নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

চুলের কাটিং সিস্টেম!

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৩


চুল কাটা নিয়ে কিছুদিন হলো চুলাচুলি শুরু হয়েছে। যারা চুল কেটেছেন তাঁরা যদি প্রতিহিংসা বা অন্য কোনকিছুর বশবতি হয়ে চুল কেটে থাকেন তা হলে তা নিশ্চিতভাবে অন্যায় কিন্তু তাঁরা যদি ভালোর জন্য কিংবা আমাদের সামাজিক প্রেক্ষাপটের কথা বিবেচনা করে অথবা সুস্থ পরিবেশের কথা চিন্তা করে কেটে থাকে তাহলে এতো ডামাডোল করার কোন অর্থ হয়না।

চুল কাটাকে কেন্দ্রকরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবিরকে পুলিশ কতৃক আটক এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত এগুলো কোনটিই ভালো লক্ষণ নয়।

যখন গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় এবং শহরের রাস্তাঘাটে বিকৃত চুলের কাটিং-ওয়ালা ছেলেরা আড্ডাদেয় তখন তাদের পাশ দিয়ে হেটে যেতেও ভয় লাগে আর মেয়েরা পারলে ঐ পথ বাদ দিয়ে অন্য পথে যেতে বাধ্য হয়।

রাজনৈতিক মিছিল মিটিং -এ আমরা কি দেখতে পাই? সেখানেও সামনে সারিতে বিকৃত চুলের কাটিং ওয়ালাদের অবস্থান; যাদেরকে দেখলেই আপনার মনের ভিতর একটা ভয়ের উদ্যেগ হবে নিশ্চিতভাবেই। অর্থাৎ ওরা স্বার্থ হাসিলে সৈনিক! আমরা ওদেরকে ব্যবহার করছি।

বিকৃত চুলের কাটিং ওয়ালাদের যারা ব্যবহার করছে তারা বরাবরই ওদের পক্ষে দাড়িয়েছে ওদের পক্ষে কথা বলছে। শুধু কি ওরাই (?) এই পোস্টেও অনেকেই ওদের পক্ষেই কথা বলবে এবং বিভিন্ন যুক্তিও দাড় করাবে।

কে কাকে ল্যাং মেরে সামনে যাবে সেই প্রতিযোগিতায় এই চুলকাটাকে ইস্যু বানিয়ে প্রতিপক্ষদল ছাত্রদেরকে উস্কানী দিয়ে তিলকে তাল বানিয়ে ফেলছে কিন্তু এর সুদূরপ্রসারী যে প্রভাব সমাজে পড়বে তার দায়ভার কে নেবে?

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার মনের কথাগুলোই যেন। এসব চুলের কাটিং ওয়ালাদের দেখলেই গা জ্বলে যায়

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুধুই কি গা জ্বলে; ওদের জটলা দেখলে ডরও করে।

২| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমারতো ভয় লাগেই সংগে মেয়ে ও স্ত্রী থাকলে আরো বেশি ভয় লাগে; মনে হয় ওরা মেয়েদের জমদূত।

৩| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৮

রোকসানা লেইস বলেছেন: চুল দিয়ে যেন মানুষ যায় চেনা।
কেউ শখ করে ডিজাইন করলে তা নিয়ে সমস্যা কেন হবে।
ফ্যাশন বিষয়টা যুগে যুগে বদল হয় নতুন আসে। নতুনকে না মানতে পারলে সমস্যা।
দেশে এক ছাটের চুল থকিবে সবার; এই বিষয়ে একটা আইন পাশ করতে হবে।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বড় ছোট করতেই পারে সেটা বিষয় না তবে উদ্ভট কাটিং মনে হয় একটা সমস্যা।

৪| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

চুল নিয়ে কথা বলে ওয়াজীরা অনায়াসে ২-৩ কাটিয়ে দিতে পারে।

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তা বটে।

৫| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৫

শূন্য সারমর্ম বলেছেন:
*২-৩ ঘন্টা হবে।

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওকে

৬| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৫

অপু তানভীর বলেছেন: মোল্লা সাহেব কিংবা ঐ মহিলা শিক্ষক যাদের চুল কেটে দিয়েছে তাদের চুলের ডিজাইন কি বিকৃত ছিল?
এই চুল কাটা হয়েছে ব্যক্তিগত আক্রস থেকে । আমি শিক্ষক, আমি বস আমার কথা শুনতে হবে টাইপ মনভাব থেকে । এরা শিক্ষক হওয়ার যোগ্য নয় । একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চুল কোন শিক্ষক কেটে দিয়েছে এই ঘটনা বোধ করি ইতিহাসে এই প্রথম ।একজন প্রাপ্ত বয়স্ক মানুষের চুল কেটে দেওয়ার অধিকার কারো থাকতে পারে না ।
ঐ মহিলাকে বরখাস্ত না করলেই বরং ব্যাপারটা খারাপ হত ।

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্যক্তিগত আক্রোশ থেকে যদি হয় সেটা প্রচন্ড নিন্দনীয়। একটা কথা মনে রাখতে হবে শিক্ষকরা পিতামাতার চেয়ে কোন অংশে কম না।

৭| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: চুল নিয়ে চুলোচুলির মত অবস্থা।

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেটাই তো দেখতে পাচ্ছি।

৮| ১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৮

শেরজা তপন বলেছেন: ভাই চুলের ডিজাইন গুলা কিন্তু আমার পছন্দ হৈসে! আহারে সেই বয়স নাই :(

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এটা জাস্ট উদাহরণ। কিছু পোলাপান আছেনা যাদের কাটিং দেখলেই কেমন যেন লাগে।

৯| ১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৩

ইসিয়াক বলেছেন: উদ্ভট ডিজাইনের চুলের কাটিং আমার পছন্দ নয়। তবে কারও যদি এমন ডিজাইন পছন্দ হয় সে সেভাবে কাটুক আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। তবে স্কুল ( প্রাইমারি ও মাধ্যমিক লেভেলে) এ যদি উদ্ভট কাটিং এর চর্চা হয়। তাহলে ব্যপারটা দৃষ্টি কটু দেখায়। কিছু ক্ষেত্রে শৃঙ্খলা ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দেয় সেক্ষেত্রে অভিভাবক ডেকে ব্যপারটা বুঝিয়ে বলা উচিত। তারা যা করার করবে। কি দরকার নিজের খেয়ে বনের মোষ তাড়ানো।

১০| ১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৫

ফুয়াদের বাপ বলেছেন: কারো দিকে তাকালে তার পোষাক ও ফেইসলোক সবার আগে নজরে আসে। তিড়িংবিড়িং টাইপের উদ্ভুট ভাবে চুল কাটা কোন দিক থেকে ফ্যাশন তা যারা কাটে তারাই ভালো জানে। এমন চুল কাটিং যে দেখে ভদ্র ভাবা দূরের কথা ভয়ে আড়ষ্ট হতে হয় তা নিশ্চই ভালো হেয়ার কাট না (যদিও দেশিয় আইনে যে যেমন ইচ্ছে চুল কাটবে তা তার ব্যাক্তিগত)।

শিক্ষকের শাসন চিরদিনই ছাত্র-ছাত্রীদের সঠিক পথের পাথেয় করেছে। কথায় আছে বাবা-মা জন্ম দেয় ঠিকই মানুষ করে শিক্ষক (বাবা-মায়ের সমকক্ষ সম্মন)।

তবে দিন বদলাইছে, শিক্ষকরা এখন শাসন করেনা পাছে থানা-জেল অপেক্ষা করে। বরং, ছাত্র-ছাত্রীদের অভিযোগের হুমকিকে তটস্থ্য থাকে - "এই বুঝি চাকরী-সম্মান দুইটাই গেল"।

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ২:০১

নেওয়াজ আলি বলেছেন: ছবির চুল কাটিংটা চলে কোনরকম । আধুনিক কিংবা ফ্যাশনের নামে আজকাল বাদরামি হচ্ছে

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এটা জাস্ট উদাহরণ।

১২| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ২:৪৯

কামাল১৮ বলেছেন: সমস্যা আপনার দৃষ্টভঙ্গির।

১৩| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ২:৫২

কামাল১৮ বলেছেন: সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.