নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

মুসলিমরাই ভারতবর্ষের স্বাধীনতার বেশিরভাগ স্লোগান ও দেশের গান গেয়েছিলেন।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬



প্রশান্ত ভূষণ যখনই মুখ খোলেন তখনই তৈরী হয় বিতর্ক৷ কাশ্মীর বিষয়ে মুখ খোলায় তার সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয়েছিল৷ সেই সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণের এক বিতর্কিত টুইটের কারণে ফের তিনি শিরোনামে৷

দেশের একটা বড় অংশ মনে করে যে, দেশে মুসলমানদের অবস্থা গুরুতর৷ তাদের প্রায় দিন নানা বাহানায় হেনস্তার শিকার হতে হচ্ছে৷ সংসদ ভবনে ‘মব লিঞ্চিং’ এর নামে শোরগোল হলেও সুরাহা মিলেছে না৷ দেশজুড়ে গো-রক্ষার নামে নিরীহ মুসলমানদের খুন পর্যন্ত হতে হচ্ছে৷ এমতাবস্থায় প্রশান্ত ভূষণের এই টুইট খুবই গুরুত্বপূর্ন৷ এই টুইটটি গত ২৩ জুলাইয়ে তিনি করেছিলেন৷ নিজের টুইটে তিনি বোঝাতে চেয়েছেন যে, স্বাধীনতার সময়ের বেশিরভাগ স্লোগান ও দেশাত্মবোধক গান মুসলিম বুদ্ধিজীবীরাই লিখেছিলেন এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি তখন এ বিষয়ে কোনো অবদান রাখেনি৷ প্রশান্ত ভূষণের এহেন মন্তব্যের কারনেই তৈরী হয়েছে বিতর্ক৷ নিজের টুইটে তিনি লেখেন, ১৮৫৭ সালে আজীম উল্লাহ খান ‘মাদারে-ওয়াতান, ভারত কী জয়’ এই স্লোগান দিয়ে ছিলেন৷ এ ছাড়া ‘জয়হিন্দ’ স্লোগান আবিদ হাসান সাফরানি, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান মাওলানা হসরত মোহানী, ‘ভারত ছাড়ো’ ও ‘সাইমন গো ব্যাক’ স্লোগান ইউসুফ মেহের আলি, ১৯২১ সালে ‘সারফোরোশি কি তামান্না, আব হামারে দিল মে হ্যায়’ স্লোগান বিসমিল আজীমাবাদী প্রমুখ মুসলিম লেখক ও বুদ্ধিজীবীরাই দিয়েছিলেন৷ নিজের টুইটে তিনি আল্লামা ইকবালের তারানা-এ-হিন্দ ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’র পাশাপাশি সুরাইয়া তৈয়েবজীর জাতীয়পতাকায় তিন রং প্রদানের কথাও উল্লেখ করেন৷

এই সমস্ত উদাহরণ দেওয়ার পর তিনি লেখেন, ‘উল্লেখ্য যে এদের মধ্যে কেউই আরএসএস, বিএইচপি বা বিজেপির সদস্য ছিলেন না৷’

কিন্তু বর্তমানে আরএসএস, বিএইচপি বা বিজেপির সদস্যরা মুসলিমদের অবদানকে একেবারেই অস্বীকার করছেন।



সূত্র : TDN

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একেবারেই সত্যকথা। উগ্র হিন্দুরা মুসলিদের অবদানকে এক্কেবারেই স্বীকার করেনা।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

তপোবণ বলেছেন: তথ্যটা পেয়ে খুশী হলাম। ধন্যবাদ দেশপ্রেমিক।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হিন্দুরা মুসলিদের অবদানকে এক্কেবারেই স্বীকার করেনা।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৩| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কানিজ রিনা বলেছেন: মুসলিম সাশন আমলে ভারত যত শান্তিতে
ছিল সব ধর্মের মানুষ হিন্দু সাশনে এত
শান্তিতে নাই মুসলমানরা। খুব ভাল কিছু
জানা হোল। হিন্দুরা ইহুদীদের জাত বংশ।
ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মুসলিম শাসনের সময় হিন্দুরা ভারত বর্ষে দুধে-ভাতে ছিল। সেই সময় মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা ভাতৃত্ব বন্ধন ছিল। বর্তমানে উগ্রহিন্দুদের কারণে মুসলিমরা ভারতে একেবারে নিষ্পেষিত। তবে সব হিন্দুই একনা বেশিভাগই উদার এবং মুক্তমনা।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৪| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৫

টারজান০০০০৭ বলেছেন: ভারতে এমন বুদ্ধিজীবীর সংখ্যা অবলুপ্ত হইয়া যাইতেছে ! তাই ভারত অসভ্যতা, নির্মমতার দিকে যাইতেছে ! তবে ইহাদের খুব বিশ্বাস নাই ! ভুপেন হাজারিকা সারাজীবন মানবতার গান গাহিয়া মরার আগে বিজেপির টিকিটে নির্বাচন করিয়া গেলেন !
তবুও এতবড়ো সত্য কথা বলার জন্য তাহাকে সাধুবাদ ! ধন্যবাদ !

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক ভারতে এমন বুদ্ধিজীবীর সংখ্যা অবলুপ্ত হইয়া যাইতেছে। অনেকেই স্বার্থ উদ্ধারের আশায় উগ্রহিন্দুত্ববাদী দলে ভিড়ছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৫| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৬

নাবিক সিনবাদ বলেছেন: উনি সত্য কথাই বলেছেন, ভারত স্বাধীন হয়ার পিছনে মুসলমানদের অবদানই সবচেয়ে বেশি।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্য কথা বলাতে ওনার বিপদ বাড়বে। বিপদ বাড়লেও কাউকে না কাউকে তো সত্য বলতেই হবে, তাই না?







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৬| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

রাখালছেলে বলেছেন: ভুয়া কথা বললে সবাই তার প্রতিবাদ করবেই । হুদাই ফাও প‌্যাচাল মারার কোন যুক্তি নাই ।আপনার পোষ্টে দাড়ি কমার ব্যবহার খুবই কম ।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দাদা আপনার কেন গাত্র জ্বালা হইলো? তাহলে ভারত বর্ষের স্বাধীনতাই মুসলিমদের কোনই অবদান নেই? তবে দাড়ি কমা নেই তা মেনে নিলাম।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দাদা আপনার কেন গাত্র জ্বালা হইলো? তাহলে ভারত বর্ষের স্বাধীনতায় মুসলিমদের কোনই অবদান নেই? তবে দাড়ি কমা নেই তা মেনে নিলাম।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ

৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৩

রাখালছেলে বলেছেন: ভারতবর্ষের স্বাধীনতা থেকে আলাদা মুসলিম রাষ্ট্র নিয়েই বেশী ব্যস্ত ছিল মুসলিমরা । ইতিহাস ঘেটে দেখুন। জিন্না প্রথমে নিরপেক্ষ ছিল তারপর একসময় এই মদ্যপি আলাদা রাষ্ট্রের ধুয়া তোলা শুরু করছিল ।

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একটা নিপাট সত্যকথা হলো - মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি ইংরেজদের চামচামী করেছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একটা নিপাট সত্যকথা হলো - মুসলিমদের চেয়ে সুবিধা ভোগী হিন্দুরাই বেশি ইংরেজদের চামচামী করেছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৮| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

রাখালছেলে বলেছেন: কথা সত্য । ইংরেজরা তাই চেয়েছিল । মোঘল আমলে মুসলিম আর ইংরেজ আমলে হিন্দুরা পৃষ্ঠপোশকতা পেয়েছিল । এটা করেই দুই আমলই ভাল ছিল । তবে মাহাত্মা গান্ধী ও শেষ বড় লাট মাউন্টব্যাটেন একই কথা বলেছেন। ভারতবর্ষ ভাগ না করে একে স্বাধীনতা দেয়া । কিন্তু মদ্যপ জিন্নাহ'র জেদের কাছে সবাই হার মানতে বাধ্য হয় ।

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারত ভাগ না হলে হয়তো আমরা সকলেই মিলেমিসে এক হয়ে থাকতে পারতাম।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: টারজান০০০০৭ বলেছেন : : : @রাখাল ছেলে ! মদ্যপ জিন্নাহর কথা বলিলেন ভালো , তবে মাগিবাজ, সাম্প্রদায়িক নেহেরু, গোখলে, প্যাটেল ইহাদের কথা বলিলেন না যে ? মুসলমান, ২০০ বছরের মধ্যে ১৫০ বছরই ইংরেজদের সাথে স্বাধীনতার জন্য সরাসরি যুদ্ধ করিয়াছে, ব্লো জব দেয় নাই !
জিন্নাহর দোষ ছিল সন্দেহ নাই , তবে নেহেরু, গোখলে , প্যাটেলদের সাম্প্রদায়িক রাজনীতি , হিন্দু জমিদারিতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার অভাব, অসহ্য অসভ্য ছোয়াছুয়ির সংস্কৃতি, চাকুরী, ব্যবসা বাণিজ্য সর্বত্র বঞ্চনা (হালের সাচার কমিটির রিপোর্টের কথা স্মরণ করুন !) ইত্যাদি জিন্নাহ সহ তখনকার ইংরেজ শিক্ষিত মুসলিম নেতৃবৃন্দকে আত্মঘাতী পাকিস্তান আন্দোলনে ধাবিত করিয়াছিল!
এক হাতে তালি বাজে নাই, রাখাল !

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

খালিদ আলম বলেছেন: উগ্রবাদী দল বলে কথা। খোদ তাদের প্রধানমন্ত্রীই তো গুজরাট দাঙ্গার প্রধান কালপ্রিট।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে ...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

টারজান০০০০৭ বলেছেন: @রাখাল ছেলে ! মদ্যপ জিন্নাহর কথা বলিলেন ভালো , তবে মাগিবাজ, সাম্প্রদায়িক নেহেরু, গোখলে, প্যাটেল ইহাদের কথা বলিলেন না যে ? মুসলমান, ২০০ বছরের মধ্যে ১৫০ বছরই ইংরেজদের সাথে স্বাধীনতার জন্য সরাসরি যুদ্ধ করিয়াছে, ব্লো জব দেয় নাই !
জিন্নাহর দোষ ছিল সন্দেহ নাই , তবে নেহেরু, গোখলে , প্যাটেলদের সাম্প্রদায়িক রাজনীতি , হিন্দু জমিদারিতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার অভাব, অসহ্য অসভ্য ছোয়াছুয়ির সংস্কৃতি, চাকুরী, ব্যবসা বাণিজ্য সর্বত্র বঞ্চনা (হালের সাচার কমিটির রিপোর্টের কথা স্মরণ করুন !) ইত্যাদি জিন্নাহ সহ তখনকার ইংরেজ শিক্ষিত মুসলিম নেতৃবৃন্দকে আত্মঘাতী পাকিস্তান আন্দোলনে ধাবিত করিয়াছিল !
এক হাতে তালি বাজে নাই, রাখাল !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে সূক্ষভাবে মুসলিমদের সমস্ত অবদান অস্বীকার করা হচ্ছে সেই সংগে ইতিহাস থেকেও মুছে ফেলা হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। যাহা খুবই দুঃখজনক ব্যাপার।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

প্রশ্নবোধক (?) বলেছেন: কিরে দেবের জ্যোতির উপর কালিমা (কাজল ) কোথায়?

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বুঝিয়ে বলেন।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের উগ্রতা নোংরামোতে নেমে গেছে! সম্প্রতি তাজমহলকেও নাকি বাদ দিয়েছে পর্যটন তালিকা থেকে!!

হীনমন্যতার একটা সীমা থাকা উচিত!

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক বলেছেন - হীনমন্যতার একটা সীমা থাকা উচিত!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.