নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ যা পারেনি নেপাল তা করিয়ে দেখালো!

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৭



ভারতীয় যত টিভি চ্যানেল আছে তা প্রায় সবগুলোই বাধাহীন ভাবে বাংলাদেশে সম্প্রাচারিত হচ্ছে কিন্তু বাংলাদেশে একটি টিভি চ্যানেলও ভারতে সম্প্রচার করতে দেওয়া হয়না। ভারতের কিছু কিছু চ্যানেলের মান অত্যন্ত নিচু মানের; যেখানে পরকীয়াটাকে প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ পরকীয়াই সেখানে মূল উপজীব্য। ফলশ্রুতিতে নৈতিক অবক্ষয় ঘটছে আমাদের তথা যুব সমাজের। আমরা কি ওদের চ্যানেলের বিরুদ্ধে জোড়ালো কোন পদক্ষেপ নিতে পেরেছি? পেরেছি কি সমতার ভিত্তিতে আমাদের চ্যানেল ভারতে সম্প্রচারের ব্যবস্থা করতে?

নেপাল সরকার নয়া মানচিত্র প্রকাশের পর ভারতীয় মিডিয়ায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে অবমাননাকর প্রচারণা চালানোর কারণে দূরদর্শন টিভি ছাড়া ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে নেপালের ক্যাবল অপারেটরা। বাংলাদেশ যা পারেনি নেপাল তা করিয়ে দেখালো!

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাহসী কাজ।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরা পেরেছে কিন্তু আমরা পারিনি, পারবনা।

২| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: না নেপালের মতো আমরা পারবো না। নেপালের চেয়ে আমাদের সম্পর্ক ভারতের সাথে বেশি মধুর। ভারত আমাদের বন্ধু। ভারত-নেপাল আমাদের বন্ধু না।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বন্ধত্বের সম্পর্ক ফিফটি - ফিফটি। নাইনটি ফাইভ-ফাইভ হতে পারেনা।

৩| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

পদ্মপুকুর বলেছেন: ২০০৪ এ একবার নেপালে গিয়েছিলাম। সে সময় অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে দেখেছিলাম যে ওখানে ভারতীয় অর্থনীতির চরম পেনিট্রেশন। এমনকি দোকানদাররা যেকোনো পণ্যের মূল বলে- ১০ এনসি, ৫ আইসি (এনসি- নেপালি কারেন্সি, আইসি- ইন্ডিয়ান কারেন্সি)। এবং এই আধিপত্যবাদ নিয়ে ওদের কোনো মাথাব্যথা আছে বলেও মনে হয়নি।

সে রকম একটা যায়গা থেকে নেপালিরা কিভাবে এত সাহসী হয়ে উঠলো, তা যথেষ্ঠই বিস্ময়ের বৈকি!

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনেহয় এখন ওরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন।

৪| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা ভারতীয় চ্যানেল বেশী দেখেন, নাকি বাংলা চ্যানেল বেশী দেখেন?

১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় ভারতীয় চ্যানেল বেশি দেখে।

৫| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৭

এম ডি মুসা বলেছেন: ঠিক বলছেন ! তাদের সাংস্কৃতি আমারা লালন করব
আমাদের কেন করবেনা।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেটা একদমই হচ্ছেনা।

৬| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:২২

কল্পদ্রুম বলেছেন: আমাদের পক্ষে এ কাজ করা কোনদিন সম্ভব হবে না।আমি ব্যক্তিগতভাবে বন্ধের পক্ষপাতী নই।একসময় মনে করতাম বন্ধ করে দেওয়াই উপযুক্ত কাজ হবে।কিন্তু এখন মনে করি,এসব চ্যানেল বন্ধ না করে বরং সরকারের উচিত এগুলো নিয়ন্ত্রণে আনা।সরকার চাইলেই সেটা পারবে।সরকার যদি একটা নিয়মের ভিতরে এসব চ্যানেল আনতে পারে তবে এসব চ্যানেল এদেশের বিশাল দর্শক শ্রেণীকে ধরার জন্য ভেবে চিনতে কন্টেন্ট বানানো শুরু করবে।আবার মানুষ যদি টাকা দিয়ে চ্যানেল কিনতো তবে দেশী চ্যানেলগুলো ভারতীয় চ্যানেলগুলোর সাথে প্রতিযোগীতায় টেকার জন্য নিজেদের মান উন্নয়ন করতে বাধ্য হতো।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যুক্তিযুক্ত মন্তব্য।

৭| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওদের নেতারা দেশকে ভালবাসে। নেপালের সাধারণ মানুষও ভারতের তুলনাই অনেক ভালো ও মিশুক মনে হয়েছে।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতের গেরুয়ারা প্রচন্ড মুসলিম বিদ্বেষি ও সাম্প্রদায়িক প্রাণী।

৮| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশে খোদ বাঙালিদের জন্যই ভারতীয় চ্যানেল কোনোদিন বন্ধ হতে পারবে না। একটা র‍্যান্ডম সার্ভে করে দেখতে পারেন। ১০টা বাড়িতে যান। কয়টা বাড়িতে অল্পক্ষণের জন্য হলেও বাংলাদেশের চ্যানেল দেখতে পান, শুধু সেটা দেখেন। আমার অভিজ্ঞতা খুব তিক্ত। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপড়শি, কমিউনিটি টিভি, সব জায়গাতেই (খুব রেয়ার ব্যতিক্রম ছাড়া০ শুধু ভারতীয় টিভি চলতে দেখি। এ দেশে ভারতীয় চ্যানেল বন্ধ হলে কুরুক্ষেত্র হয়ে যাবে, এটা ভারতও জানে :)

যার ঘরে দুটো টিভিই দিনের ৯০% ভাগই বাংলা চ্যানেল খোলা থাকে, সেটা হলো আমার ঘর।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এটাকে একবারে রোখা যাবেনা তাই একটা নিয়মের মধ্যে নিয়ে এসে ধীরে ধীরে লাগাম টানতে হবে তা না হলে ভীষণ ক্ষতি হয়ে যাবে দেশ ও জাতির।

৯| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৪

রাতুল_শাহ বলেছেন: ভারতীয় চ্যানেল বন্ধ করে কি, শাহেদের মত বাটপারদের মিষ্টি কথার টক শো দেখবেন?

আমরা ইউটিউবে নিজেদের নাটক দেখি, সন্ধ্যা হলে জি বাংলা, জালসা, সনি দেখি।

আমাদের চলচিত্র ধ্বংসের পথে, নাটকেরও একই অবস্থা। আমাদের এখন বিনোদের খোরাক হচ্ছে শাহেদ সাবরিনার টক শো দেখা।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সামনে ভয়াবহ অন্ধকার অপেক্ষা করছে।

১০| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আমার মনে হয় ভারতীয় চ্যানেল বেশি দেখে। "

-ব্লগারেরা ভারতীয় চ্যানেল দেখতে থাকেন, ও চ্যানেলের বিপক্ষে কথা বলেন।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি আসলে বলতে চাচ্ছি যেখানে বন্ধুত্ব আছে সেখানে প্রতিবন্ধকতা কেন? ওদের সব চ্যানেল আমাদের এখানে প্রচারিত হয় কিন্তু আমাদের একটাও ভারতে প্রচার করতে দেওয়া হয়না কেন? বন্ধুত্ব সমানুপাতিক হারে না হলে তাদের বয়কট করতে হবে; আত্নমর্যাদা বিসর্জন দিয়ে বন্ধুত্ব টিকিয়ে রাখা যায়না।

১১| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: বাপের বেটা নেপালীরা । আজ একটা প্রতিবেদন পড়লাম নেপালে ভারতের কুটনী নিয়ে

১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশ ছাড়া কারো সংগে ভারতের ভালো সম্পর্ক নেই। বাংলাদেশের সংগে যে সম্পর্ক তা ভারতেই স্বার্থেই।

১২| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করবে।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইতোমধ্যেই তা করে ফেলেছে।

১৩| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৫

ঊণকৌটী বলেছেন: ত্রিপুরা তে আমি একজন MSO এইখানে সৃষ্টি নামে সারা ত্রিপুরা তে ক্যাবল সার্ভিস দেয়া হয় ,প্রায় 700 চ্যানেল চলে এবং বাংলাদেশের সমস্ত চ্যানেল এই খানে দেখানো হয়

১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কতটুকু সত্য আমি জানিনা কারণ এই বিষয় নিয়ে বাংলাদেশে একবার মামলাও হয়েছিল কিন্তু সমস্ত শর্ত পূরণ না করে মামলা করায় তা খারিজ হয়ে যায়। সরকারী ভাবেও অনেক দেনদরবার করা হয় কিন্তু কোন কাজ হয়নি। বন্ধত্ব সামানুপাতিক হারে হওয়া উচিত।

১৪| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বাংগালী নারী-রা সংসার ত্যাগি হবে !

১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এর পিছনে ও লাগা, কু-মন্ত্রনা, বউ-শাশুড়ী ঝগড়া, পরকীয়া এগুলো দেখে বাংগালী নারীরা খুব মজা পাচ্ছে!!

১৫| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, " বন্ধুত্ব সমানুপাতিক হারে না হলে তাদের বয়কট করতে হবে; আত্নমর্যাদা বিসর্জন দিয়ে বন্ধুত্ব টিকিয়ে রাখা যায়না। "

-ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সামানুপাতিক নয়, ব্লগারেরা ইহা জানেন; তা'হলে, কমপক্ষে ব্লগারেরা বয়কট করছেন না কেন?

১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগারদের বয়কট উচিত।

১৬| ১২ ই জুলাই, ২০২০ রাত ৮:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু চ্যানেল বন্ধ ও কিছু চ্যানেল নিয়ন্ত্রনে আনা প্রয়োজন।

১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইহাই একমাত্র পথ হতে পারে।

১৭| ১২ ই জুলাই, ২০২০ রাত ৮:৪০

সাইন বোর্ড বলেছেন: সাহসী কাজ করেছে, বাংলাদেশ এটা করবে না । বন্ধু থেকে এখন ত্রাতা, বড্ড বেশি দরকার তাদের ।

১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বন্ধত্বের হাত না বাড়িয়ে দাদাগিরি করছে।

১৮| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু টিভি দেখি না। মানে কোনো নাটক ফাটক।
আমি শুধু টিভিতে খবর দেখি।
আমি আছি আমার ভুবনে ডুবে। বই পড়ছি। মুভি দেখছি। বিকেলে হাঁটতে বের হচ্ছি। এবং অনুভব করছি সময় খুব দ্রুত চলে যাচ্ছে।

১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনে হয় আপনিই ভালো আছেন।

১৯| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:২২

ফেরদাউস আল আমিন বলেছেন: নেপালের মেরুদন্ড দৃঢ়, তাই তারা ..
বাকিটা নাই বললাম

১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাদেরও মেরুদন্ড আছে কিন্তু ভেঙ্গে দেওয়া হচ্ছে।

২০| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মনে হয় আপনিই ভালো আছেন।

জানি না আমি কেমন আছি। সবচেয়ে বড় কথা সুখে থাকি বা দুঃখে সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি বিশ্বাস করি যে, আপনি মানষিক ভাবে অনেক ভালো আছেন।

২১| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রস্তাবটা নিঃসন্দেহে ভালো। একটা দেশ বা জাতির পক্ষে নিজের দেশের সবকিছুই ঊর্ধ্বে।তবে সবকিছুই সরকারের ওপর ছেড়ে দেওয়াটা বোধহয় যুক্তিযুক্ত নয়। সরকার জনগণের প্রতিমূর্তি।একমাত্র জনগণই পারে তাকে সঠিকভাবে পরিচালিত করতে। সে কারণে জন সচেতনতা দরকার। বিভিন্ন জায়গায় স্থানে স্থানে শান্তিপূর্ণ জমায়েত যা সরকারকে পরিস্থিতি অনুধাবন করতে বাধ্য করবে।পাশাপাশি মিডিয়ার দৌলতে অভিযুক্ত দেশ সেও লক্ষ্য রাখবে পাশের দেশে তাদের বিরুদ্ধে কী ধরনের আন্দোলন হচ্ছে। বন্ধুত্বের নামে খবরদারি যে কোন দেশের বা জাতির পক্ষে হানিকর।

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.