নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

বাস ভাড়া বাড়ানোর আদৌ কি কোন প্রয়োজন ছিল?

০২ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৭



প্রতিটি বাস, মিনিবাস থেকে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার টাকা চাঁদা আদায় হয় (যদিও সে টাকা তারা শ্রমিকদের কল্যাণে ব্যয় করেনি বা করেনা)৷ আর বর্তমান যে ভাড়া তা ২০ ভাগ সিট বাদ দিয়ে নির্ধারণ করা৷ এর উপরে প্রতিটি বাস, মিনিবাসে অনুমোদিত সিটের বাইরে ১০ থেকে ১৫টি সিট আছে৷ আর তেলের দাম এখন বিশ্ব বাজারে অতীতের যেকোনো সময়ের চেয়ে কম৷ তাহলে আদৌ কি বাস ভাড় বাড়ানোর প্রয়োজন ছিল? এগুলো সমন্বয় করলে বাস ভাড়া একটাকাও বাড়ানোর প্রয়োজন হবেনা বলেই বিশেষজ্ঞদের ধারণা।

তাহলে এই সংকট কালীন সময়ে বাস ভাড়া বাড়ানো হলো তা জনগনের স্বার্থে নাকি বাস মালিকদের স্বার্থে?


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: যারা সচেতন তারা বাসে উঠবে না।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তা ঠিক কিন্তু উপায় কী?

২| ০২ রা জুন, ২০২০ দুপুর ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি আইন মেনে ৫০% যাত্রী নিয়ে
গণপরিবহন চলতো আর পরিস্থিতি
স্বাভাবিক হলে পূর্বের ভাড়ায় আদায়
করা হতো তা হলে হয়তো মেনে নিতাম।
তবে বাংলােশে একবার যদি কোন কিছুর
দাম বেড়ে যায় তা আর নামবে না। হাই
আতঙ্কে আছি।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দাম বাড়লে আর কমেনা এটা আমাদের দেশে ট্রেডিশন।

৩| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:০২

নেওয়াজ আলি বলেছেন: বিভিন্ন জায়গায় যাত্রী এবং হেলপার মারামারি হয়েছে যাত্রীও বেশী নিচ্ছে

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরা যাত্রী বেশী নেবেই কেউ আটকাতে পারবেনা মাঝখান থেকে ম্যাংগো পিপলের :D ত্রাহি ত্রাহি অবস্থা।

৪| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:২৮

মিরোরডডল বলেছেন: ছবিটা দেখে কষ্ট লাগলো । প্রতিদিন এরকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয় !!
এখন এমনিতেই কত সমস্যা । তাঁর মাঝে ট্রান্সপোর্ট খরচ বেড়ে গেলে এদের কি হবে !

এ সমস্যার সমাধান কি ?

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এতো কষ্টের পরও ভাড়া বেশী দিতে হচ্ছে বা দিতে হবে সরকারের কারণে। সরকার তাদের পক্ষে কাজ করছে।

৫| ০২ রা জুন, ২০২০ বিকাল ৩:০০

মিরোরডডল বলেছেন: এ সমস্যার সমাধান সরকার ছাড়া কেউ দিতে পারবেনা । আর সরকারই যদি তাঁদের সাপোর্ট করে তাহলে এটা সাধারণ মানুষের সাথে অনেক অন্যায় হচ্ছে । এই দুর্যোগের সময় এরকম কমার্শিয়াল না হলেই না :(

০২ রা জুন, ২০২০ বিকাল ৩:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকার আগবাড়িয়ে তাদের ভাড়া বৃদ্ধি করে দিয়েছে তাদের চেয়ে সরকারের উৎসাহ অনেক বেশী।

৬| ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাস সমস্যা নিয়ে ৪০ বছর পড়ে যাচ্ছি, কেহ একটা থিওরিটিক্যাল সমাধানের কথাও বললো না; আপনি কোন থিওরিটিক্যাল সমাধানের কথা বলুন। ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক ২ বার আমার সামনে বাসের সমস্যা নিয়ে কথা বলার পর, আমি উনাকে বেকুব ডেকেছিলাম, বেচারা আমাকে অভদ্র লোক হিসেবে নিয়েছিলেন।

০৩ রা জুন, ২০২০ সকাল ৮:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: থিওরিটিক্যাল বা প্রাকটিক্যাল কোন কিছু বলেও কোন কাজ হবেনা যতক্ষন না সরকার ব্যবসায়ীদের স্বার্থ দেখা বন্ধ না করবে। সরকার শ্রমিক নেতাকে এমপি এমনকি মন্ত্রীও করছে, ব্যবসায়ীদেরকে মন্ত্রী করছে এরা কী জনগনের স্বার্থ দেখবে নাকি তাদের স্বগোত্রীয়দের স্বার্থ দেখবে? আপনিই বলুন?

৭| ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৪৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাড়া বাড়তি বাস মালিক খুশি, ড্রাইভার হেলপার খুশি সাথে সরকারও খুশি। জনগণ মরলে সরকারের কি ?

০৩ রা জুন, ২০২০ সকাল ৮:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এটা হলো আমার বউ আমার বউ; তোমার বউ আমার বউ। :D

৮| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৫৪

সাইন বোর্ড বলেছেন: অবাক হওয়া ছাড়া কিছু করার নেই ।

০৩ রা জুন, ২০২০ সকাল ৮:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সাধারণ জনগন সবসময় বঞ্চিত হচ্ছে।

৯| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: সরকার একে একে সব কিছুতেই এমনি বাড়িয়ে দিবে। অপেক্ষা করেন।

০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন। ইলেকট্রিসিটি, গ্যাস, পানির দাম বছরে ৪/৫ বার করে বাড়ায় সংগে সব কিছুই বাড়ছে।

১০| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:১৫

ভোরের সূর্য বলেছেন: একটা বাস চললে সরাসরি এর সুবিধাভোগী ৪জন, মালিক,চালক,চালকের সহকারি এবং কন্ট্রাকটর বা সুপারভাইজার। আর ভাড়া বাড়িয়ে দেবার জন্য অসুবিধাভোগী হচ্ছে ৫২সিটের গাড়ীতে ২৬জন(৫০%যাত্রী নেয়ায়) কিংবা ৩৬সিটের গাড়ীতে ১৮জন। এই ২৬ কিংবা ১৮জনের বেতন ৬০% বাড়েনি কিংবা ব্যাবসাতেও ৬০% লাভ হয়নি গত দুই মাসে,আবার অনেকেই চাকরিহারা।এমনকি আমার পরিচিত মহলে কেউয়েই ৬০% এর বেশী বেতন পায়নি এমনকি ঈদ বোনাসও হয়নি কিন্ত বাসের ঐ ৪জনের স্বার্থ রক্ষা করতে বাসের ১৮ কিংবা ২৬জন যাত্রীকে প্রতিনিয়ত ৬০% বেশী ভাড়া দিতে হবে। সরকার যেহেতু জনগনের ম্যাণ্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি তাই তারা জনগণের স্বার্থ দেখেনি।

১৭ ই জুন, ২০২০ সকাল ১০:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার বিশ্লেষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.