নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

বয়লিং ফ্রগ সিনড্রোম একটা জনপ্রিয় মেটাফোর।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮



একটা ব্যাঙ কে যদি আপনি একটি পানি ভর্তি পাত্রে রাখেন এবং পাত্রটিকে উত্তপ্ত করতে থাকেন তবে ব্যাঙটি পানির তাপমাত্রার সাথে সাথে নিজের শরীরের তাপমাত্রা ভারসাম্যে রাখতে থাকে। সে পানির উত্তাপ সহ্য করতে থাকে, লাফ দিয়ে বেরোনোর পরিবর্তে।
কিন্তু একসময় পানির প্রচণ্ড তাপমাত্রা ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না। যখন সে আর পানির প্রচণ্ড তাপমাত্রা তার শরীরের তাপমাত্রার সমতায় আসতে পারে না, তখন ব্যাঙটি ফুটন্ত পানির পাত্র থেকে লাফ দেয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু হায়! সে লাফ দিতে পারে না তখন, কারণ সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রনে ব্যয় করে ফেলেছে। অত:পর সে পানিতে সিদ্ধ হতে থাকে।
তার মৃত্যুর কারণটা আসলে গরম পানি না, বিপদজনক পরিস্থিতির শুরুতে সেই পরিস্থিতি অস্বীকার করে লাফ না দেয়াটা তার মৃত্যুর কারণ। সব কিছু সহ্য করে নেবার মত বড় ভুল তার মৃত্যুর কারণ।মানিয়ে নেবার, পাত্রের পানি গরম কেন তার প্রতিবাদ না করে বরং তার সাথে সাথে নিজেকে মানিয়ে নেয়াই তার জীবন্ত সিদ্ধ হবার কারণ।সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নেয়াই তার মৃত্যুর কারণ।
খুব সম্ভবত আমরাও ঐ ব্যাঙের মত মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে। সহ্য করছি সব, আর ভাবছি টিকে আছি, টিকে থাকবো। আসলে আমরা সেই বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝবো, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তিই আর শরীরে অবশিষ্ট থাকবে না।


(সংগৃহীত)

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: শিক্ষণীয়। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।






ভালো থাকবেন নিরন্তর।

২| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সম্ভবত আমরাও ঐ ব্যাঙের মত মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে। সহ্য করছি সব, আর ভাবছি টিকে আছি, টিকে থাকবো। আসলে আমরা সেই বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝবো, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তিই আর শরীরে অবশিষ্ট থাকবে না। তথাপি পথ অজানা।

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাঁ ভাই আমাদের অবস্থা ঠিক ঐ ব্যাঙের মতই মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে। সহ্য করছি সবকিছু, আর ভাবছি টিকে আছি, টিকে থাকবো, এভাবেই চলে যাক। কিন্তু যখন বুঝবো তখন করার কিছুই থাকবেনা। আমরা প্রতিরোধ না করায় ঠিক এমনি ভাবেই আমাদের সমাজে অপরাধের জন্ম হচ্ছে। যখন অপরাধে শাখা প্রশাখা বিস্তার লাভ করবে তখন আর আমরা কিছু্ই করতে পাবোনা। কিছুই করার থাকবেনা।






ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।

৩| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: যখন বুঝবো, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তিই আর শরীরে অবশিষ্ট থাকবে না।


সুন্দর কথা !


সুন্দর এবং শিক্ষণীয় একটি বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ! তবে আপনার কাছে অনুরোধ থাকবে মূল লেখাটা যার তার নামটা খোঁজ নিয়ে জেনে পোস্টের সাথে জুড়ে দেন!:)


ভাল থাকুন সবসময়!:)

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই লেখাটি কার তার কোন খোঁজ পাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তবে কষট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

৪| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: আমার পড়তে কোন কষ্ট হয়নি ভাই !:)


২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা ................। ঠিক আছে আমি মেনে নিলাম আপনার কষ্ট হয়নি আপনি আয়েশ করে পড়েছে। ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ পোষ্ট একসাথে লাইক ও প্রিয়তে ।
শুভেচ্ছা রইল ।

১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ ভাই।






ভালো থাকুন নিরন্তর।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্যাং'এর লজিক্যাল অবস্হা বুঝার পরও, তার শিষ্য, ইন্টারেস্টিং

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গাজী ভাই মনে হয় প্রতিশোধ নিলেন, তাই না? হা হা হা ........................।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

দীপান্বিতা বলেছেন: সেই! চরম সত্য 8-|

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ ।






ভালো থাকুন নিরন্তর।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

জুন বলেছেন: খুব সম্ভবত আমরাও ঐ ব্যাঙের মত মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে। সহ্য করছি সব, আর ভাবছি টিকে আছি, টিকে থাকবো। আসলে আমরা সেই বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝবো, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তিই আর শরীরে অবশিষ্ট থাকবে না।
চরম সত্যি বলেছেন দেশ প্রেমিক বাঙালী
+

১৪ ই মে, ২০১৭ সকাল ৯:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।



ভালো থাকুন নিরন্তর।

৯| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৬

শায়মা বলেছেন: শিক্ষামূলক কিন্তু ব্যাঙের এত ধৈর্য্য আমি আগে জানতাম না !

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে আমরা বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝবো, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তিই আর শরীরে অবশিষ্ট থাকবে না।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.