নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতিকে অনুভব করার জন্য কাউকে চোখে দেখা বা তার কথা কানে শোনা বা পরিচয়ের প্রয়োজন পরে না। একজন লেখক তার অনুভূতি লেখার মাধ্যমেই প্রকাশ করে থাকে যা যে কোন অনুভুতিশীল ব্যাক্তির অনুভব করার জন্য যথেষ্ট

আমি দেলোয়ার

যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।

আমি দেলোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি

০২ রা জুন, ২০১৬ রাত ১২:৫৬

সময় খুব দ্রুত চলে যায় কিন্তু রেখে যায় তার পদচিহ্ন। আমরা এটাকে বলে থাকি স্মৃতি।আর মনের মধ্যে আছে এক এক অধ্যায়ের ভিন্ন শিরোনামে এক এক স্মৃতি। এই স্মৃতি গুলোই মাঝে মাঝে সময়ে অসময়ে চোখের সামনে ভেসে ওঠে। তখন সময়টা বর্তমান হলেও যেন পেছনে র সময়টাতে বারে বারে ফিরে আসি। তবে তা শুধু কাল্পনিক। কিছু স্মৃতি এমনও থেকে যায় যে, যেন ধূলো মাখা কোন এক ফটোগ্রাফের ন্যায় অস্পষ্ট ছবি। আবার কিছু স্মৃতি যেন ঘুনে খাওয়া এক টুকরো কাঠ, যার কিছু অংশ বিলীন হয়ে গেছে। আবার কিছু স্মৃতি যেন আবেগের সাথে জড়িত, যা হাসাতেও পারে আবার কাঁদাতেও পারে। এভাবেই সময় চলে যায় এবং যাবে। আজকের বর্তমান আগামীকাল স্মৃতি হয়ে থেকে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.