটের বিকট গন্ধ সইতে পারবে কি?"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

নিলু বলেছেন: আমরা সিগারেট নিয়ে বেশী বেশী কথা বলি , কিন্তু সিগারেট প্রস্তুতকারী কারখানাগুলি বন্ধ করে দেওয়া হয় না কেনও ? আবার রাস্তায় গাড়ীর কালো ধোঁয়াও , সিগারেটের চেয়ে কম ক্ষতিকর নয় নিচ্চয় ?

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

সুপ্ত আহমেদ বলেছেন: ভাই যারা সিগেরেট খাই তারা যেনে বুঝেই খায়। আপনি হাজার গলা ফাটিয়ে বললেও থমবে না। সাধুবাদ জানাই আপনার লেখার জন্য । বাট কথায় আছে না - মদ খা বাট মাতলামি করলেই তোর পাছায় বাড়ি ।

তো ভাই যারা সিগারেট প্রস্তুতকারী তাদের নিয়ে তো কিছু লিখে না আপনারা?
সরকার তো মদ সিগেরেটের ওপেন লাইসেন্স দিয়া রাখছে !!

সরকার জানে এই গুলা খারাপ তো কেনো এগুলোর অনুমোদন দেই ?

যত দোষ নন্দ ঘোষ !!

সিগারেট আসলেই যে তুচ্ছ পোড়া ছাই আর দুর্গন্ধযুক্ত ধোয়া ছাড়া আর কিছুই নয় তা ধুমপায়ি মানুষগুলো মানতে চায়না।


আবারঃ প্রেম মানেই আবেগ ছাড়া কিছু না তবুও মানুষ প্রেম করে।

এগুলো চলতেই থাকবে !! মাঝখানে র্দশক হয়ে অনেকে র্দশন করবেন :P

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

আমি আলী বলছি বলেছেন: সুন্দর যুক্তি উল্লেখ পুর্বক মন্তব্য করেছেন বলে আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.