| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতগুলো মানুষ এভাবে চলে গেল! দুর্ঘটনা যেকোন সময় যেকারও জীবনে আসতে পারে। কিন্তু যার যায় সেই বুঝে - আমরা ভুলে যাব কয়দিন পর। মাঝে মাঝে মনে হয় আমাদের জাতীয় জীবন অভিশপ্ত।
অনেকদিন আগে বন্ধুদের এক আড্ডায় একজন বলেছিল - ভাই নিজের ছেলেমেয়েদের যে শিখাব, সততাই সর্বোতকৃস্ট পন্থা - ভরসা পাই না। কেমন হালকা লাগে কথাটা। জীবনের মানে, উদ্দেশ্য, ভাল খারাপের সংঞ্জা সব কেমন যেন পরিবর্তিত মনে হয়। নিজেকেও মনে হয় মধ্যযুগীয়।
আমার জীবনে পত্রিকা পড়া বা টিভি দেখা এই দুই বিষয়ে খুব আগ্রহ কখনই ছিল না। সমনে পড়লে বা বিশেষ কিছু থাকলে দেখতাম। অনেক কিছু জানতাম না - খুব ভাল থাকতাম। এখন এই ফেসবুকে আর বিভিন্ন সাইটে এত খবর আর এত মতামত - মনের শান্তি নস্ট হয়ে যায়।
কেন যানি আজ কয়েকদিন ধরে মনে হয় - চোখ বন্ধ করলেই পরিস্থিতি বদলে যাবে, যেহেতু আমি দেখব না তার মানে ঘটনাটাই হয়ত মিথ্যা হয়ে যাবে। কিন্তু হয় না।
©somewhere in net ltd.