নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

বর্তমান ভারতীয় সাম্প্রদায়িক নেতারা বাংলাদেশকে পেয়ে বসেছে! সবগুলোই ননসেন্স!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৯


১) ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি সম্প্রতি দাবি করেছেন ভারত যদি সবাইকে সেদেশে অবৈধভাবে ঢোকার এবং নাগরিকত্ব নেবার সুযোগ দেয় তাহলে বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যাবে। সূত্র -বিবিসি বাংলা

২) ২০০৪ সালে ভারতের ততকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল সংসদে বলেছিলেন ভারতে ১ কোটি ২০ লক্ষ বাংলাদেশি রয়েছে।

৩) ২০১৬ সালে, ভারতে সেসময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজ্জু ভারতীয় সংসদে বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা দুই কোটি। এবং বেশিরভাগ অবৈধ অভিবাসী বাস করছে পশ্চিমবঙ্গ এবং আসামে।

৪) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ বলেন, যে শস্য ভারতের দরিদ্রদের কাছে পৌঁছন উচিত তা খাচ্ছে বাংলাদেশি অভিবাসীরা।

৫) ২০১৫ সালে সীমান্ত এলাকায় ছিটমহল বিনিময়ের সময় ১৪,৮৮০ জন বাংলাদেশিকে ভারত নাগরিকত্ব দিয়েছিল আর বাংলাদেশ প্রায় ৪১ হাজার ভারতীয়কে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিল।

৬) বাংলাদেশে চাকরি করছে ‘৫ লাখ’ ভারতীয়, অধিকাংশই অবৈধ l কিন্তু বাস্তব অবস্থা আরো ভয়াবহ। প্রায় ১১ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এবং প্রতি মাসে ১০ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে অনেক অভিজ্ঞদের মতে।

৭) বাংলাদেশে প্রবৃদ্ধির হার ২০১৯ সালে ছিল ৮%, যেখানে একই সময়ে ভারতে প্রবৃদ্ধির হার ছিল ৫.৯%।

৮) বাংলাদেশে নারীর গড় আয়ু যেখানে ৭২.৫ বছর সেখানে ভারতে এই হার ৬৮.৬ বছর।

৯) বাংলাদেশে নবজাতক কন্যা শিশুর পাঁচ বছর বয়স পর্যন্ত জীবিত থাকার হার ভারতে একজন নবজাতক কন্যা শিশুর ৫ বছর বেঁচে থাকার হারের চেয়ে অনেক বেশি।

১০) গ্লোবাল জেণ্ডার গ্যাপ ইনডেক্স ২০২০-র পরিসংখ্যানে ভারতের অবস্থান ১০৮ থেকে নেমে গেছে ১১২-য় এবং এই সূচকে বাংলাদেশের অবস্থান ৫০।
১১) সংসদে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে বাংলাদেশে সংসদে প্রতিনিধিত্বের হার ২২% এবং ভারতীয় সংসদে এই হার ১৩%।

১২) বাংলাদেশ সরকার বলছে বাংলাদেশ যখন তার প্রতিবেশি দেশ ভারতের থেকে অর্থনৈতিকভাবে ভাল অবস্থানে রয়েছে তখন বাংলাদেশ থেকে কেন কেউ ভারতে যেতে চাইবে।

তাহলে প্রশ্ন হলো কেন বাংলাদেশীরা ভারতে যাবে?

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫

একাল-সেকাল বলেছেন:
প্রশ্রয় দিলে বানর মাথায় ওঠে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাদের কথার জবাবে আমাদের কোন দায়িত্বশীলই কথা বলেনা; কারণ কী?

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:




৬ নং:

ভাতীয়রা বাংলাদেশে চাকুরী করছে, কারণ বাংলাদেশীরা দক্ষ নন; সাথে সাথে, মনে হয়, অনেক বাংলাদেশী ব্যবসায় ভারতীয় ক্যাপিটেল আছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকারকে দায়িত্ব নিতে হবে তার জনবল দক্ষ করার। অনেক বাংলাদেশীর বাবসায় বিনিয়োগ করেছে তারা।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫

একাল-সেকাল বলেছেন:
তাদের কথার জবাবে আমাদের কোন দায়িত্বশীলই কথা বলেনা; কারণ কী?
বিনা ভোটে গনতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করার অধিকার অর্জন করাই প্রধান কারন। ২০১৪ সালে সুষমা স্বরাজেই দৌড় ঝাঁপ স্বার্থহীন ছিলনা নিশ্চয়ই ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ২০১৪ সালে সুষমা স্বরাজেই দৌড় ঝাঁপ অবশ্যই স্বার্থহীন ছিলনা। এখন তার প্রতিদান দিচ্ছে; তাই কি ?

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১২

নেওয়াজ আলি বলেছেন: আমাদের নেতা । ওপারের নেতা সব ভূয়া ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রধান মন্ত্রী দেশের উন্নয়ন চান কিন্তু চাটুকররা তাকে বাস্তবতা বুঝতে দিচ্ছেনা।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: ভারতীয়দের নিয়ে চিন্তার কিছু নাই।
ওরা আমাদের ক্ষরি করবে না। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই পারে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেটা হলে তবুও ভালো।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

একাল-সেকাল বলেছেন: ২০১৪ সালে সুষমা স্বরাজেই দৌড় ঝাঁপ অবশ্যই স্বার্থহীন ছিলনা। এখন তার প্রতিদান দিচ্ছে; তাই কি ?[/sb
পি এম তো তাই বলেনঃ
আমি ভারতকে যা দিয়েছি , ভারত তা সারাজীবন মনে রাখবে !!! —বললেন অবৈধ প্ররাধনমন্ত্রী শেখ হাসিনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তবে আমরা পাওয়ার চেয়ে বেশি দিয়েছি।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন:

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বঙ্গবন্ধু সত্যিকারেই দেশের উন্নতি চেয়েছিলেন কিন্তু নব্য আওয়ামী লীগাররা সব ভন্ড।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২০

পদাতিক চৌধুরি বলেছেন: বিজেপি এই মুহূর্তে গোটা বিশ্বের বিস্ময়। মোদীজি যথার্থই একবিংশ শতকের সমস্ত দেবতার শ্রেষ্ঠ উৎসর্গ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উন্মেষে পর্যন্ত ওনার প্রতিভা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। উল্লেখ্য ধর্ম নিয়ে আগের কংগ্রেস সরকারের অস্বচ্ছতা ছিল। তারা মুখে এক কথা বললেও ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি।কিন্তু বিজেপি কোন রাখঢাক না করে নিজের মনোভাব স্পষ্ট করে ভারতকে যথার্থ ধর্মের পথে এগিয়ে নিয়ে গেছে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নাকি প্রায়ই বলতেন সব ব্যাদে আছে। এখনকার ভারতের কেন্দ্র সরকারের প্রতিটি সদস্য সে কথা মনে করেন এবং সেই মতই দেশকে পৌরাণিক ধাঁচে গড়তে বদ্ধপরিকর। নেতারা সরকারের বিভিন্ন মনোভাব বিভিন্ন মঞ্চে প্রকাশ করছেন। এক শক্তিশালী পৌরাণিক হিন্দুরাষ্ট্র গড়তে আসমুদ্রহিমাচলের সমস্ত নর-নারীকে মোদীজির হাতকে শক্ত করা একান্ত জরুরি। যারা এই সহজ সত্য উপলব্ধি করতে পারবেন না তাদেরকে সরকার যথার্থভাবে দেশদ্রোহীর তকমা লাগিয়ে উপযুক্ত শাস্তির বিধান করবেন এ আশা রাখি। এরপরেও নিন্দুকরা যদি না থামে তাহলে গুজরাটের মত দু-একটি ঘটনা ঘটলে বিজেপি সরকারকে কোনভাবেই দায়ী করা যাবে না। ভারতের উন্নয়নে বিঘ্ন সৃষ্টিকারী কূপমণ্ডূক মুসলিম জনগোষ্ঠীর দিল্লির শাহিনবাগের মত মানব বোমা হওয়ার সম্ভাবনা থেকে এখনই দূর করা একান্ত আবশ্যক।
গান্ধীজী এখন মোদিজীর আইকন। উনি এক অর্থে রামরাজ্যে করতে চেয়েছিলেন। মোদিজি বাস্তবে রামরাজ্য তৈরি করতে চান। এ কারণে সাম্প্রদায়িক দোষে দুষ্ট বলে মোদীজি এবং তার বাহিনীকে কখনোই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট বলা যায় না।





২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ননসেন্সদের মতো আমরা এই তথাকথিত সহজ সত্য উপলব্ধি করতে পারছিনা তাই হয়তো সবমূত্রখোর বাংলাদেশ নিয়ে উঠেপড়ে লেগেছে। কিন্তু তারা চিন, পাকিস্থান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে তো কিছু কয়না। কিন্তু কেন? একটু বলবেন কি?

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৪

নাসির ইয়ামান বলেছেন: 8,পদাতিক চৌধুরী । এরকম চাইলে অতিসত্ত্বর ভাড়ত তার বিশালাকারের ভূমি হারাবে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেটা সহসা হবেনা।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৭

মা.হাসান বলেছেন: ভারত আমাদের পরীক্ষিত বন্ধু এবং ভালো প্রতিবেশী। মুসলমান হিসেবে প্রতিবেশীর হক আদায় করা আমাদের অবশ্য কর্তব্য। মোদীজির নেতৃত্বে ভারত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। হযরত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে।কে কি বলল এই দিকে লক্ষ্য না রেখে আমাদের উচিত হবে যার যার দেশের নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করা। ৮ নম্বর মন্তব্যে অনেকগুলি প্লাস ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দুই প্রধান মন্ত্রীই হাতকে শক্তিশালী করার পিছনে ৮০% মেধা ব্যয় করছেন।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৯

অভি চৌধুরী বলেছেন: তাদের কথার জবাবে আমাদের কোন দায়িত্বশীলই কথা বলেনা; কারণ কী?
বিনা ভোটে গনতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করার অধিকার অর্জন করাই প্রধান কারন। ২০১৪ সালে সুষমা স্বরাজেই দৌড় ঝাঁপ স্বার্থহীন ছিলনা নিশ্চয়ই ?[/sb

@একাল সেকাল আপনার উসকানি মুলক ব্লগিং সীমা ছাড়াচ্ছে। আপনার কি এই দেশ বর্তমান সরকার সম্পর্কে কোন ধারণা আছে? নাকি নির্দিষ্ট কোন দলের দালালি করতে এই মাধ্যেমকে ব্যবহার করছেন? বাংলাদের চার জন মন্ত্রী ভারত সফর বাতিল করা মানে ভারতের গালে কত বড় থাপ্পর দেয়া সেটা বুঝার ক্ষমতা আছে আপনার? আর ভারত এর মত দেশকে পাকিস্তানের মত সামরিক ক্ষমতার দেশ কিছু করতে পারছেনা সেখানে বাংলাদেশ কতটুকু পারার ক্ষমতা রাখে? শুধু পেয়াজ বন্ধ হয়ে যাওয়া মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে।সে কথা ভুলে গেছেন?

সঠিক তথ্য সহ ব্লগিং করুন, মিথ্যা এবং উসকানি মুলক ব্লগিং পরিহার করুন এতে আপনারই মঙ্গল।

ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদের চার জন মন্ত্রী ভারত সফর বাতিল করে ভারতের গালে কত বড় থাপ্পর দিয়েছে এটা চরম সত্যকথা।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে আবার এলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়, প্রতিবেশী মাত্র। বেশীরভাগ ভারতীয়রা বাংলদেশ সম্পর্কে ভালো ধারনা রাখে না এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, ভারতের সাথে প্রায় সব দ্বিপাক্ষিক লেনদেনে শুধু লোকসানের পাল্লাই ভারী করেছে। এটা বাংলাদেশীরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ততই বাংলাদেশের জন্য মঙ্গল। প্রতিবেশীর সাথে স্বদভাব রাখা জরুরী কিন্তু নতজানু পররাষ্ট্র নীতি বাংলাদেশের জন্য আগামীতেও আরো বড় সমস্যার মুখোমুখি করবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সংগে আমি ১০০% সহমত। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা বাংলাদেশীদের বেঈমান বলে কারণ ওরা নাকি বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে!!!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরা স্বাধীন করেনি বাংলাদেশের বাঙ্গালীরা স্বাধীন করেছে।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী,




যে দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী মাঠে ঘাটে প্রাতঃকর্ম সারে সে দেশ তো দূর্গন্ধ ছড়াবেই। ওটাই যে তাদের খাসলত।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মাঠে ঘাটে ও লোকালয়ে প্রাতঃকর্ম সারার সংগে আবার নতুন ধর্মীয় প্রথা চালু করছে ইদানীং তা হলো গোমূত্র পান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.