নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

আগে টাকা দাও পরে কাম সারো।

১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩২

হতভাগ্য ইলমা

কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, কতটা হৃদয়হীন পাষন্ড ও হায়েনা হলে নিজ ঔরসজাত নয়নের মণি ফুলের মতো পবিত্র একটি কন্যা সন্তানকে লোভ ও হিংসার বশবতী হয়ে হত্যার সম্মতি দেয়। হতভাগ্য ইলমা বেগম (১১) কে তার বাবার সামনেই মুগুর ও হকিস্টিক দিয়ে পিটিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। নিষ্ঠূর পাষন্ড পিতার বুকটা কি একবারের জন্যও নাড়া দেয়নি ফুলের মতো মেয়েটির জন্য! নৃশংসভাবে হত্যা সময় ইলমার কুলাঙ্গার বাবা বলেছিল আগে টাকা দাও পরে কাম সারো। :(

কুলাঙ্গার পিতা লুঙ্গী পরিহিত।







সূত্র : মানবজমিন। bdnews24.com

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৬

কূকরা বলেছেন: কি লিখমু? শুওরের বাচ্চাদেরকে ব্রাশ ফায়ার করে ছিন্নভিন্ন করে ..........

১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খবরটি পড়ার সময় আমার বুকটা ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল কী করে এটা সম্ভব!!

২| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৮

অক্পটে বলেছেন: হায়! এটা কি পড়লাম! ওহ খোদা ভালো লাগছেনা কিছু এখন আর।

১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খবরটি পড়ার সময় আমার বুকটা ফেটে যাচ্ছিল আর আমার ছোট মেয়েটির কথা মনে পরছিল। কী করে এটা সম্ভব!!

৩| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৫

অক্পটে বলেছেন: ভাই দেশ প্রেমিক বাঙালী দয়া করে আমার ২য় মন্তব্যটি ডিলিট করে দিন। ওটা এই প্রসঙ্গে নয়।

১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওকে ডিলিট করে দিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৪| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৪

জুন বলেছেন: এমনভাবে সন্তানরাও হয়তো একদিন টাকার জন্য বাবা মাকে তুলে দেবে জ্বল্লাদের হাতে। নৃশংসতারও একটা সীমা থাকা উচিত। কয়েক মাস আগেই সিলেটে এমন একটি ঘটনা পড়েছিলাম, সেখানে মেয়ের বদলে ছেলে।
বাবা মা এর উপরই যদি বিশ্বাস না থাকে তবে মানুষ কাকে বিশ্বাস করবে দেশ প্রেমিক??

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখনো আমার বিশ্বাস করতে কষ্টা হচ্ছে এটা কি করে সম্ভব!! আমার মেয়ের মুখের দিকে একবার চেয়ে দেখলে যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর অদৃশ্য এক ভালোবাসার মনের ভিতরটা পুলকিত হয়ে উঠে।

৫| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তুমি সব দেখো সব জানো। মানুষের মন কেনো এত পাষাণ করে দাও মাবুদ । কী করে সয়ে নেই :(

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সহ্য করার মতো অবস্থা এটা নয়। কী করে মানুষ এমন হয়?

৬| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দিন দিন নিষ্ঠুরতা বাড়ছেে
ইলমার জন্য মানবতা কাঁদছে।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দিন দিন মানুষ বিবেকবোধ হারাচ্ছে এবং নিষ্ঠুর হচ্ছে।

৭| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: এমন বাবাও পৃথিবীতে আছে? খুবই মর্মান্তিক ঘটনা।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিশ্বাস করতে কষ্ট হয় এমন বাবাও পৃথিবীতে আছে।

৮| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৯

ভুয়া মফিজ বলেছেন: দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া আর কোন কথা নাই। এইসব জানোয়ার দুনিয়াতে যতো কম থাকে, তত ভালো।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক কথা জানোয়ার দুনিয়াতে যতো কম থাকে তত ভালো।

৯| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৯

মুক্তা নীল বলেছেন:
চরম বিশ্বাস ও পরম মানবতার মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে তখন নিজেকে কেমন যেন অবিশ্বাস্য মনে হয় ।
এমন বাবাও পৃথিবীতে আছে ভাবতেই গা শিউরে উঠে।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিশ্বাস করতে কষ্ট হয় এমন বাবাও পৃথিবীতে আছে।

১০| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৪

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ । :((

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনে হচ্ছে কী করে এটা সম্ভব!!

১১| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: বুকের মধ্যে হাহাকার করে উঠলো।

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা মানুষ যাদের বিবেক আছে তাদের বুকের মধ্যে হাহাকার করবেই।

১২| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১০

শের শায়রী বলেছেন: মানুষ যেন আইয়ামে জাহিলিয়াত যুগে ফিরে যাচ্ছে।

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই আমরা আবার অন্ধকার যুগে ফিরে যাচ্ছি।

১৩| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৩

নীল আকাশ বলেছেন: এই দেশের মানুষ দিন দিন পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে।

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পশুর সংগে তুলনা করলে পশুরাও লজ্জা পাবে।

১৪| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দীর্ঘ ৫ বছর পর নরসিংদীর চাঞ্চল্যকর ইলমা বেগম (১১) হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিরিয়াস ক্রাইম ইউনিট। ভিকটিমের ফুফাত ভাই মাসুমকে গ্রেফতারের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উম্মোচিত হয়। উক্ত হত্যাকাণ্ডের জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেফতার করতে থানা পুলিশ ব্যর্থ হয়।

জানা গেছে, ২০১৫ সালের ২৮ মার্চ ১১ বৎসর বয়সী ইলমার মৃতদেহ নরসিংদী থানাধীন বাহেরচর গ্রামের একটি ধানক্ষেতে পাওয়া যায়। ইলমা বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল। এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ফাঁসাতে ৩০ লক্ষ টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটাতে সম্মত ও সহায়তা করে তার পিতা আব্দুল মোতালেব।

সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার তত্ত্বাবধানে একটি টিম নরসিংদী সদর এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন আব্দুল মোতালেব, মঙ্গলী বেগম, মাসুম মিয়া, বাতেন, শাহজাহান ভূঁইয়া। গ্রেফতারকৃত আসামি মাসুম মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
তদন্তে জানা যায়, নরসিংদী থানাধীন বাহের চর নামক একটি দূর্গম এলাকায় শাহজাহান ভূঁইয়া ও সাবেক মেম্বার বাচ্চুর নেতৃত্বে দুইটি দলের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে কোন্দল ছিল। শাহজাহান গ্রুপের সদস্য ভিকটিমের ফুফাত ভাই মাসুমের সাথে বাচ্চু পক্ষের সদস্য তোফাজ্জলের মেয়ে তানিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করার উদ্দেশ্যে মাসুম তানিয়াকে তার ভাইয়ের শ্বশুরবাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে তানিয়ার বাবা দলবল সহকারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তানিয়াকে উদ্ধার করে নিয়ে যায়। উক্ত ঘটনায় তানিয়ার বাবা বাদী হয়ে মাসুম, মাসুমের ভাই খসরু ও ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

বাচ্চু গ্রপের সদস্যদের ক্ষতি করার লক্ষ্যে শাহজাহানের বাড়িতে ২০১৫ সালের ১ মার্চের রাতে মাসুমসহ ১৩ জন বৈঠক করে। প্রতিশোধ নিতে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে বাচ্চু গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়ে বৈঠকে সিন্ধান্ত হয়। সিন্ধান্ত অনুযায়ী শাহজাহান মোতালিবকে তার মেয়ে ইলমাকে টাকার বিনিময়ে হত্যা করার প্রস্তাব করে। মোতালেব মাত্র ত্রিশ লাখ টাকার বিনিময়ে মেয়েকে হত্যা করতে রাজি হয়।

গত ২৭ মার্চ সন্ধ্যায় ইলমার দুলাভাই ও অন্যরা মিলে তাকে টাকা দেয় বাজার-সদাই করার জন্য। টাকা পেয়ে ইলমা বাড়ির পাশে নুরার দোকান হতে জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে ইলমার দুলাভাই বাবুল ও ফুফাত ভাই মাসুমের নেতৃত্বে সাত আটজন মিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে ইট দিয়ে মাথা থেতলে ইলমাকে নৃশংসভাবে হত্যা করে। এই সময় ইলমার বাবা পাশে অবস্থান করছিল।

জিজ্ঞাসাবাদে মাসুম সিআইডিকে জানায়, এলমার বাবা এ সময় ‘আগে টাকা দাও পরে কাম সারো’ বলে টাকা দাবি করেছিল। প্রকৃতপক্ষে হত্যাকাণ্ডের জন্য চুক্তিকৃত ৩০ লক্ষ টাকা ভিকটিমের বাবা পাইনি বলে জানা যায়।

উক্ত ঘটনায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে ইলমার বাবা মোতালিব বাদী হয়ে বাচ্চু গ্রুপের বিলকিস, খোরশেদ, নাসুসহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় সেই বছরের ৩১ মার্চ একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেফতার করতে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ব্যর্থ হয়।

পরে সিআইডি উক্ত হত্যা মামলা তদন্তের দায়িত্ব গ্রহণের পর পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী ৫ আসামিকে গ্রেফতার করে। মামলাটির তদন্ত সিআইডির নিকট অব্যাহত আছে।

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিস্তারিত বর্ণনার জন্য ধন্যবাদ। আমার মনে বার বার একটি প্রশ্ন উদয় হচ্ছে কী করে বাবা এমন নিষ্ঠুর হতে পারে? এটা কি করে সম্ভব!! আমার মেয়ের মুখের দিকে একবার চেয়ে দেখলে যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর অদৃশ্য এক ভালোবাসায় মনের ভিতরটা পুলকিত হয়ে উঠে।




মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৫| ১০ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষ কতটা নৃশংস হতে পারে ভেবে শিহরিত হই !!

১১ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মানুষের মানবতা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে মানুষ শুধু টাকার পিছনে ছুটছে।

১৬| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: উফফফ..

নিউজটা পড়ে অব্দি তব্দা খেয়ে ছিলাম!
কেউ সন্তানকে একটা ধাক্কাও যদি দেয় পারলে তারে ছিড়ে ফুড়ে ফেলবো!
এই কুলাঙ্গার এইটা কি করলো? কিভাবে পারলো!
মেয়েটা যখন মৃত্যু যন্ত্রনায় চিৎকার করছিল তখনো কি দৌড়ে ছুটে যেতে মন চায়নি!
আহারে ! বাছা ইলমা.. ক্ষমা করো মা, ক্ষমা করো!

:(( :(( :((

১১ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইলমা তুমি আমাদের ক্ষমা করো মা, তুমি আমাদের ক্ষমা করো!

১৭| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।
এটা সম্ভব!!!
যতবার ঘটনাটা মনে পড়ে ততবার কষ্ট হয়।

১১ ই মার্চ, ২০২০ সকাল ১০:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রচন্ড কষ্টকর বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.