নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।
নিন্দুকেরা বলছে এবার ভোটে অচিন্তনীয় ইঞ্জিনিয়ারিং হয়েছে প্রথমত কেউ বলছে ভোটের আগেররাতেই অথবা ভোটের রাতে ব্যালটবক্স ভর্তি হয়েছে। আরেকদল আরো একটু গবেষনা করে অন্যএকটি পদ্ধতি আবিস্কার করেছে; তাহলো তাদের লোকজনকে লাইনে দাড়িয়ে রেখে বিশাল দীর্ঘ লাইনের সৃষ্টি করেছে এবং মিডিয়াতে তা ফলাও করেছে বাস্তবে ভোট দেওয়া যায়নি জনগন লাইনে দাড়ানো অবস্থায় ভিতরে ইঞ্জিনিয়ারিং হয়েছে তারপর হয়তো দু-চারজন ভোট দিতে পেরেছে কিন্তু এখানেও অন্যএকটি দলের আরেক অভিমত রয়েছে তাহলো আপনি ভোট দিতে যাচ্ছেন যান কোন আপত্তি নেই কিন্তু গোপনে ভোট দিতে পারবেননা তেনাদের সামনেই ভোট দিতে হবে নতুবা ফেরত যানগা অযথা কষ্ট করার দরকার নেই। আমার প্রশ্ন হলো সত্যিই কি ভোটের আগেই পূর্ণ ব্যালটবক্স?
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জানতে হবে। ধন্যবাদ
২| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: যা হয়েছে তা তো দেখলাম।
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই সবকিছু দেখতে পায়না। ধন্যবাদ
৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
খাঁজা বাবা বলেছেন: কোন সন্দেহ আছে?
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একটু তো সন্দেহ হয়। ধন্যবাদ
৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: নিন্দুকেরা অযৌক্তিক কিছুই বলেনি। মনে হচ্ছে আপনার সন্দেহ আছে?
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সন্দেহ তো একটু হচ্ছেই।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
তানভির জুমার বলেছেন: আমি তরুণ ভোটার প্রথমবার ভোট দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ইচ্ছা রয়েগেলো পূরণ হলো না। ২০১৮ সালে কেমন ভোট হয়েছে এটা সবাই জানে মোটামোটা ৮৫% জায়গায় একই কায়দায় ভোট হয়েছে। সবচেয়ে বেশী কারচুপী হয়েছে গ্রামগুলোতে।
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই তো তাই বলছে এবং বলতে ভয় পাচ্ছে। ধন্যবাদ
৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: আমি বিশ্বাস করি না।
নিন্দুকেরা এখন অনেক কথাই বলবে।
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত বিষয়। সবকিছুতে সবাই একমত হবেনা। ধন্যবাদ
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এলাকাভিত্তিক যারা বিএনপি সমর্থন করে বলে পরিচিত ছিল তারা ভোট কেন্দ্রে যাওয়ার সময় ভদ্রভাবে সোনার ছেলেদের বাধার সম্মুখীন হয়েছে এবং আর ভোট দিতে যায়নি। গ্রামের যে কোন আত্মীয় স্বজনকে প্রশ্ন করুন। বেশীর ভাগ ভোটকেন্দ্রে যায়নি আতংকে...
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তা ঠিক। অনেকেই ভোট কেন্দ্রে যেতে সাহস পায়নি তারপরও ভোট দেওয়া হয়ে গেছে।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
বিবিসি এসব ক্যামেরার সামনে অভিনয় করানো হয়েছে।
ব্যাটা ক্যামেরার সামনে সরাসরি তাকিয়ে বাক্সের জিনিস দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে!
বাস্তবে হলে একজন বাক্স ধরতো, আরেক জন পাছা দিয়ে আড়াল করে রাখত।
বিবিসি সিএনেন আলজারিরার এরুপ ভুমিকা আমরা আগেও দেখেছি।
২০১৩ তে এরা ক্রমাগ্রত শাপলা চত্তরে ৩০০০ মৃত্যুর দাবি করে যাচ্ছিল।
একটি কবরস্থানে একজনকে কবরখোড়ার অভিনয় করে তাকে শিখানো কথা বলাচ্ছিল, - এখানে হাজার হাজার লাশ কবর দেয়া হয়েছে।
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এনিয়ে বাকযুদ্ধ করা খুবই মুশকিল কারণ দুপক্ষেই স্বাক্ষী খারায়ে যায় আর তারা বলে যে, আমি নিজ চোক্ষে দেখেছি। তখন করার কিছুই থাকেনা। মানুষ এতোবড় চশমখোর শুধু স্বার্থের জন্য। আফসোস।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০
পলাশবাবা বলেছেন: আগে সন্দেহ ছিল। কিন্তু সরকার ঢাকা ট্রিবিউন আর মানব জমিনের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে সন্দেহ দূর করে দিয়েছে।
ফেইসবুকে একটা জোক পড়লামঃ
ডঃ কামাল হোসেন ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্র পাহারা দিতে বলেছিলেন।
আর "উনি" তাহাজ্জুত পড়ে বাক্স ভরে ফেলেছেন ।।
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই ভাই তাহাজ্জুত পড়েই বাক্স ভরার কাজ সেরে ফেলেছে।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: এসব চিরন্তন সত্য দেখতে হলে মাথা থেকে স্বৈরচারী বাকশালী ভূত তাড়িয়ে নিরপেক্ষ মানুষের কাছে যেতে হবে তারা ভোট দিতে পরেছে কিনা তার িএকটা জরিপও করা যায়, আপনি ৫০ জন মানুষের উপর একটা জরিপ করেন ফলাফল নিজেই পাবেন ।
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
সূচরিতা সেন বলেছেন: জানি না।